এক ব্যক্তির জমিসহ পাকা ঘর ক্রোক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ০৮: ০৬
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১: ১২

প্রতারণা মামলায় চট্টগ্রামের রাউজানের এক ব্যক্তির বসতঘর ও জমি ক্রোকের (বাজেয়াপ্ত) নির্দেশ দিয়েছেন আদালত। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার মফিজুল হকের বসতঘর ও জমি ক্রোক করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।

জানা গেছে, রাউজানের মোহাম্মদপুর এলাকার দিদারুল আলম চৌধুরীর সঙ্গে একই এলাকার মফিজুল হকের ১০ লাখ টাকার ব্যবসায়িক লেনদেন ছিল। পাওনা টাকা না পেয়ে ২০১৩ সালে চট্টগ্রাম যুগ্ম দায়রা জজ আদালতে প্রতারণার মামলা করেন দিদারুল।

মামলার রায়ে আদালত মফিজুল হককে ৬ মাসের মধ্যে দিদারুলের পাওনা টাকাসহ আরও ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন। তবে মফিজুল টাকা দেননি। তাই আদালত মফিজুল হকের ঘর ও জমি ক্রোকের নির্দেশ দেন।

গতকাল আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা চট্টগ্রাম জেলা পুলিশ, রাউজান থানা–পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে মফিজুলের বসতঘর ও জমি ক্রোক করে দরজায় সাইনবোর্ড, ঘরের চারপাশে লাল পতাকা টাঙিয়ে দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত