মো. গোলাম রহমান
সেতু চালু হলে বিভিন্ন এলাকার প্রবৃদ্ধি বিভিন্ন পরিমাণে বৃদ্ধি পাবে, যাতে নাকি সার্বিক জিডিপিতে ১.২ ভাগ প্রবৃদ্ধি যোগ হবে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে এই প্রবৃদ্ধি অবশ্যই আমাদের স্মরণ রাখা দরকার যে প্রকৃত পরিকল্পনা এবং দূরদর্শীতার কারণেই এই সেতু নির্মাণ সম্ভব হয়েছে।
পদ্মা সেতু বাঙালি জাতির সমৃদ্ধির পথে যোগ করল এক নতুন মাত্রা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত খরস্রোতা ও স্রোতস্বিনী নদীগুলোর মধ্যে আমাজনের পরেই পদ্মার নাম। সেতু নির্মাণের ক্ষেত্রে বিশ্বে যত রকমের জটিল ও সূক্ষ্ম প্রযুক্তি রয়েছে, তার বেশির ভাগ কৌশল গ্রহণ করা হয়েছে এবং নতুন কিছু পরীক্ষামূলক পদ্ধতিও গ্রহণ করা হয়েছে নির্মাণের ক্ষেত্রে। বিশেষজ্ঞ পর্যায়ে বলা হয়েছে এমন আরেকটি সেতু হয়তো আগামী ১০০ বছরেও নির্মিত হবে না।
এই সেতু নির্মাণের পূর্বের ঘটনাসমূহে আমরা বিব্রত হয়েছি। জাতি হিসেবে বাঙালিদের মুখে চুনকালি পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। মিথ্যা অভিযোগের ওপর ভিত্তি করে বিশ্বব্যাংক এই সেতুর জন্য অর্থায়ন না করেও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিল। তারা দুর্নীতির গন্ধ পেয়ে এই সেতুর অর্থায়নে শুধু নিজেদের গুটিয়ে নেয়নি, বরং দুর্নীতির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশের বিরুদ্ধে। তথাকথিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কূটকৌশল করেছে আর সেই সুযোগে অভ্যন্তরীণ রাজনীতিতে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ ত্বরান্বিত হয়েছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠী বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও বহুপক্ষীয় ঋণ দানকারী সংস্থাগুলোকে লবিস্ট নিয়োগ করে বিরুদ্ধাচারণ করেছে। বিশ্বব্যাংকের সঙ্গে ১১ এপ্রিল ২০১১ সালে স্বাক্ষরিত ঋণচুক্তি দুর্নীতির অভিযোগে ৩০ জুন ২০১২ সালে বাতিল করে বিশ্বব্যাংক। এসব কাহিনি আমাদের সবার জানা।
দেশের সম্মান রক্ষা করার অদম্য উৎসাহ এবং দেশের স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের অভিপ্রায় ব্যক্ত করেন। এই ঐতিহাসিক ঘোষণা দেশের মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলে। জনগণ নতুন উৎসাহ খুঁজে পায় কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ও রাজনৈতিক দল তাদের হীনস্বার্থে পদ্মা সেতু নির্মাণে অপপ্রচার করে। পদ্মা সেতু নির্মিত হওয়ার পরও কোনো কোনো রাজনৈতিক দল এই সেতু সম্পর্কে তাদের ভুলভ্রান্তি বুঝতে চাইছে না, বরং অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাদের উচিত ছিল উদার মন নিয়ে জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় পদ্মা সেতুর মতো এমন সফল একটি প্রকল্পের শুভ উদ্বোধনে এগিয়ে আসা। এখনো সময় আছে আপনারা আপনাদের ক্ষুদ্র দলীয় স্বার্থের কথা ভুলে জাতীয় স্বার্থে আত্মনিয়োগ করুন, রাজনীতির আধুনিক ধারায় ফিরে আসুন। তাতে আপনাদের জন্য যেমন ভালো হবে, সেই সঙ্গে জাতীয় স্বার্থও রক্ষিত হবে।
পদ্মা সেতু সম্পর্কে মানুষের জানার আগ্রহ প্রবল। তাই আমি কয়েকটি বিষয় আলোচনা করছি। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু শুধু দুই পারকে জুড়ে দিয়ে নতুন সম্পর্ক স্থাপন করা হয়নি। পদ্মা নদীর গতিপথ পরিবর্তন এবং বর্ষাকালে পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে গভীরতর হয়ে যাওয়া হচ্ছে নদীশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সেতুটি নির্মাণ করা হয়েছে। বছরের বিভিন্ন সময়ে পদ্মায় পানিপ্রবাহের তারতম্য ঘটে। এই তারতম্যের কারণে নদীর গভীরতা হ্রাস-বৃদ্ধি হয়। নদীর প্রশস্ততা চার ভাগের প্রায় এক ভাগে উপনীত হতে পারে, তখন নদীটি নিজে ২০০ থেকে ২২০ ফুট গভীর খাদ সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই গভীরতা প্রায় ৫০০ ফুট পর্যন্ত হতে পারে। সেই জন্য পদ্মাকে শাসন করা বিজ্ঞানসম্মত ও গবেষণালব্ধ কর্মযজ্ঞের মাধ্যমে করা ব্যতীত কোনো বিকল্প ছিল না।
আজকের পত্রিকায় মাসব্যাপী পদ্মা সেতুর নানাবিধ কারিগরি ও প্রযুক্তিনির্ভর তথ্যসংবলিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। কৌতূহল উদ্দীপক এসব তথ্যের কয়েকটি আমি উল্লেখ করছি। আমাদের দেশে নদীভাঙন ঠেকাতে ২৫০-৩০০ কেজি ওজনের বালিভর্তি ব্যাগ ব্যবহার করা হয়। পদ্মা সেতু নির্মাণকল্পে নদীশাসনের জন্য ৮০০ কেজি ওজনের জিওব্যাগ কাজে লাগানো হয়েছে। নদীর তলদেশে সুরক্ষা নিশ্চিত করার জন্য জিওব্যাগ ছাড়াও ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এক টন ওজনের একেকটি পাথর। এই বড় ওজনের পাথরগুলো নদীর তলদেশকে স্থিতিশীল করে নদীর গতিপথকে স্থির রাখবে। নদীশাসনের প্রধান কাজটি হলো নদীর গতিপথ নির্দিষ্ট রেখে নদীর প্রবাহকে চালু রাখা। ভয়ংকর পদ্মা গতিপথ পাল্টাতে থাকলে সেতুটি স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে কিন্তু নদী সরে যাবে, আর নদী ক্রমান্বয়ে সরে যেতে থাকলে সেতুটি আর ব্যবহার উপযোগী থাকবে না। এই সহজ চিন্তাটি কার্যকর করা কিন্তু তত সহজ ছিল না। সেই জন্য নদীশাসনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে। সেতু নির্মাণের অন্যতম আরেকটি বিষয় ছিল সেতুর পিলার নির্মাণ। সাধারণ গভীরতা হিসাব করলে দেখা যাবে প্রায় ১৩০ ফুট, যেহেতু এই নদীটি সময়ে সময়ে তার গভীরতা পাল্টায় এবং সেই গভীরতা খাদ সৃষ্টি করার কারণে প্রায় ৪৯০ ফুট হতে পারে, যা আগেই উল্লেখ করেছি। সেই জন্য সেতুর পিলার প্রায় ৫০০ ফুট দীর্ঘ করে তৈরি করা হয়েছে। এই বিষয়গুলো রেকর্ড হয়েছে এই সেতুর জন্য।
সেতু চালু হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকার সঙ্গে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জনগণের কাজের ও চলাচলের গতিময়তা বাড়বে বিশেষভাবে। অর্থনৈতিক কার্যক্রম সংগত কারণেই বেড়ে যাবে অনেকাংশে। অর্থনীতিবিদেরা বলছেন সেতু চালু হলে বিভিন্ন এলাকার প্রবৃদ্ধি বিভিন্ন পরিমাণে বৃদ্ধি পাবে, যাতে নাকি সার্বিক জিডিপিতে ১.২ ভাগ প্রবৃদ্ধি যোগ হবে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে এই প্রবৃদ্ধি অবশ্যই আমাদের স্মরণ রাখা দরকার যে প্রকৃত পরিকল্পনা এবং দূরদর্শীতার কারণেই এই সেতু নির্মাণ সম্ভব হয়েছে। পদ্মা সেতু তাই বাঙালির জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলবে। সার্বিক উন্নয়ন কাঠামোতে এই সেতুর অবদান বিশ্বের বুকে মর্যাদা ও সম্মানের জায়গায় এক ধাপ ওপরে নিয়ে যাবে আমাদের এই দেশকে।
মো. গোলাম রহমান, সম্পাদক,আজকের পত্রিকা
সেতু চালু হলে বিভিন্ন এলাকার প্রবৃদ্ধি বিভিন্ন পরিমাণে বৃদ্ধি পাবে, যাতে নাকি সার্বিক জিডিপিতে ১.২ ভাগ প্রবৃদ্ধি যোগ হবে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে এই প্রবৃদ্ধি অবশ্যই আমাদের স্মরণ রাখা দরকার যে প্রকৃত পরিকল্পনা এবং দূরদর্শীতার কারণেই এই সেতু নির্মাণ সম্ভব হয়েছে।
পদ্মা সেতু বাঙালি জাতির সমৃদ্ধির পথে যোগ করল এক নতুন মাত্রা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত খরস্রোতা ও স্রোতস্বিনী নদীগুলোর মধ্যে আমাজনের পরেই পদ্মার নাম। সেতু নির্মাণের ক্ষেত্রে বিশ্বে যত রকমের জটিল ও সূক্ষ্ম প্রযুক্তি রয়েছে, তার বেশির ভাগ কৌশল গ্রহণ করা হয়েছে এবং নতুন কিছু পরীক্ষামূলক পদ্ধতিও গ্রহণ করা হয়েছে নির্মাণের ক্ষেত্রে। বিশেষজ্ঞ পর্যায়ে বলা হয়েছে এমন আরেকটি সেতু হয়তো আগামী ১০০ বছরেও নির্মিত হবে না।
এই সেতু নির্মাণের পূর্বের ঘটনাসমূহে আমরা বিব্রত হয়েছি। জাতি হিসেবে বাঙালিদের মুখে চুনকালি পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। মিথ্যা অভিযোগের ওপর ভিত্তি করে বিশ্বব্যাংক এই সেতুর জন্য অর্থায়ন না করেও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিল। তারা দুর্নীতির গন্ধ পেয়ে এই সেতুর অর্থায়নে শুধু নিজেদের গুটিয়ে নেয়নি, বরং দুর্নীতির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশের বিরুদ্ধে। তথাকথিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কূটকৌশল করেছে আর সেই সুযোগে অভ্যন্তরীণ রাজনীতিতে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ ত্বরান্বিত হয়েছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠী বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও বহুপক্ষীয় ঋণ দানকারী সংস্থাগুলোকে লবিস্ট নিয়োগ করে বিরুদ্ধাচারণ করেছে। বিশ্বব্যাংকের সঙ্গে ১১ এপ্রিল ২০১১ সালে স্বাক্ষরিত ঋণচুক্তি দুর্নীতির অভিযোগে ৩০ জুন ২০১২ সালে বাতিল করে বিশ্বব্যাংক। এসব কাহিনি আমাদের সবার জানা।
দেশের সম্মান রক্ষা করার অদম্য উৎসাহ এবং দেশের স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের অভিপ্রায় ব্যক্ত করেন। এই ঐতিহাসিক ঘোষণা দেশের মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলে। জনগণ নতুন উৎসাহ খুঁজে পায় কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ও রাজনৈতিক দল তাদের হীনস্বার্থে পদ্মা সেতু নির্মাণে অপপ্রচার করে। পদ্মা সেতু নির্মিত হওয়ার পরও কোনো কোনো রাজনৈতিক দল এই সেতু সম্পর্কে তাদের ভুলভ্রান্তি বুঝতে চাইছে না, বরং অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাদের উচিত ছিল উদার মন নিয়ে জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় পদ্মা সেতুর মতো এমন সফল একটি প্রকল্পের শুভ উদ্বোধনে এগিয়ে আসা। এখনো সময় আছে আপনারা আপনাদের ক্ষুদ্র দলীয় স্বার্থের কথা ভুলে জাতীয় স্বার্থে আত্মনিয়োগ করুন, রাজনীতির আধুনিক ধারায় ফিরে আসুন। তাতে আপনাদের জন্য যেমন ভালো হবে, সেই সঙ্গে জাতীয় স্বার্থও রক্ষিত হবে।
পদ্মা সেতু সম্পর্কে মানুষের জানার আগ্রহ প্রবল। তাই আমি কয়েকটি বিষয় আলোচনা করছি। আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু শুধু দুই পারকে জুড়ে দিয়ে নতুন সম্পর্ক স্থাপন করা হয়নি। পদ্মা নদীর গতিপথ পরিবর্তন এবং বর্ষাকালে পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে গভীরতর হয়ে যাওয়া হচ্ছে নদীশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সেতুটি নির্মাণ করা হয়েছে। বছরের বিভিন্ন সময়ে পদ্মায় পানিপ্রবাহের তারতম্য ঘটে। এই তারতম্যের কারণে নদীর গভীরতা হ্রাস-বৃদ্ধি হয়। নদীর প্রশস্ততা চার ভাগের প্রায় এক ভাগে উপনীত হতে পারে, তখন নদীটি নিজে ২০০ থেকে ২২০ ফুট গভীর খাদ সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই গভীরতা প্রায় ৫০০ ফুট পর্যন্ত হতে পারে। সেই জন্য পদ্মাকে শাসন করা বিজ্ঞানসম্মত ও গবেষণালব্ধ কর্মযজ্ঞের মাধ্যমে করা ব্যতীত কোনো বিকল্প ছিল না।
আজকের পত্রিকায় মাসব্যাপী পদ্মা সেতুর নানাবিধ কারিগরি ও প্রযুক্তিনির্ভর তথ্যসংবলিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। কৌতূহল উদ্দীপক এসব তথ্যের কয়েকটি আমি উল্লেখ করছি। আমাদের দেশে নদীভাঙন ঠেকাতে ২৫০-৩০০ কেজি ওজনের বালিভর্তি ব্যাগ ব্যবহার করা হয়। পদ্মা সেতু নির্মাণকল্পে নদীশাসনের জন্য ৮০০ কেজি ওজনের জিওব্যাগ কাজে লাগানো হয়েছে। নদীর তলদেশে সুরক্ষা নিশ্চিত করার জন্য জিওব্যাগ ছাড়াও ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এক টন ওজনের একেকটি পাথর। এই বড় ওজনের পাথরগুলো নদীর তলদেশকে স্থিতিশীল করে নদীর গতিপথকে স্থির রাখবে। নদীশাসনের প্রধান কাজটি হলো নদীর গতিপথ নির্দিষ্ট রেখে নদীর প্রবাহকে চালু রাখা। ভয়ংকর পদ্মা গতিপথ পাল্টাতে থাকলে সেতুটি স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে কিন্তু নদী সরে যাবে, আর নদী ক্রমান্বয়ে সরে যেতে থাকলে সেতুটি আর ব্যবহার উপযোগী থাকবে না। এই সহজ চিন্তাটি কার্যকর করা কিন্তু তত সহজ ছিল না। সেই জন্য নদীশাসনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে। সেতু নির্মাণের অন্যতম আরেকটি বিষয় ছিল সেতুর পিলার নির্মাণ। সাধারণ গভীরতা হিসাব করলে দেখা যাবে প্রায় ১৩০ ফুট, যেহেতু এই নদীটি সময়ে সময়ে তার গভীরতা পাল্টায় এবং সেই গভীরতা খাদ সৃষ্টি করার কারণে প্রায় ৪৯০ ফুট হতে পারে, যা আগেই উল্লেখ করেছি। সেই জন্য সেতুর পিলার প্রায় ৫০০ ফুট দীর্ঘ করে তৈরি করা হয়েছে। এই বিষয়গুলো রেকর্ড হয়েছে এই সেতুর জন্য।
সেতু চালু হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকার সঙ্গে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। জনগণের কাজের ও চলাচলের গতিময়তা বাড়বে বিশেষভাবে। অর্থনৈতিক কার্যক্রম সংগত কারণেই বেড়ে যাবে অনেকাংশে। অর্থনীতিবিদেরা বলছেন সেতু চালু হলে বিভিন্ন এলাকার প্রবৃদ্ধি বিভিন্ন পরিমাণে বৃদ্ধি পাবে, যাতে নাকি সার্বিক জিডিপিতে ১.২ ভাগ প্রবৃদ্ধি যোগ হবে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে এই প্রবৃদ্ধি অবশ্যই আমাদের স্মরণ রাখা দরকার যে প্রকৃত পরিকল্পনা এবং দূরদর্শীতার কারণেই এই সেতু নির্মাণ সম্ভব হয়েছে। পদ্মা সেতু তাই বাঙালির জীবন-জীবিকায় বড় ধরনের প্রভাব ফেলবে। সার্বিক উন্নয়ন কাঠামোতে এই সেতুর অবদান বিশ্বের বুকে মর্যাদা ও সম্মানের জায়গায় এক ধাপ ওপরে নিয়ে যাবে আমাদের এই দেশকে।
মো. গোলাম রহমান, সম্পাদক,আজকের পত্রিকা
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে