আট বছরের বিরতি কাটিয়ে এ বছর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমায় মনা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেতা। মাহফুজ আহমেদের মতো বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার অপেক্ষায় আছেন আরও চারজন অভিনয়শিল্পী।
তাঁদের নিয়ে লিখেছেন শিহাব আহমেদ।
ইরফান সাজ্জাদ
আবারও সিনেমায় ব্যস্ত হচ্ছেন ছোট পর্দার নিয়মিত মুখ ইরফান সাজ্জাদ। ২০১৫ সালে ‘ইউ টার্ন’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল তানিয়া আহমেদের ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমায়। সেটাও ২০১৭ সালে। ছয় বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন সাজ্জাদ। সম্প্রতি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। একটি অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’, অন্যটি বিপ্লব হায়দারের ‘আলী’। দুটি সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেতা। এ ছাড়া কথা হচ্ছে আরও কয়েকটি সিনেমা নিয়ে। শিগগির আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমার কথা জানাবেন ইরফান সাজ্জাদ।
জলি
সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ফাল্গুনি রহমান জলি অভিনীত সিনেমা ‘মেয়েটি এখন কোথায় যাবে’। পরের দুই বছর সিনেমা মুক্তি না পেলেও শুটিং করেছেন তিনি। ২০১৯ সালে ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং শেষ করে আড়ালে চলে যান এ চিত্রনায়িকা। বছরখানেক পর বিয়ে ও সন্তানের খবর দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি। ব্যস্ত ছিলেন সংসারজীবন নিয়ে। চার বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন জলি।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘পদ্মাবতী’ সিনেমায়। ধীমন বড়ুয়ার পরিচালনায় এতে তাঁর বিপরীতে থাকবেন সাইমন সাদিক। এ ছাড়া বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে জলি অভিনীত ‘ডেঞ্জার জোন’। বেলাল সানীর পরিচালনায় হরর ঘরানার এ সিনেমায় জলির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।
সোহানা সাবা
ঢালিউডের মিষ্টিকন্যাখ্যাত কবরী পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় সোহানা সাবার। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ‘আব্বাস’ সিনেমায় অভিনয় করেছিলেন সাবা। চার বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার অপেক্ষায় তিনি। মুক্তির অপেক্ষায় আছে সাবার ‘অসম্ভব’ সিনেমাটি। আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা অসম্ভব।
সোহানা সাবা ফিরছেন আরেক নায়িকা অরুণা বিশ্বাসের পরিচালনায়। এটি অরুণার প্রথম সিনেমা। সাবার বিপরীতে দেখা যাবে গাজী আব্দুন নূরকে। এ ছাড়া ‘মানিকের লাল কাঁকড়া’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন সাবা। আফজাল হোসেনের পরিচালনায় এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ।
সেমন্তী সৌমি
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সেমন্তী সৌমি ২০১৬ সালে নাম লেখান সিনেমায়। অভিনয় করেন অনন্য মামুনের ‘অস্তিত্ব’ সিনেমায়। তবে নায়িকা হিসেবে সৌমির পর্দায় অভিষেক ২০১৯ সালে ‘বয়ফ্রেন্ড’ সিনেমায়। উত্তম আকাশের পরিচালনায় এতে সৌমির বিপরীতে ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি তেমন সুবিধা করতে পারেনি। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি সৌমিকে। ব্যস্ত হয়ে পড়েন নাটকে। বিরতি কাটিয়ে চার বছর পর আবার বড় পর্দায় ফিরছেন সৌমি।
এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সৌমি অভিনীত ‘মেঘনা কন্যা’। সিনেমাটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী। সম্প্রতি কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রিমিয়ার হয়েছে মেঘনা কন্যার।
আট বছরের বিরতি কাটিয়ে এ বছর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমায় মনা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেতা। মাহফুজ আহমেদের মতো বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার অপেক্ষায় আছেন আরও চারজন অভিনয়শিল্পী।
তাঁদের নিয়ে লিখেছেন শিহাব আহমেদ।
ইরফান সাজ্জাদ
আবারও সিনেমায় ব্যস্ত হচ্ছেন ছোট পর্দার নিয়মিত মুখ ইরফান সাজ্জাদ। ২০১৫ সালে ‘ইউ টার্ন’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল তানিয়া আহমেদের ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমায়। সেটাও ২০১৭ সালে। ছয় বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন সাজ্জাদ। সম্প্রতি শেষ করেছেন দুটি সিনেমার কাজ। একটি অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’, অন্যটি বিপ্লব হায়দারের ‘আলী’। দুটি সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেতা। এ ছাড়া কথা হচ্ছে আরও কয়েকটি সিনেমা নিয়ে। শিগগির আনুষ্ঠানিকভাবে নতুন সিনেমার কথা জানাবেন ইরফান সাজ্জাদ।
জলি
সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পেয়েছিল ফাল্গুনি রহমান জলি অভিনীত সিনেমা ‘মেয়েটি এখন কোথায় যাবে’। পরের দুই বছর সিনেমা মুক্তি না পেলেও শুটিং করেছেন তিনি। ২০১৯ সালে ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং শেষ করে আড়ালে চলে যান এ চিত্রনায়িকা। বছরখানেক পর বিয়ে ও সন্তানের খবর দেন। এরপর আর ক্যামেরার সামনে দাঁড়াননি। ব্যস্ত ছিলেন সংসারজীবন নিয়ে। চার বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন জলি।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘পদ্মাবতী’ সিনেমায়। ধীমন বড়ুয়ার পরিচালনায় এতে তাঁর বিপরীতে থাকবেন সাইমন সাদিক। এ ছাড়া বছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে জলি অভিনীত ‘ডেঞ্জার জোন’। বেলাল সানীর পরিচালনায় হরর ঘরানার এ সিনেমায় জলির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।
সোহানা সাবা
ঢালিউডের মিষ্টিকন্যাখ্যাত কবরী পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় সোহানা সাবার। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে ‘আব্বাস’ সিনেমায় অভিনয় করেছিলেন সাবা। চার বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফেরার অপেক্ষায় তিনি। মুক্তির অপেক্ষায় আছে সাবার ‘অসম্ভব’ সিনেমাটি। আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা অসম্ভব।
সোহানা সাবা ফিরছেন আরেক নায়িকা অরুণা বিশ্বাসের পরিচালনায়। এটি অরুণার প্রথম সিনেমা। সাবার বিপরীতে দেখা যাবে গাজী আব্দুন নূরকে। এ ছাড়া ‘মানিকের লাল কাঁকড়া’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন সাবা। আফজাল হোসেনের পরিচালনায় এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ।
সেমন্তী সৌমি
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সেমন্তী সৌমি ২০১৬ সালে নাম লেখান সিনেমায়। অভিনয় করেন অনন্য মামুনের ‘অস্তিত্ব’ সিনেমায়। তবে নায়িকা হিসেবে সৌমির পর্দায় অভিষেক ২০১৯ সালে ‘বয়ফ্রেন্ড’ সিনেমায়। উত্তম আকাশের পরিচালনায় এতে সৌমির বিপরীতে ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি তেমন সুবিধা করতে পারেনি। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি সৌমিকে। ব্যস্ত হয়ে পড়েন নাটকে। বিরতি কাটিয়ে চার বছর পর আবার বড় পর্দায় ফিরছেন সৌমি।
এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সৌমি অভিনীত ‘মেঘনা কন্যা’। সিনেমাটি পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী। সম্প্রতি কানাডার টরন্টোতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় প্রিমিয়ার হয়েছে মেঘনা কন্যার।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৩ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে