তিন বছর পর গ্যালারিতে বসে খেলা দেখবেন দর্শক

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫: ১০
Thumbnail image

করোনা মহামারির নানা বিধিনিষেধ উঠে গেছে। তাই প্রায় ৩ বছর পর বাংলাদেশ-মঙ্গোলিয়ার মধ্যকার প্রীতি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ গ্যালারিতে বসে দেখতে পারবেন সিলেটের দর্শক। ম্যাচটি আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ক্রীড়া সংস্থা।

গতকাল রোববার থেকে জেলা স্টেডিয়ামের দুটি বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। খেলায় দর্শকদের জন্য গ্যালারির টিকিট মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার সকালে সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম সাংবাদিকদের এসব তথ্য দেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ দিন পর মাঠে দর্শক উপস্থিত হয়ে খেলা দেখবেন। তাই দর্শকদের জন্য আকর্ষণ হিসেবে থাকবে র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রতে বিজয়ীদের টিভি, মোটরসাইকেল, ফ্রিজসহ অসংখ্য পুরস্কার দেওয়া হবে। এরই মধ্যে জেলা স্টেডিয়ামের দুটি বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে বলে জানান তিনি।

মাহিউদ্দিন আহমেদ সেলিম বলেন, দর্শকদের উপস্থিতি সাড়া ফেলে বলেই সিলেট জেলা স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ পায়। এতে করে সিলেট শহর দেশের মধ্যে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করছে। তিনি সিলেটের সব ফুটবলপ্রেমীকে মাঠে বসে খেলা দেখার আহ্বান জানান।

উল্লেখ্য, সর্বশেষ সিলেট জেলা স্টেডিয়ামে গ্যালারিতে বসে ২০১৮ সালে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলা দেখেছিলেন দর্শকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত