প্রতিবন্ধী দিবসে নানা আয়োজন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০৮: ১৮
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪: ০৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩০ তম আন্তর্জাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, সমাবেশ ও আলোচনা সভা করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’।

গতকাল সকালে শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কুড়িগ্রাম ডিজেবল পিপলস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি প্রতিবন্ধী আবু তৈয়ব।

সমাবেশে ফুলবাড়ী বাঁক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ‍্যালয়, ফুলবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ‍্যালয়, বড়লই বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ‍্যালয়, নাওডাঙ্গা বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ‍্যালয়, দাসিয়ারছড়া বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ‍্যালয়, মধ্য কাশিপুর বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ‍্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ দুই শতাধিক ব্যক্তি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত