রুশা চৌধুরী
রবীন্দ্রনাথের বিখ্যাত ‘নিমন্ত্রণ’ কবিতায় প্রেমিক তার প্রেমিকাকে চিঠিতে লিখেছিল...
‘জেনো, বাসনার সেরা বাসা রসনায়!’
সত্যিই কি মানুষের জীবনে এতটা গুরুত্ব রসনার? গুরুদেবের কথা শিরোধার্য না হলেও বাঙালির হৃদয়ে ধার্য তো বটে। মানুষের জীবনে সবকিছুর সঙ্গেই তার প্রিয়জনের যোগাযোগ থাকে। প্রিয় মানেই আনন্দ আর আনন্দের সঙ্গেই তো মিশে থাকে ভালোবাসা। সেই ভালোবাসায় কত না রং আর কতই না মধুর নাম! এই রং আর নামে বাসনার সঙ্গে রসনাও এসে যায় বারেবারে।
এইখানে কেউ যদি ছেলেমেয়ে, মানে নারী-পুরুষ ভেদাভেদ দেখাতে চায়, তাকে বা তাদের এক্কেবারে অগ্রাহ্য করতে হবে, কারণ বাসনায় যেমন ভেদাভেদ নেই, তেমনি রসনার মাঝেও নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। সত্যি কথা বললে, রান্না হচ্ছে সেই শিল্প, যাকে আমরা ভালো না বাসলে সে শুধু আমাদের পেট ভরাবে আর মেদ বাড়াবে কিন্তু মন আর হৃদয় ভরাবে না। এ জন্যই রান্নাশিল্প আর যারা এই বোধ হৃদয়ে ধারণ করে আর রাঁধতেও জানে, তাদের শুধু রাঁধুনি নয় আদর করে ‘রন্ধনশিল্পী’ বলা হয়।
সবার জীবনে প্রথম রান্না করার স্মৃতি প্রথম প্রেমে পড়ার মতো মধুময় না হলেও জীবন প্রেমময় করে রাখতে ‘হেঁশেল’ বা ‘রান্নাঘর’ এক অবশ্যম্ভাবী জায়গা। নিজেকে আদ্যোপান্ত রোমান্টিক মনে করা প্রত্যেক বাঙালির কাছে ‘রান্না করে খাওয়ানো’ তাই ভালোবাসা প্রকাশের অন্য নাম। প্রিয় মানুষের প্রিয় খাবার রান্না করা তাদের কাছে রবীন্দ্রনাথের ‘নিমন্ত্রণ’ কবিতা পাঠ বা সুধীন্দ্রনাথ দত্তের ‘অর্কেস্ট্রা’ কবিতা পাঠের থেকে কম রোমাঞ্চকর হওয়ার কথা নয়। যারা কবিতা তেমন বোঝে না তারা তাদের নিত্যকার প্রিয় অভ্যাসেই রসনার সঙ্গে বাসনাকে মিলিয়ে নিতে পারে।
এখন যাঁরা আমাকে ‘আঁতেল’ ভাবছেন বা ‘ঢংগী’ বলতে চাইছেন, তাঁদের জন্য বলতে হবে, এই সব কঠিন কথার মানে হলো রান্নায় নুন-হলুদ-লংকা-মসলার সঙ্গে খুব খুব খুব করে যে ফোড়নটির দরকার হয়, তার নাম ‘ভালোবাসা’!
এ আমার আবিষ্কার নয়, নিজের মনের ভেতরে ডুব দিলেই মনটা ‘টিকটিক’ বলে সমর্থন জানিয়ে দেবে। সত্যি বলছি, এই শেষ উপকরণটি, মানে ভালোবাসাই রান্নার আসল রহস্য, যার উৎস কোনো রেসিপি বুক বা বেস্ট শেফের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে না, এর উৎস হচ্ছে রাঁধুনি ঠাকুরের হৃদয়!
‘কেক’ বা ‘মিষ্টি’ ছাড়া রান্নায় সত্যিকারের কোনো ‘একচুল নড়চড় হবে না’ টাইপ রেসিপি আসলে কোনোকালেই হয়তো ছিল না। বিশেষ করে সেইসব মানুষ যারা প্রতিদিন একইভাবে রান্না করে যান, এইসব রাঁধুনির কাছে নুনের মাপ তো দূরের কথা, চেখে দেখাও দরকার হয় না। তাঁদের রান্নায় থাকে শুধু ভালোবাসার মানুষের মুখের পরিতৃপ্ত হাসি। আর যা থাকে তা প্রকাশ করতে পারবে না কেউ।
প্রিয় মানুষেরা যখন যা খেতে চায় তাদের জন্য বাঙালি রাঁধুনি সব করে ফেলতে পারে। জীবনে কখনো যে হেঁশেলে যায়নি সে-ও একদিন চমৎকার খাবার রান্না করে খাওয়ানোর চেষ্টা করে তার প্রিয়জনকে। সেই রান্না ‘শাপলা ফুলের ডাঁটা’ ভাজি হোক অথবা ‘বিফ শ্যাংক’ রান্না। আর যারা সত্যি সত্যি সেই খাবার খায়, তাদের পাকস্থলী তখন মুগ্ধতা নিয়ে হৃদয়ের রন্ধ্রের সঙ্গে মিতালি করে। যারা কোনো কারণে খেতে না পারে, তারা মনে মনে স্বাদ বুঝে নিতে চেষ্টা করে। এটাও এক রহস্য, তাই না?
যদি বলি, রান্নার রেসিপি রহস্য আসলে সবটা একই রকম প্রায়, শুধু রান্নার কোনো এক পর্যায়ে হঠাৎ কেউ একজন মন থেকে বলে উঠবে, ‘লবঙ্গ দিয়ে একটু হালকা ভেজে নিয়ো’, অথবা ‘শুকনো লাল মরিচ গুঁড়ো করে ছড়িয়ে দেওয়ার আগে একটু টেলে নিয়ো’...কোনটা কোথায় দিতে হবে, সেটা বুঝতে একটু ‘আলাদা রকম একটা মন’ থাকা চাই। এর জন্য প্রবল ‘ইচ্ছাশক্তি’, ‘মানুষের অসাধ্য কিছু নেই’ বোধ, ‘শুদ্ধ ভালোবাসা’ ছাড়া আর যা সাহায্য করবে তা হচ্ছে মানুষের ‘পঞ্চ ইন্দ্রিয়’! অন্য সব শিল্পের মতো রন্ধনশিল্পেরও আসল রহস্য চোখ, নাক, কান, জিহ্বা আর ত্বক...সৎ আর সুন্দর করে এই পঞ্চ ইন্দ্রিয়র প্রতিটা ইন্দ্রিয়র সুষম ব্যবহার।
চোখ বন্ধ করে নিজেকে কোনো ‘অচেনা শেফ’ কল্পনা করে নেওয়া আর কোনো প্রিয় মুখ... এটুকুতেই একদম নিজস্ব রেসিপিতে রান্না করে ফেলা যাবে। সেই রান্নাটা হয়ে যাবে রাঁধুনির জীবনের প্রথম অথবা একমাত্র মস্তিষ্ক নয়, হৃদয়প্রসূত ‘চমকপ্রদ’ কোনো খাবার। ‘ঘ্রাণটা বুঝে নাও, রংটা দেখো, একবিন্দুও মুখে দেওয়া লাগবে না। তোমার কল্পনার রাজ্য থেকে পাওয়া রেসিপিতেই রান্নার নুন-ঝাল-তেল ঠিকঠাক হয়ে যাবে।’
আর যার কথায় রান্না হলো সে? ঘ্রাণে ‘অর্ধভোজন’ হলে শুধু দর্শনে কি হবে? ‘সিকি’ নাকি ‘পূর্ণ ভোজন’? এত কথার অর্থ রাঁধুনির ঢোল পেটানো বা তাকে শিল্পী প্রমাণ নয়, শুধু এটুকু বলা, মাঝেমধ্যেই আমাদের মানুষদের কিছু অকালবোধন হয়, এই রান্নাটাও তেমনি। এই এত বছর পরে খুব করে বোঝা হলো রান্নাটাতেও খুব করে ভালোবাসা আর আবেগ দরকার, যার নাম হয়তো সেই রবিঠাকুরের ‘বাসনা’-এর সঙ্গে ‘পঞ্চ ইন্দ্রিয়’ মিলিয়ে নিতে পারে বলেই বাঙালি আজও ‘অতিথিপরায়ণ’ আর অবশ্যই ‘রন্ধনপটীয়সী’।
লেখক: রুশা চৌধুরী, আবৃত্তিশিল্পী
রবীন্দ্রনাথের বিখ্যাত ‘নিমন্ত্রণ’ কবিতায় প্রেমিক তার প্রেমিকাকে চিঠিতে লিখেছিল...
‘জেনো, বাসনার সেরা বাসা রসনায়!’
সত্যিই কি মানুষের জীবনে এতটা গুরুত্ব রসনার? গুরুদেবের কথা শিরোধার্য না হলেও বাঙালির হৃদয়ে ধার্য তো বটে। মানুষের জীবনে সবকিছুর সঙ্গেই তার প্রিয়জনের যোগাযোগ থাকে। প্রিয় মানেই আনন্দ আর আনন্দের সঙ্গেই তো মিশে থাকে ভালোবাসা। সেই ভালোবাসায় কত না রং আর কতই না মধুর নাম! এই রং আর নামে বাসনার সঙ্গে রসনাও এসে যায় বারেবারে।
এইখানে কেউ যদি ছেলেমেয়ে, মানে নারী-পুরুষ ভেদাভেদ দেখাতে চায়, তাকে বা তাদের এক্কেবারে অগ্রাহ্য করতে হবে, কারণ বাসনায় যেমন ভেদাভেদ নেই, তেমনি রসনার মাঝেও নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। সত্যি কথা বললে, রান্না হচ্ছে সেই শিল্প, যাকে আমরা ভালো না বাসলে সে শুধু আমাদের পেট ভরাবে আর মেদ বাড়াবে কিন্তু মন আর হৃদয় ভরাবে না। এ জন্যই রান্নাশিল্প আর যারা এই বোধ হৃদয়ে ধারণ করে আর রাঁধতেও জানে, তাদের শুধু রাঁধুনি নয় আদর করে ‘রন্ধনশিল্পী’ বলা হয়।
সবার জীবনে প্রথম রান্না করার স্মৃতি প্রথম প্রেমে পড়ার মতো মধুময় না হলেও জীবন প্রেমময় করে রাখতে ‘হেঁশেল’ বা ‘রান্নাঘর’ এক অবশ্যম্ভাবী জায়গা। নিজেকে আদ্যোপান্ত রোমান্টিক মনে করা প্রত্যেক বাঙালির কাছে ‘রান্না করে খাওয়ানো’ তাই ভালোবাসা প্রকাশের অন্য নাম। প্রিয় মানুষের প্রিয় খাবার রান্না করা তাদের কাছে রবীন্দ্রনাথের ‘নিমন্ত্রণ’ কবিতা পাঠ বা সুধীন্দ্রনাথ দত্তের ‘অর্কেস্ট্রা’ কবিতা পাঠের থেকে কম রোমাঞ্চকর হওয়ার কথা নয়। যারা কবিতা তেমন বোঝে না তারা তাদের নিত্যকার প্রিয় অভ্যাসেই রসনার সঙ্গে বাসনাকে মিলিয়ে নিতে পারে।
এখন যাঁরা আমাকে ‘আঁতেল’ ভাবছেন বা ‘ঢংগী’ বলতে চাইছেন, তাঁদের জন্য বলতে হবে, এই সব কঠিন কথার মানে হলো রান্নায় নুন-হলুদ-লংকা-মসলার সঙ্গে খুব খুব খুব করে যে ফোড়নটির দরকার হয়, তার নাম ‘ভালোবাসা’!
এ আমার আবিষ্কার নয়, নিজের মনের ভেতরে ডুব দিলেই মনটা ‘টিকটিক’ বলে সমর্থন জানিয়ে দেবে। সত্যি বলছি, এই শেষ উপকরণটি, মানে ভালোবাসাই রান্নার আসল রহস্য, যার উৎস কোনো রেসিপি বুক বা বেস্ট শেফের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে না, এর উৎস হচ্ছে রাঁধুনি ঠাকুরের হৃদয়!
‘কেক’ বা ‘মিষ্টি’ ছাড়া রান্নায় সত্যিকারের কোনো ‘একচুল নড়চড় হবে না’ টাইপ রেসিপি আসলে কোনোকালেই হয়তো ছিল না। বিশেষ করে সেইসব মানুষ যারা প্রতিদিন একইভাবে রান্না করে যান, এইসব রাঁধুনির কাছে নুনের মাপ তো দূরের কথা, চেখে দেখাও দরকার হয় না। তাঁদের রান্নায় থাকে শুধু ভালোবাসার মানুষের মুখের পরিতৃপ্ত হাসি। আর যা থাকে তা প্রকাশ করতে পারবে না কেউ।
প্রিয় মানুষেরা যখন যা খেতে চায় তাদের জন্য বাঙালি রাঁধুনি সব করে ফেলতে পারে। জীবনে কখনো যে হেঁশেলে যায়নি সে-ও একদিন চমৎকার খাবার রান্না করে খাওয়ানোর চেষ্টা করে তার প্রিয়জনকে। সেই রান্না ‘শাপলা ফুলের ডাঁটা’ ভাজি হোক অথবা ‘বিফ শ্যাংক’ রান্না। আর যারা সত্যি সত্যি সেই খাবার খায়, তাদের পাকস্থলী তখন মুগ্ধতা নিয়ে হৃদয়ের রন্ধ্রের সঙ্গে মিতালি করে। যারা কোনো কারণে খেতে না পারে, তারা মনে মনে স্বাদ বুঝে নিতে চেষ্টা করে। এটাও এক রহস্য, তাই না?
যদি বলি, রান্নার রেসিপি রহস্য আসলে সবটা একই রকম প্রায়, শুধু রান্নার কোনো এক পর্যায়ে হঠাৎ কেউ একজন মন থেকে বলে উঠবে, ‘লবঙ্গ দিয়ে একটু হালকা ভেজে নিয়ো’, অথবা ‘শুকনো লাল মরিচ গুঁড়ো করে ছড়িয়ে দেওয়ার আগে একটু টেলে নিয়ো’...কোনটা কোথায় দিতে হবে, সেটা বুঝতে একটু ‘আলাদা রকম একটা মন’ থাকা চাই। এর জন্য প্রবল ‘ইচ্ছাশক্তি’, ‘মানুষের অসাধ্য কিছু নেই’ বোধ, ‘শুদ্ধ ভালোবাসা’ ছাড়া আর যা সাহায্য করবে তা হচ্ছে মানুষের ‘পঞ্চ ইন্দ্রিয়’! অন্য সব শিল্পের মতো রন্ধনশিল্পেরও আসল রহস্য চোখ, নাক, কান, জিহ্বা আর ত্বক...সৎ আর সুন্দর করে এই পঞ্চ ইন্দ্রিয়র প্রতিটা ইন্দ্রিয়র সুষম ব্যবহার।
চোখ বন্ধ করে নিজেকে কোনো ‘অচেনা শেফ’ কল্পনা করে নেওয়া আর কোনো প্রিয় মুখ... এটুকুতেই একদম নিজস্ব রেসিপিতে রান্না করে ফেলা যাবে। সেই রান্নাটা হয়ে যাবে রাঁধুনির জীবনের প্রথম অথবা একমাত্র মস্তিষ্ক নয়, হৃদয়প্রসূত ‘চমকপ্রদ’ কোনো খাবার। ‘ঘ্রাণটা বুঝে নাও, রংটা দেখো, একবিন্দুও মুখে দেওয়া লাগবে না। তোমার কল্পনার রাজ্য থেকে পাওয়া রেসিপিতেই রান্নার নুন-ঝাল-তেল ঠিকঠাক হয়ে যাবে।’
আর যার কথায় রান্না হলো সে? ঘ্রাণে ‘অর্ধভোজন’ হলে শুধু দর্শনে কি হবে? ‘সিকি’ নাকি ‘পূর্ণ ভোজন’? এত কথার অর্থ রাঁধুনির ঢোল পেটানো বা তাকে শিল্পী প্রমাণ নয়, শুধু এটুকু বলা, মাঝেমধ্যেই আমাদের মানুষদের কিছু অকালবোধন হয়, এই রান্নাটাও তেমনি। এই এত বছর পরে খুব করে বোঝা হলো রান্নাটাতেও খুব করে ভালোবাসা আর আবেগ দরকার, যার নাম হয়তো সেই রবিঠাকুরের ‘বাসনা’-এর সঙ্গে ‘পঞ্চ ইন্দ্রিয়’ মিলিয়ে নিতে পারে বলেই বাঙালি আজও ‘অতিথিপরায়ণ’ আর অবশ্যই ‘রন্ধনপটীয়সী’।
লেখক: রুশা চৌধুরী, আবৃত্তিশিল্পী
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে