ফরিদপুর প্রতিনিধি
উদ্বোধনের এক দিন পরেই আটকে গেল ফরিদপুরের বোয়ালমারী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসের প্রথম ট্রিপ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের বাধার মুখে পড়ে যাত্রী নামিয়ে বাস চলে যায়। এ সময় বাসের স্টাফ ও চালককে মারধরের হুমকি এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ পাওয়া যায়।
এর আগে গত মঙ্গলবার বিকেলে বোয়ালমারী-ঢাকা বিআরটিসি বাস চলাচলের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান। গতকাল প্রথম ট্রিপ ছিল বাসের। শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসি বাসের ভাড়া নির্ধারণ করা হয় সাড়ে ৫০০ টাকা।
বাসের স্টাফ তারিকুল ইসলাম বলেন, ‘বোয়ালমারী থেকে ছেড়ে সকাল ৮টার দিকে তাদের বাসটি ভাঙ্গা পৌরসভার সামনে এক্সপ্রেসওয়েতে প্রবেশের আগমুহূর্তে গতিরোধ করা হয়। ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে এক-দেড় শ লোক মহাসড়কের ওপর দাঁড়িয়ে তাঁদের বাসটি থামিয়ে দেন। এরপর তাঁরা বাসের চালক রাকিবুল ইসলামকে মারতে উদ্যত হন এবং বাসের চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেন। বাধা দিতে গেলে আমাকেও হুমকি দেওয়া হয়। এ সময় যাত্রীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করে তাঁদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়।’
তারিকুল ইসলাম বলেন, ‘যাত্রীদের কথা বিবেচনা করে তাঁদের ভাড়ার টাকা ফিরিয়ে দিয়ে ঢাকার দিকে চলে আসতে চাইলে আমাদের বাধা দেওয়া হয়। বোয়ালমারী ফিরে আসতে চাইলেও দেওয়া হয়নি। পরে বাস ড্রাইভার বলেন, তাঁর বাড়ি মাগুরায়। তিনি বাস নিয়ে মাগুরায় ফিরে যেতে চান। পরে মাগুরা যাওয়ার শর্তে তাঁদের সেখান থেকে ফেরার অনুমতি দেওয়া হয়।’
এ ব্যাপারে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘কোনো প্রকার আলোচনা ছাড়াই বোয়ালমারী থেকে বিআরটিসি বাসটি চলাচল শুরু করে। এ কারণে ভাঙ্গা থেকে যাত্রীদের নামিয়ে ওই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনও জানে। কিন্তু এরপর বোয়ালমারীর কিছু ছেলেপেলে আমাদের লোকাল বাস চলাচলে ডিস্টার্ব করছে।’
আনিসুর রহমান আরও বলেন, ‘বিআরটিএ দক্ষিণবঙ্গের ২৩ জেলায় পদ্মা সেতু হয়ে বিআরটিসির বাস চলাচলের যে তালিকা দিয়েছে, সেখানে উপজেলাভিত্তিক কোনো বাস চলাচলের অনুমতি নেই। আর ফরিদপুরে বিআরটিসির কোনো ডিপো নেই। এরা কুমিল্লা ডিপোর বাস এনে ওই ডিপোর ম্যানেজারের নামে লিজ নিয়ে বাস চালাচ্ছিল। এতে আমাদের বাসমালিক গ্রুপের বাস চলাচলে সমস্যা হবে। ব্যবসার ক্ষতি হবে। এ কারণে বাসের স্টাফদের বক্তব্যের ভিডিও রেকর্ড রেখে তাদের যাত্রী নামিয়ে বাসগুলো ফিরিয়ে দিই।’
এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, বাস চলাচলে ঝামেলা হয়েছে। আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে বিআরটিসি বাসের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বোধনের এক দিন পরেই আটকে গেল ফরিদপুরের বোয়ালমারী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসের প্রথম ট্রিপ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের বাধার মুখে পড়ে যাত্রী নামিয়ে বাস চলে যায়। এ সময় বাসের স্টাফ ও চালককে মারধরের হুমকি এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ পাওয়া যায়।
এর আগে গত মঙ্গলবার বিকেলে বোয়ালমারী-ঢাকা বিআরটিসি বাস চলাচলের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান। গতকাল প্রথম ট্রিপ ছিল বাসের। শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসি বাসের ভাড়া নির্ধারণ করা হয় সাড়ে ৫০০ টাকা।
বাসের স্টাফ তারিকুল ইসলাম বলেন, ‘বোয়ালমারী থেকে ছেড়ে সকাল ৮টার দিকে তাদের বাসটি ভাঙ্গা পৌরসভার সামনে এক্সপ্রেসওয়েতে প্রবেশের আগমুহূর্তে গতিরোধ করা হয়। ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে এক-দেড় শ লোক মহাসড়কের ওপর দাঁড়িয়ে তাঁদের বাসটি থামিয়ে দেন। এরপর তাঁরা বাসের চালক রাকিবুল ইসলামকে মারতে উদ্যত হন এবং বাসের চালকের কাছ থেকে চাবি ছিনিয়ে নেন। বাধা দিতে গেলে আমাকেও হুমকি দেওয়া হয়। এ সময় যাত্রীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করে তাঁদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়।’
তারিকুল ইসলাম বলেন, ‘যাত্রীদের কথা বিবেচনা করে তাঁদের ভাড়ার টাকা ফিরিয়ে দিয়ে ঢাকার দিকে চলে আসতে চাইলে আমাদের বাধা দেওয়া হয়। বোয়ালমারী ফিরে আসতে চাইলেও দেওয়া হয়নি। পরে বাস ড্রাইভার বলেন, তাঁর বাড়ি মাগুরায়। তিনি বাস নিয়ে মাগুরায় ফিরে যেতে চান। পরে মাগুরা যাওয়ার শর্তে তাঁদের সেখান থেকে ফেরার অনুমতি দেওয়া হয়।’
এ ব্যাপারে ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘কোনো প্রকার আলোচনা ছাড়াই বোয়ালমারী থেকে বিআরটিসি বাসটি চলাচল শুরু করে। এ কারণে ভাঙ্গা থেকে যাত্রীদের নামিয়ে ওই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনও জানে। কিন্তু এরপর বোয়ালমারীর কিছু ছেলেপেলে আমাদের লোকাল বাস চলাচলে ডিস্টার্ব করছে।’
আনিসুর রহমান আরও বলেন, ‘বিআরটিএ দক্ষিণবঙ্গের ২৩ জেলায় পদ্মা সেতু হয়ে বিআরটিসির বাস চলাচলের যে তালিকা দিয়েছে, সেখানে উপজেলাভিত্তিক কোনো বাস চলাচলের অনুমতি নেই। আর ফরিদপুরে বিআরটিসির কোনো ডিপো নেই। এরা কুমিল্লা ডিপোর বাস এনে ওই ডিপোর ম্যানেজারের নামে লিজ নিয়ে বাস চালাচ্ছিল। এতে আমাদের বাসমালিক গ্রুপের বাস চলাচলে সমস্যা হবে। ব্যবসার ক্ষতি হবে। এ কারণে বাসের স্টাফদের বক্তব্যের ভিডিও রেকর্ড রেখে তাদের যাত্রী নামিয়ে বাসগুলো ফিরিয়ে দিই।’
এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, বাস চলাচলে ঝামেলা হয়েছে। আশা করি খুব দ্রুত সমাধান হয়ে যাবে। এ ব্যাপারে বিআরটিসি বাসের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪