বিনোদন ডেস্ক
আইফেল টাওয়ারের পাদদেশে অলিম্পিকের জৌলুশ। সামনে হাজার হাজার দর্শক। প্রায় অন্ধকার মঞ্চে দূর থেকেও উজ্জ্বল সেলিন ডিওন। তাঁর রুপালি গাউন জ্বলজ্বল করছে। হাতে মাইক্রোফোন তুলে নিলেন গায়িকা। কণ্ঠে ধরলেন এডিথ পিয়াফের জনপ্রিয় ফরাসি ব্যালাড ‘হ্যায়মে আ লামা’। সঙ্গী কেবল একটি পিয়ানো। টানা সাড়ে তিন মিনিট কণ্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ করলেন। গান শেষ হতেই দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে মুখর প্রাঙ্গণ। অশ্রুসিক্ত সেলিন ডিওন। দর্শকদের দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিলেন। তাঁর চোখের কোণে তখনো চিকচিক করছে অশ্রুফোঁটা।
শুক্রবার অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে মঞ্চে ফিরলেন সেলিন ডিওন। দুই বছরের বেশি সময় পর। এই দুই বছর ছিল সেলিনের জীবনের সবচেয়ে করুণ সময়। এমনিতে ভীষণ প্রাণচঞ্চল মানুষ সেলিন, তাঁর কণ্ঠে সব সময় উঠে এসেছে প্রত্যাশার বার্তা। তবে ২০০২ সালে ৫৪ বছর বয়সে এসে জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি খান কানাডিয়ান এই পপগায়িকা। সে সময় সেলিন প্রথম জানান, স্টিফ পারসন সিনড্রোম নামের এক জটিল স্নায়ুরোগে আক্রান্ত তিনি। বাতিল করে দেন সব শো। আর কখনো কনসার্ট ভর্তি শ্রোতার সামনে গাইতে পারবেন কি না, সেই আশঙ্কাও দেখা দিয়েছিল। সেই থেকে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এই অসুখের সঙ্গে লড়াই করে গেছেন সেলিন।
সম্প্রতি প্রকাশ পাওয়া ‘আই অ্যাম: সেলিন ডিওন’ তথ্যচিত্রেও স্নায়ুরোগের বিষয়টি উল্লেখ করেন গায়িকা। তথ্যচিত্রের এক দৃশ্যে দেখা গেছে, সেলিনকে চেপে ধরে রেখেছেন চিকিৎসকেরা। খিঁচুনিতে কেঁপে কেঁপে উঠছে তাঁর শরীর। হাত-পা আড়ষ্ট। কাঁপতে কাঁপতে বেঁকে যাচ্ছে ঠোঁট। কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে জিব। শুধু গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে কণ্ঠ দিয়ে।
এই তীব্র অসুস্থতার মধ্যেও মঞ্চে ফেরার প্রত্যাশা ছিল সেলিনের। বলেছিলেন, ‘তবু আমি থামব না। মঞ্চে ফিরবই। যদি আমাকে হামাগুড়ি দিয়ে মঞ্চে উঠতে হয়, তবু উঠব।’ শুক্রবারের অনুষ্ঠানের মাধ্যমে অবশেষে তাঁর প্রত্যাশা পূরণ হলো। মঞ্চে তিনি শুধু ফিরেছেন, তা-ই নয়, আবেগে ভাসিয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর লাখো ভক্তকে।
প্যারিস অলিম্পিকের মাধ্যমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বড় এই আয়োজনে পারফর্ম করলেন সেলিন। এর আগে ১৯৯৬ সালে আটলান্টায় গেয়েছিলেন ‘দ্য পাওয়ার অব দ্য ড্রিম’। সেলিনের প্রত্যাবর্তন উপলক্ষে অলিম্পিক গেমসের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে তাঁর সেই পারফরম্যান্সের ভিডিও।
আইফেল টাওয়ারের পাদদেশে অলিম্পিকের জৌলুশ। সামনে হাজার হাজার দর্শক। প্রায় অন্ধকার মঞ্চে দূর থেকেও উজ্জ্বল সেলিন ডিওন। তাঁর রুপালি গাউন জ্বলজ্বল করছে। হাতে মাইক্রোফোন তুলে নিলেন গায়িকা। কণ্ঠে ধরলেন এডিথ পিয়াফের জনপ্রিয় ফরাসি ব্যালাড ‘হ্যায়মে আ লামা’। সঙ্গী কেবল একটি পিয়ানো। টানা সাড়ে তিন মিনিট কণ্ঠের জাদুতে মন্ত্রমুগ্ধ করলেন। গান শেষ হতেই দর্শকদের উচ্ছ্বসিত করতালিতে মুখর প্রাঙ্গণ। অশ্রুসিক্ত সেলিন ডিওন। দর্শকদের দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিলেন। তাঁর চোখের কোণে তখনো চিকচিক করছে অশ্রুফোঁটা।
শুক্রবার অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে মঞ্চে ফিরলেন সেলিন ডিওন। দুই বছরের বেশি সময় পর। এই দুই বছর ছিল সেলিনের জীবনের সবচেয়ে করুণ সময়। এমনিতে ভীষণ প্রাণচঞ্চল মানুষ সেলিন, তাঁর কণ্ঠে সব সময় উঠে এসেছে প্রত্যাশার বার্তা। তবে ২০০২ সালে ৫৪ বছর বয়সে এসে জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি খান কানাডিয়ান এই পপগায়িকা। সে সময় সেলিন প্রথম জানান, স্টিফ পারসন সিনড্রোম নামের এক জটিল স্নায়ুরোগে আক্রান্ত তিনি। বাতিল করে দেন সব শো। আর কখনো কনসার্ট ভর্তি শ্রোতার সামনে গাইতে পারবেন কি না, সেই আশঙ্কাও দেখা দিয়েছিল। সেই থেকে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এই অসুখের সঙ্গে লড়াই করে গেছেন সেলিন।
সম্প্রতি প্রকাশ পাওয়া ‘আই অ্যাম: সেলিন ডিওন’ তথ্যচিত্রেও স্নায়ুরোগের বিষয়টি উল্লেখ করেন গায়িকা। তথ্যচিত্রের এক দৃশ্যে দেখা গেছে, সেলিনকে চেপে ধরে রেখেছেন চিকিৎসকেরা। খিঁচুনিতে কেঁপে কেঁপে উঠছে তাঁর শরীর। হাত-পা আড়ষ্ট। কাঁপতে কাঁপতে বেঁকে যাচ্ছে ঠোঁট। কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে জিব। শুধু গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে কণ্ঠ দিয়ে।
এই তীব্র অসুস্থতার মধ্যেও মঞ্চে ফেরার প্রত্যাশা ছিল সেলিনের। বলেছিলেন, ‘তবু আমি থামব না। মঞ্চে ফিরবই। যদি আমাকে হামাগুড়ি দিয়ে মঞ্চে উঠতে হয়, তবু উঠব।’ শুক্রবারের অনুষ্ঠানের মাধ্যমে অবশেষে তাঁর প্রত্যাশা পূরণ হলো। মঞ্চে তিনি শুধু ফিরেছেন, তা-ই নয়, আবেগে ভাসিয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর লাখো ভক্তকে।
প্যারিস অলিম্পিকের মাধ্যমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বড় এই আয়োজনে পারফর্ম করলেন সেলিন। এর আগে ১৯৯৬ সালে আটলান্টায় গেয়েছিলেন ‘দ্য পাওয়ার অব দ্য ড্রিম’। সেলিনের প্রত্যাবর্তন উপলক্ষে অলিম্পিক গেমসের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে তাঁর সেই পারফরম্যান্সের ভিডিও।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে