পাঁচ দিনে ২২৬ কিমি পথ পাড়ি বাবা-ছেলের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ০৬: ৫৫
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৪: ০০

গাইবান্ধা থেকে ২২৬ কিলোমিটার পথ হেঁটে বাংলাবান্ধায় পৌঁছালেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাদেক আলী ও তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান। গত ৭ মার্চ হাঁটা শুরু করে ১১ মার্চ বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধার জিরোপয়েন্টে পৌঁছান।

জানা গেছে, হাঁটার উপকারিতা ও এ বিষয়ে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে সাদেক আলী ছেলে মোস্তাফিজুরকে সঙ্গী করে দেশের বিভিন্ন স্থানে হেঁটে ভ্রমণ করছেন। এবার তাঁরা গাইবান্ধা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত পাঁচ দিনে পাড়ি দিলেন ২২৬ কিলোমিটার পথ।

গত ৭ মার্চ বাংলাবান্ধার অভিমুখে যাত্রা করেন সাদেক আলী ও মোস্তাফিজুর। পাঁচ দিনপর তাঁরা এখানে পৌঁছান। এখন দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন বাবা-ছেলে।

সাদেক আলী বলেন, ‘আমি ও আমার ছেলে গত ১৪ ডিসেম্বর থেকে একটি বিশেষ উদ্যোগ সামনে রেখে মিশন শুরু করি। আমরা ৩৭ তম মিশনে পৌঁছাই। আর এই মিশনে আমরা ১ হাজার ১৩৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করি। ৭ মার্চ থেকে ৩৮ তম মিশন শুরু করে বাংলাবান্ধার জিরোপয়েন্টে পৌঁছাতে সক্ষম হই।’

এ বিষয়ে ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি আর আমার বাবা মিলে একটি মহৎ উদ্দেশ্য শুরু করি। এর লক্ষ্যে আমরা এখন ছুটে চলেছি। এই লক্ষ্যে ছুটতে গিয়ে আমরা বর্তমান ৩৮ তম মিশনের ৫ম দিনে অবস্থান করছি বাংলাবান্ধায়। মূলত বাবার শরীর ঠিক রাখতে বাবার সঙ্গে এই পথ চলা শুরু করেছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত