মিলন উল্লাহ, (কুষ্টিয়া)
দেশে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ না থাকায় বছরের শেষদিকে দেখা দেয় পেঁয়াজের সংকট। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কুষ্টিয়াতে চাষ করা হচ্ছে নতুন জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ। এই জাতের পেঁয়াজ চাষে প্রণোদনা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রণোদনা পাওয়ায় কুষ্টিয়ায় কৃষকেরাও এ পেঁয়াজ চাষে বেশ আগ্রহী হয়েছেন।
কৃষকেরা জানান, মূলকাটা ও দানার জাতের পেঁয়াজের মধ্যবর্তী সময়ে এই পেঁয়াজ তুলতে পারবেন তাঁরা। উচ্চ ফলনশীল এই পেঁয়াজ চাষে কৃষকেরা যেমন লাভের স্বপ্ন দেখছেন তেমনি এই আবাদে সফল হলে জাতীয় চাহিদার যে ঘাটতি তা মিটিয়ে পেঁয়াজের বাজারে এক অভাবনীয় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে পেয়াজের সংকট কমাতে কুষ্টিয়ায় বিএডিসি নাসিক এন-৫৩ নামের নতুন জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ শুরু হচ্ছে। সরকারি প্রণোদনার আওতায় বীজতলা তৈরি করেছেন জেলার কৃষকেরা।
কুষ্টিয়ায় ১ হাজার ২০০ জন কৃষককে এক বিঘা করে জমিতে এই পেঁয়াজ চাষ করতে ১ কেজি করে বীজ, ৪০ কেজি সার, কীটনাশক, বীজতলা তৈরির পলিথিনসহ অন্য উপকরণ ও নগদ ২ হাজার ৮০০ করে টাকা দিচ্ছে কৃষি সম্প্রসারণ।
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এই সময় আমরা সাধারণত পেঁয়াজের আবাদ করি না। কারণ এই সময় বৃষ্টিতে পেঁয়াজের চারা নষ্ট হয়ে যায়। কিন্তু কৃষি অফিসের সহযোগিতায় এবং তাঁদের নির্দেশনায় এবারে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করছি। যদি ভালো ফলন পাই তাহলে সামনের মৌসুম থেকে নিজ উদ্যোগেই এ পেঁয়াজ আবাদ করব।’
জানতে চাইলে কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণু পদ সাহা বলেন, ‘আমাদের দেশে গ্রীষ্মকালে কোনো পেঁয়াজের আবাদ হয় না। যার কারণে বছর শেষে আমাদের পেঁয়াজের বড় একটা ঘাটতি থেকে যায়। এই ঘাটতি মেটানোর জন্যই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক ড. হায়াত মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্চ ফলনশীল এই পেঁয়াজ চাষে কৃষকেরা যেমন লাভবান হবেন। তেমনি দেশের এই সময়ের পেঁয়াজ এর ঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখবে।’
দেশে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ না থাকায় বছরের শেষদিকে দেখা দেয় পেঁয়াজের সংকট। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কুষ্টিয়াতে চাষ করা হচ্ছে নতুন জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ। এই জাতের পেঁয়াজ চাষে প্রণোদনা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রণোদনা পাওয়ায় কুষ্টিয়ায় কৃষকেরাও এ পেঁয়াজ চাষে বেশ আগ্রহী হয়েছেন।
কৃষকেরা জানান, মূলকাটা ও দানার জাতের পেঁয়াজের মধ্যবর্তী সময়ে এই পেঁয়াজ তুলতে পারবেন তাঁরা। উচ্চ ফলনশীল এই পেঁয়াজ চাষে কৃষকেরা যেমন লাভের স্বপ্ন দেখছেন তেমনি এই আবাদে সফল হলে জাতীয় চাহিদার যে ঘাটতি তা মিটিয়ে পেঁয়াজের বাজারে এক অভাবনীয় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে পেয়াজের সংকট কমাতে কুষ্টিয়ায় বিএডিসি নাসিক এন-৫৩ নামের নতুন জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ শুরু হচ্ছে। সরকারি প্রণোদনার আওতায় বীজতলা তৈরি করেছেন জেলার কৃষকেরা।
কুষ্টিয়ায় ১ হাজার ২০০ জন কৃষককে এক বিঘা করে জমিতে এই পেঁয়াজ চাষ করতে ১ কেজি করে বীজ, ৪০ কেজি সার, কীটনাশক, বীজতলা তৈরির পলিথিনসহ অন্য উপকরণ ও নগদ ২ হাজার ৮০০ করে টাকা দিচ্ছে কৃষি সম্প্রসারণ।
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এই সময় আমরা সাধারণত পেঁয়াজের আবাদ করি না। কারণ এই সময় বৃষ্টিতে পেঁয়াজের চারা নষ্ট হয়ে যায়। কিন্তু কৃষি অফিসের সহযোগিতায় এবং তাঁদের নির্দেশনায় এবারে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করছি। যদি ভালো ফলন পাই তাহলে সামনের মৌসুম থেকে নিজ উদ্যোগেই এ পেঁয়াজ আবাদ করব।’
জানতে চাইলে কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা বিষ্ণু পদ সাহা বলেন, ‘আমাদের দেশে গ্রীষ্মকালে কোনো পেঁয়াজের আবাদ হয় না। যার কারণে বছর শেষে আমাদের পেঁয়াজের বড় একটা ঘাটতি থেকে যায়। এই ঘাটতি মেটানোর জন্যই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক ড. হায়াত মাহামুদ আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্চ ফলনশীল এই পেঁয়াজ চাষে কৃষকেরা যেমন লাভবান হবেন। তেমনি দেশের এই সময়ের পেঁয়াজ এর ঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে