শিপুল ইসলাম, তারাগঞ্জ
‘এটে মিসছায়ানা (একটু) দাঁড়ে থাকলে বোঝার পাইমেন এত তাড়াতাড়ি তেল শ্যাষ হইল কেমন করি। একজনে তেলের বোতল নিয়া যাওছে তিনটা-চাইরটা করি। আর হামরা লাইনোত দাঁড়েও তেল পাইনো না। সউগ বেলে শ্যাষ। খালি হাতে বাড়ি যাওছি।’
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে কথাগুলো বলছিলেন বুড়িরহাট গ্রামের বিউটি বেগম। তিনি দুপুর ১২টার দিকে সেখানে টিসিবির ট্রাক থেকে স্বল্প মূল্যে তেল, ডাল ও চিনি কিনতে এসেছিলেন।
কলেজ মাঠে টিসিবির পণ্য বিক্রি করছিলেন ডিলার মোজাফফর হোসেন। বিকেল সাড়ে ৩টায় তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিতেই গাড়িতে হুমড়ি খেয়ে পড়েন লোকজন। তখন শুধু চিনি ও ডাল বিক্রি চলছিল। সেগুলোও ৪টার দিকে শেষ হয়ে যায়। অনেকে অপেক্ষার পর খালি হাতে ফিরে যান।
বুড়িরহাটের বিউটির সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিতে এসেছিলেন একই গ্রামের গৃহবধূ হাসনা বানু। তিনি জানান, সারা দিন রোদে পুড়ে লাইনে দাঁড়িয়েও তেল পাননি। গাড়ির কাছে যেতেই জানলেন তেল শেষ। কম দামে এই পণ্য নিতে এসে গাড়ি ভাড়ার ২০ টাকাই জলে গেল। সঙ্গে দিনটাও মাটি হলো বলে আফসোস প্রকাশ করেন তিনি।
টিসিবির ডিলার সূত্রে জানা গেছে, প্রতি লিটার তেল ১১০, প্রতি কেজি চিনি ৫৫ ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার দরের চেয়ে যা যথাক্রমে ৬০, ২৫ ও ৫৫ টাকা কম। প্রত্যেক ব্যক্তির কাছে দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি চিনি প্যাকেজ হিসেবে বিক্রি করা হয়।
মাঠে কথা হয় জদ্দিপাড়া গ্রামের মমেজা বেগমের সঙ্গে। পাঁচ সদস্যের সংসার তাঁর। অন্যের খেতে সরিষা তোলার কাজে গিয়েছিলেন সকালে। টিসিবির গাড়ি আসার খবর পেয়ে দুপুর ১২টায় তেল, চিনি ও ডাল কিনতে আসেন। বিকেল সাড়ে ৩ ঘণ্টা পর্যন্ত অপেক্ষার পরও তিনি কিছু পাননি।
আক্ষেপ করে মমেজা বলেন, ‘আইজ কপালোত মাইর আছে। তেল, চিনি কিছুই পানু না। কামের টাকাও দিবার নেয়। বাড়িত স্বামীক কী জবাব দেইম। সরকার কত কোনা তেল, চিনি দেয়? লাইনের মানুষে পায় না।’
ট্রাক আসার আগেই কুর্শা কাজীপাড়া গ্রামের গৃহবধূ আমেনা বেগম তেল, চিনি ও ডাল নিতে আসেন বলে জানান। তিনি বলেন, ‘সকালে আসছি, ঘরের কাম থুইয়া। দিন গেল, তেল পাইলাম না।’
পণ্য না পাওয়া অন্তত ২০ জন অভিযোগ করেন, ডিলার পরিচিত লোকজনকে আগে তেল, চিনি ও ডাল দিয়েছেন। প্যাকেজ ভেঙে অনেককে শুধু তেলও দিয়েছেন। একেকজনে তিন থেকে চারটি তেলের বোতল নিয়ে গেছেন। তাই দ্রুত তেল শেষ হয়ে যায়।
এ বিষয়ে ডিলার মোজাফফর হোসেন বলেন, ‘তেল ৬০০ লিটার, ডাল ৫০০ কেজি ও চিনি ৫০০ কেজি বরাদ্দ পেয়েছি। ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সব শ্রেণি-পেশার লোকজন টিসিবির পণ্য নিতে ভিড় করছেন, যা আগে হতো না। দেড় শতাধিক মানুষ ফিরে গেছেন। আমার কাছে যা ছিল তা শেষ। কোথা থেকে তাঁদের তেল-চিনি এনে দেব? সারা দিন বিতরণ করলেও শেষ হবে না।’
একজনে একাধিকবার তেল নেওয়ার বিষয়ে জানতে চাইলে ডিলার বলেন, ‘এখানে শত শত লোক, কাকে চিনে রাখব। হয়তো এমন লোক আছেন, যাঁরা একবার নিয়ে সেগুলো রেখে এসে ফের নেন।’
‘এটে মিসছায়ানা (একটু) দাঁড়ে থাকলে বোঝার পাইমেন এত তাড়াতাড়ি তেল শ্যাষ হইল কেমন করি। একজনে তেলের বোতল নিয়া যাওছে তিনটা-চাইরটা করি। আর হামরা লাইনোত দাঁড়েও তেল পাইনো না। সউগ বেলে শ্যাষ। খালি হাতে বাড়ি যাওছি।’
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে কথাগুলো বলছিলেন বুড়িরহাট গ্রামের বিউটি বেগম। তিনি দুপুর ১২টার দিকে সেখানে টিসিবির ট্রাক থেকে স্বল্প মূল্যে তেল, ডাল ও চিনি কিনতে এসেছিলেন।
কলেজ মাঠে টিসিবির পণ্য বিক্রি করছিলেন ডিলার মোজাফফর হোসেন। বিকেল সাড়ে ৩টায় তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিতেই গাড়িতে হুমড়ি খেয়ে পড়েন লোকজন। তখন শুধু চিনি ও ডাল বিক্রি চলছিল। সেগুলোও ৪টার দিকে শেষ হয়ে যায়। অনেকে অপেক্ষার পর খালি হাতে ফিরে যান।
বুড়িরহাটের বিউটির সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিতে এসেছিলেন একই গ্রামের গৃহবধূ হাসনা বানু। তিনি জানান, সারা দিন রোদে পুড়ে লাইনে দাঁড়িয়েও তেল পাননি। গাড়ির কাছে যেতেই জানলেন তেল শেষ। কম দামে এই পণ্য নিতে এসে গাড়ি ভাড়ার ২০ টাকাই জলে গেল। সঙ্গে দিনটাও মাটি হলো বলে আফসোস প্রকাশ করেন তিনি।
টিসিবির ডিলার সূত্রে জানা গেছে, প্রতি লিটার তেল ১১০, প্রতি কেজি চিনি ৫৫ ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার দরের চেয়ে যা যথাক্রমে ৬০, ২৫ ও ৫৫ টাকা কম। প্রত্যেক ব্যক্তির কাছে দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল ও দুই কেজি চিনি প্যাকেজ হিসেবে বিক্রি করা হয়।
মাঠে কথা হয় জদ্দিপাড়া গ্রামের মমেজা বেগমের সঙ্গে। পাঁচ সদস্যের সংসার তাঁর। অন্যের খেতে সরিষা তোলার কাজে গিয়েছিলেন সকালে। টিসিবির গাড়ি আসার খবর পেয়ে দুপুর ১২টায় তেল, চিনি ও ডাল কিনতে আসেন। বিকেল সাড়ে ৩ ঘণ্টা পর্যন্ত অপেক্ষার পরও তিনি কিছু পাননি।
আক্ষেপ করে মমেজা বলেন, ‘আইজ কপালোত মাইর আছে। তেল, চিনি কিছুই পানু না। কামের টাকাও দিবার নেয়। বাড়িত স্বামীক কী জবাব দেইম। সরকার কত কোনা তেল, চিনি দেয়? লাইনের মানুষে পায় না।’
ট্রাক আসার আগেই কুর্শা কাজীপাড়া গ্রামের গৃহবধূ আমেনা বেগম তেল, চিনি ও ডাল নিতে আসেন বলে জানান। তিনি বলেন, ‘সকালে আসছি, ঘরের কাম থুইয়া। দিন গেল, তেল পাইলাম না।’
পণ্য না পাওয়া অন্তত ২০ জন অভিযোগ করেন, ডিলার পরিচিত লোকজনকে আগে তেল, চিনি ও ডাল দিয়েছেন। প্যাকেজ ভেঙে অনেককে শুধু তেলও দিয়েছেন। একেকজনে তিন থেকে চারটি তেলের বোতল নিয়ে গেছেন। তাই দ্রুত তেল শেষ হয়ে যায়।
এ বিষয়ে ডিলার মোজাফফর হোসেন বলেন, ‘তেল ৬০০ লিটার, ডাল ৫০০ কেজি ও চিনি ৫০০ কেজি বরাদ্দ পেয়েছি। ভোজ্য তেলসহ নিত্যপণ্যের দাম বাড়ায় সব শ্রেণি-পেশার লোকজন টিসিবির পণ্য নিতে ভিড় করছেন, যা আগে হতো না। দেড় শতাধিক মানুষ ফিরে গেছেন। আমার কাছে যা ছিল তা শেষ। কোথা থেকে তাঁদের তেল-চিনি এনে দেব? সারা দিন বিতরণ করলেও শেষ হবে না।’
একজনে একাধিকবার তেল নেওয়ার বিষয়ে জানতে চাইলে ডিলার বলেন, ‘এখানে শত শত লোক, কাকে চিনে রাখব। হয়তো এমন লোক আছেন, যাঁরা একবার নিয়ে সেগুলো রেখে এসে ফের নেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে