Ajker Patrika

কেন্দুয়ায় ৯ জনের মনোনয়নপত্র বাতিল

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৩
কেন্দুয়ায় ৯ জনের মনোনয়নপত্র বাতিল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪ জন চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গত রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মামলায় সাজাপ্রাপ্ত, ঋণখেলাপি, আয়করের হালনাগাদ তথ্য না দেওয়া, বয়স কম ও মনোনয়নপত্রে তথ্যগত ভুল থাকায় ওই ৯ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি উপজেলার ১৩টি ইউপিতে ভোট গ্রহণ হবে।

মনোনয়নপত্র বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন-উপজেলার মোজাফরপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ভূঁইয়া। তিনি উপজেলা বিএনপির সদস্যসচিব বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে চেয়ারম্যান পদে মজিবুর রহমান ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর স্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া সান্দিকোনা ও মাস্কা ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে মো. ফজলুর রহমান, মো. মজিবুর রহমান ও মো. আবু সাদেক ভূঁইয়ার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে। এ তিনজনও বিএনপির সমর্থক বলে জানা গেছে।

এর মধ্যে মোজাফরপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান ভূঁইয়া মামলার সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে। এ ছাড়া ঋণখেলাপির জন্য মো. ফজলুর রহমান, আয়করের হালনাগাদ তথ্য না দেওয়ায় মো. মজিবুর রহমান ও মনোনয়নপত্রে তথ্যগত ভুলের কারণে মো. আবু সাদেক ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে।

এদিকে ঋণখেলাপি ও বয়স কম থাকাসহ বিভিন্ন কারণে কান্দিউড়া, গড়াডোবা ও পাইকুড়া ইউপিতে সাধারণ সদস্য পদের চারজন এবং গড়াডোবা ইউপিতে সংরক্ষিত একজন মহিলা প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া ওই প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ বিষয়ে আপিল করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত