Ajker Patrika

কমিটি বাতিল করার দাবি পদবঞ্চিতেদের

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৭: ১৪
কমিটি বাতিল করার  দাবি পদবঞ্চিতেদের

পাইকগাছায় সদ্য প্রকাশ করা উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে কর্মসূচি পালন করেছেন কমিটি থেকে পদবঞ্চিতরা। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পাইকগাছা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পাইকগাছা বাজারের জিরোপয়েন্টে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা, তানজিন মুস্তাফিজ বাচ্চু, মাছুদু রহমান মানিক, আমিনুল হক বাদল, রায়হান পারভেজ রনি, মো. জাফর হোসেন, শেখ শাকিল আহম্মদ, মো. রমজান সরদার বাবু প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রলীগের কমিটি সম্মেলন ছাড়া রাতের আঁধারে অবৈধ বিএনপি জামাতের মদদে করা হয়েছে। তাঁদের অভিযোগ, ছাত্রত্বহীন ও বিবাহিতদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নিকট দাবি জানানো হয়।

গত বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের কমিটি প্রকাশ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত