বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
সরকারি মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির আবেদন শেষ হয়ে গেলেও রাঙামাটির বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারেনি ৪৪৫ শিক্ষার্থী। অনলাইনে ভর্তির আবেদনের সুস্পষ্ট তথ্য না জানার কারণে পাহাড়ের দুর্গম এলাকার এসব শিক্ষার্থী এবার আবেদন করতে পারেনি। অভিভাবকেরা অভিযোগ করে বলেন, ভর্তির বিষয়ে প্রতিবছর স্কুলের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচার করা হলেও এবার কোনো প্রচারই করেনি স্কুল কর্তৃপক্ষ।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী চলতি বছরের ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্কুলে ভর্তি আবেদন শুরু হয়েছিল। পরে সরকারি স্কুলে ১০ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়। কিন্তু বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে এ বিষয়ে কোনো প্রচারই করা হয়নি। এদিকে উপজেলার অধিকাংশ এলাকা দুর্গম ও নেটওয়ার্কবিহীন। এজন্য এসব বিষয়ে কোনো খোঁজ পাইনি অধিকাংশ শিক্ষার্থী।
উপজেলা শিক্ষা কার্যালয়ের উচ্চমান হিসাবরক্ষক শ্যামা পাংখোয়া জানান, এ বছর বিলাইছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে শিক্ষার্থী ছিল ৫৯৬ জন। যাদের ২০২২ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে যাওয়ার কথা। বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে এবার আসন সংখ্যা ১৮০। কিন্তু প্রচারের অভাবে অনলাইনে আবেদন করেছে মাত্র ১৫১ জন শিক্ষার্থী। এতে করে বাকি ৪৪৫ শিক্ষার্থী ভর্তির আবেদন থেকে বঞ্চিত হয়েছে। এটি নিতান্তই কর্তৃপক্ষের অবহেলা বলে অভিযোগ করছেন অভিভাবকেরা।
এদিকে বাইরে কোথাও গিয়ে পড়ালেখা করার অর্থ-সামর্থ্যও অনেকের নেই। কোনোভাবে বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি করা না হলে অনেকের শিক্ষাজীবন এখানেই সমাপ্ত হবে। তা ছাড়া অনলাইনে ভর্তি আবেদন না থাকায় অন্য কোনো স্কুল কর্তৃপক্ষ ভর্তি করবে কি না, সে সংশয় নিয়েও দিন যাপন করছেন তাঁরা।
হারুন নামের এক স্কুলশিক্ষার্থীর অভিভাবক জানান, প্রতিবছর স্কুলে ভর্তির জন্য উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার টানানো হতো। কিন্তু এ বছর এমন ব্যানার ও প্রচার কিছুই দেখা যায়নি। ফলে কোনো সূত্র থেকে অনলাইন ভর্তির আবেদনের তথ্য পাওয়া যায়নি।
একই এলাকার আরেক অভিভাবক অভিযোগ করে বলেন, এখন যদি কোনোভাবে শিক্ষার্থীরা স্কুলে ভর্তির সুযোগ না পায়, তবে তাদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ বিষয়ে বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, স্কুলে ভর্তির জন্য পাঁচটি ব্যানার ছাপানো হয়েছিল। সিদ্ধান্ত হয় বাজারসহ বিভিন্ন জংশনে টানিয়ে দেওয়ার। কিন্তু সেই পাঁচটি ব্যানার স্কুলে পচে যাচ্ছে।
বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘স্কুলে ১৮০ শিক্ষার্থীর কোটার বিপরীতে অনলাইনে আবেদন পাওয়া গেছে ১৫১ জনের। বেশি শিক্ষার্থী হলে শিক্ষার মান থাকবে না। সে কারণে আমি অনলাইনে আবেদনের চেয়ে আর বেশি ছাত্র ভর্তি নেব না। ছাত্র ভর্তির আবেদন টার্গেটের কম হওয়ায় এ বছর লটারির প্রয়োজন পড়েনি।’
প্রধান শিক্ষক নুরুল ইসলাম আরও বলেন ‘ব্যানার ছাপানো হয়েছিল। কিন্তু অনলাইনে ভর্তির আবেদন হওয়ায় ব্যানার টানানো হয়নি। এ বিষয়ে ২৪ তারিখ মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘অনলাইন ভর্তির তথ্য না জানার তো কথা না। তবু সমস্যা নেই, আমরা তাদের ভর্তি করে নেব।’
সরকারি মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির আবেদন শেষ হয়ে গেলেও রাঙামাটির বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারেনি ৪৪৫ শিক্ষার্থী। অনলাইনে ভর্তির আবেদনের সুস্পষ্ট তথ্য না জানার কারণে পাহাড়ের দুর্গম এলাকার এসব শিক্ষার্থী এবার আবেদন করতে পারেনি। অভিভাবকেরা অভিযোগ করে বলেন, ভর্তির বিষয়ে প্রতিবছর স্কুলের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচার করা হলেও এবার কোনো প্রচারই করেনি স্কুল কর্তৃপক্ষ।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী চলতি বছরের ২৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্কুলে ভর্তি আবেদন শুরু হয়েছিল। পরে সরকারি স্কুলে ১০ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়। কিন্তু বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে এ বিষয়ে কোনো প্রচারই করা হয়নি। এদিকে উপজেলার অধিকাংশ এলাকা দুর্গম ও নেটওয়ার্কবিহীন। এজন্য এসব বিষয়ে কোনো খোঁজ পাইনি অধিকাংশ শিক্ষার্থী।
উপজেলা শিক্ষা কার্যালয়ের উচ্চমান হিসাবরক্ষক শ্যামা পাংখোয়া জানান, এ বছর বিলাইছড়ি উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনীতে শিক্ষার্থী ছিল ৫৯৬ জন। যাদের ২০২২ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে যাওয়ার কথা। বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে এবার আসন সংখ্যা ১৮০। কিন্তু প্রচারের অভাবে অনলাইনে আবেদন করেছে মাত্র ১৫১ জন শিক্ষার্থী। এতে করে বাকি ৪৪৫ শিক্ষার্থী ভর্তির আবেদন থেকে বঞ্চিত হয়েছে। এটি নিতান্তই কর্তৃপক্ষের অবহেলা বলে অভিযোগ করছেন অভিভাবকেরা।
এদিকে বাইরে কোথাও গিয়ে পড়ালেখা করার অর্থ-সামর্থ্যও অনেকের নেই। কোনোভাবে বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি করা না হলে অনেকের শিক্ষাজীবন এখানেই সমাপ্ত হবে। তা ছাড়া অনলাইনে ভর্তি আবেদন না থাকায় অন্য কোনো স্কুল কর্তৃপক্ষ ভর্তি করবে কি না, সে সংশয় নিয়েও দিন যাপন করছেন তাঁরা।
হারুন নামের এক স্কুলশিক্ষার্থীর অভিভাবক জানান, প্রতিবছর স্কুলে ভর্তির জন্য উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার টানানো হতো। কিন্তু এ বছর এমন ব্যানার ও প্রচার কিছুই দেখা যায়নি। ফলে কোনো সূত্র থেকে অনলাইন ভর্তির আবেদনের তথ্য পাওয়া যায়নি।
একই এলাকার আরেক অভিভাবক অভিযোগ করে বলেন, এখন যদি কোনোভাবে শিক্ষার্থীরা স্কুলে ভর্তির সুযোগ না পায়, তবে তাদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ বিষয়ে বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, স্কুলে ভর্তির জন্য পাঁচটি ব্যানার ছাপানো হয়েছিল। সিদ্ধান্ত হয় বাজারসহ বিভিন্ন জংশনে টানিয়ে দেওয়ার। কিন্তু সেই পাঁচটি ব্যানার স্কুলে পচে যাচ্ছে।
বিলাইছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘স্কুলে ১৮০ শিক্ষার্থীর কোটার বিপরীতে অনলাইনে আবেদন পাওয়া গেছে ১৫১ জনের। বেশি শিক্ষার্থী হলে শিক্ষার মান থাকবে না। সে কারণে আমি অনলাইনে আবেদনের চেয়ে আর বেশি ছাত্র ভর্তি নেব না। ছাত্র ভর্তির আবেদন টার্গেটের কম হওয়ায় এ বছর লটারির প্রয়োজন পড়েনি।’
প্রধান শিক্ষক নুরুল ইসলাম আরও বলেন ‘ব্যানার ছাপানো হয়েছিল। কিন্তু অনলাইনে ভর্তির আবেদন হওয়ায় ব্যানার টানানো হয়নি। এ বিষয়ে ২৪ তারিখ মিটিং হবে, সেখানে সিদ্ধান্ত হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘অনলাইন ভর্তির তথ্য না জানার তো কথা না। তবু সমস্যা নেই, আমরা তাদের ভর্তি করে নেব।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪