নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘প্রত্যাশা ভালো খেলেছে, স্বর্ণা ভালো ব্যাটিং করেছে’—দুর্দান্ত ছন্দে থাকা স্বর্ণার কথা বলতে গিয়ে একটু থমকে গেলেন বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ দিপু রায় চৌধুরীর।
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ২৮ বলে ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন স্বর্ণা। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ২৩ রানের ইনিংস। গতকাল লঙ্কানদের বিপক্ষে দারুণ এক জয়ের পর স্বর্ণাকে নিয়ে দিপু রায়ের কণ্ঠে কিছুটা চিন্তার কথাই শোনা গেল। দক্ষিণ আফ্রিকা থেকে ফোনে আজকের পত্রিকাকে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের কোচ জানালেন, শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে চোট পেয়েছেন স্বর্ণা। এর আগে টুর্নামেন্ট শুরুর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি খেলেছিলেন জ্বর নিয়ে। মূলপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষেও পুরোপুরি ফিট ছিলেন না স্বর্ণা।
অথচ বিশ্বকাপে দুই প্রস্তুতি ম্যাচ এবং মূলপর্বে দুই ম্যাচসহ সবকটিতেই অপরাজিত তিনি। টুর্নামেন্টে তাঁকে এখনো কোনো বোলার আউটই করতে পারেননি।
গতকাল দিপু রায় স্বর্ণার চোট নিয়ে বলেছিলেন, ‘শ্রীলঙ্কা আজ (গতকাল) ভালো ব্যাটিং করেছে। আমাদের বোলিং একটু খারাপ হয়েছে। স্বর্ণা কাঁধে ব্যথা পেয়ে পুরোপুরি বোলিং করতে পারেনি। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই গেছি। আরেকটি ম্যাচ আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আশা করি সে ম্যাচেও ভালো খেলব।।’
চোট পাওয়া স্বর্ণাকে আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া যাবে কি না, এ ব্যাপারে আশার কথাই শোনালেন বাংলাদেশ কোচ, ‘এখনো বুঝতে পারছি না (গতকাল ম্যাচের পর) কতটা গুরুতর। আশা করি আগামী দুই দিনের বিশ্রামে ঠিক হয়ে যাবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৪৩ বলে ৫৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আফিফা প্রত্যাশা। ৫ চারের বিপরীতে ৩ ছক্কায় বুঝিয়েছেন পাওয়ার হিটিংয়ে তিনি যথেষ্ট দক্ষ।
নিজের পাওয়ার হিটিং দক্ষতা নিয়ে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রত্যাশা বলছিলেন, ‘পাওয়ার হিটিং শট খেলতে পছন্দ করি। অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে আমার এই স্কিল দেখতে পান কোচরা।
এরপর তাঁরা এটা নিয়ে কাজ করেছেন। সে কারণে পাওয়ার হিটিং শট খেলতে পারি।’
এরই মধ্যে সুপার সিক্স নিশ্চিত করা বাংলাদেশের লক্ষ্য গ্রুপ পর্ব অপরাজিত থেকে শেষ করা। প্রত্যাশার আশা, তাঁরা এটি ভালোভাবেই পারবেন, ‘আমরা খুব ভালো ছন্দে আছি। সামনের ম্যাচগুলোতেও ভালো করব আশা করি।’
‘প্রত্যাশা ভালো খেলেছে, স্বর্ণা ভালো ব্যাটিং করেছে’—দুর্দান্ত ছন্দে থাকা স্বর্ণার কথা বলতে গিয়ে একটু থমকে গেলেন বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ দিপু রায় চৌধুরীর।
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ২৮ বলে ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন স্বর্ণা। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন অপরাজিত ২৩ রানের ইনিংস। গতকাল লঙ্কানদের বিপক্ষে দারুণ এক জয়ের পর স্বর্ণাকে নিয়ে দিপু রায়ের কণ্ঠে কিছুটা চিন্তার কথাই শোনা গেল। দক্ষিণ আফ্রিকা থেকে ফোনে আজকের পত্রিকাকে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের কোচ জানালেন, শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান কাঁধে চোট পেয়েছেন স্বর্ণা। এর আগে টুর্নামেন্ট শুরুর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি খেলেছিলেন জ্বর নিয়ে। মূলপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষেও পুরোপুরি ফিট ছিলেন না স্বর্ণা।
অথচ বিশ্বকাপে দুই প্রস্তুতি ম্যাচ এবং মূলপর্বে দুই ম্যাচসহ সবকটিতেই অপরাজিত তিনি। টুর্নামেন্টে তাঁকে এখনো কোনো বোলার আউটই করতে পারেননি।
গতকাল দিপু রায় স্বর্ণার চোট নিয়ে বলেছিলেন, ‘শ্রীলঙ্কা আজ (গতকাল) ভালো ব্যাটিং করেছে। আমাদের বোলিং একটু খারাপ হয়েছে। স্বর্ণা কাঁধে ব্যথা পেয়ে পুরোপুরি বোলিং করতে পারেনি। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই গেছি। আরেকটি ম্যাচ আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আশা করি সে ম্যাচেও ভালো খেলব।।’
চোট পাওয়া স্বর্ণাকে আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া যাবে কি না, এ ব্যাপারে আশার কথাই শোনালেন বাংলাদেশ কোচ, ‘এখনো বুঝতে পারছি না (গতকাল ম্যাচের পর) কতটা গুরুতর। আশা করি আগামী দুই দিনের বিশ্রামে ঠিক হয়ে যাবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৪৩ বলে ৫৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আফিফা প্রত্যাশা। ৫ চারের বিপরীতে ৩ ছক্কায় বুঝিয়েছেন পাওয়ার হিটিংয়ে তিনি যথেষ্ট দক্ষ।
নিজের পাওয়ার হিটিং দক্ষতা নিয়ে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় প্রত্যাশা বলছিলেন, ‘পাওয়ার হিটিং শট খেলতে পছন্দ করি। অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে আমার এই স্কিল দেখতে পান কোচরা।
এরপর তাঁরা এটা নিয়ে কাজ করেছেন। সে কারণে পাওয়ার হিটিং শট খেলতে পারি।’
এরই মধ্যে সুপার সিক্স নিশ্চিত করা বাংলাদেশের লক্ষ্য গ্রুপ পর্ব অপরাজিত থেকে শেষ করা। প্রত্যাশার আশা, তাঁরা এটি ভালোভাবেই পারবেন, ‘আমরা খুব ভালো ছন্দে আছি। সামনের ম্যাচগুলোতেও ভালো করব আশা করি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে