তারাগঞ্জে বেড়েছে চুরি, আতঙ্ক

শিপুল ইসলাম, তারাগঞ্জ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ০৮: ০৯
আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৩: ০০

তারাগঞ্জ উপজেলায় বেড়েছে চুরি। ১৫ দিনের ব্যবধানে ব্যবসাপ্রতিষ্ঠানসহ ছয় জায়গায় চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ গত শনিবার রাতে গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা দুটি ফ্রিজিয়ান জাতের গাভি ও দুটি বকনা বাছুর নিয়ে গেছে। উপজেলার পুরাতন চৌপথী গ্রামে এ ঘটনা ঘটে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে পুরাতন চৌপথী গ্রামের অবস্থান। শনিবার রাতে ওই গ্রামের রাকিবুল হাসান তাঁর গরুগুলো গোয়ালে রেখে ঘুমাতে যান। পরে চোরেরা ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের গরুগুলো নিয়ে যায়। এ ঘটনায় রাকিবুল গতকাল রোববার তারাগঞ্জ থানায় মামলা করেছেন।

উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে বুড়িরহাট বাজারের অবস্থান। ওই বাজারে হার্ডওয়্যারের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন দোলাপাড়া গ্রামের আকবর শাহরিয়ার। তিনি ২৩ জানুয়ারি রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরের দিন সকালে দোকানে এসে দেখতে পান, চোরেরা ওপরের টিন কেটে ভেতরে ঢুকে ক্যাশের তালা ভেঙে ২১ হাজার ৩০০ টাকা নিয়ে গেছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহে ইকরচালী বাজারে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়েছে। চোরেরা শাটারের রড খুলে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে। এই বাজারেও ২৩ জানুয়ারি রাতে প্রামাণিকপাড়া গ্রামের আনারুল ইসলামের দোকানের শাটার খুলে নগদ টাকাসহ প্রায় ১৫ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরেরা।

এ ছাড়া ১৮ জানুয়ারি বাজারের আব্দুর রাজ্জাক ও সফিকুল ইসলামের দোকানের শাটারের তালা কেটে ভেতরে ঢুকে নগদ ১৮ হাজার ৫০০ টাকা চুরি করে নেওয়া হয়।

ইকরচালী বাজারের ওষুধ ব্যবসায়ী নুর আলম বলেন, ‘আমাদের বাজারে এক সপ্তাহের ব্যবধানে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। লাখো টাকার মালামাল দোকানে রেখে রাতে ঠিকভাবে ঘুমাতে পারছি না।’

এদিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের মজিবর রহমানের প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি গরু ২১ জানুয়ারি রাতে চুরি যায়। এ ঘটনায় মামলা করার পর পুলিশ ওই গ্রামের হাসিবুর রহমানকে আটক করে জেলহাজতে পাঠায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বলেন, ‘রাকিবুলের গরু চুরির ঘটনায় থানা মামলা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত