শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈতপ্রবাহ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০৫: ৩২
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ৫৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল শনিবার শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশে দ্বিতীয় সর্বনিম্ন। সঙ্গে সূর্যের দেখাও মিলেছে মাত্র কয়েক ঘণ্টা। এতে তীব্র শীত জেঁকে বসেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, ‘শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি। গত শুক্রবার ছিল ১০ দশমিক ০৭ ডিগ্রি। তাপমাত্রা ক্রমই কমতে থাকবে। সঙ্গে মৃদু শৈত্য প্রবাহও থাকবে। এতে কয়েক দিন শীতের প্রকোপ বাড়তে পারে।’

এ দিকে গত কয়েক দিন ধরে বিকেল থেকে মৃদু বাতাসে বসছে। এতে রাতে শীতের তীব্রতা বাড়তে থাকে। শেষ রাতে ঘন কুয়াশা আর তীব্র শীতে কাবু জনপদ। এ অবস্থায় ছিন্নমূল মানুষ ও চা শ্রমিকেরা পড়েছেন ভোগান্তিতে।

শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। ধীরে ধীরে তাপমাত্রা কমছে।

গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভিড় দেখা গেছে। অনেকে শীত থেকে রক্ষা পেতে সকাল ও সন্ধ্যায় বেলা খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। এদিকে শিশু ও বয়স্করা শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

মৌলভীবাজার সিভিল সাজন ডা. জালাল উদ্দিন চৌধুরী বলেন, ‘ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও হাসপাতালে চাপ কম। জেলার সকল কমিউনিটি ক্লিনিকে বর্তমানে ঠান্ডাজনিত রোগের ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে হাসপাতালে রোগীর চাপ কম। তবে যাদের অক্সিজেন প্রয়োজন তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত