বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিরতি কাটিয়ে ‘ফিরে দেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। শুধু অভিনয় নয়, সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রোজিনা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। সিনেমা মুক্তি উপলক্ষে গত শনিবার রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।
‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। আবারও তাঁরা জুটি বেঁধেছেন ‘ফিরে দেখা’ সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। ১৬ জুন সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সরকারি অনুদানের ‘ফিরে দেখা’ নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন রোজিনা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোজিনা বলেন, ‘দর্শক আমার অভিনীত অনেক সিনেমা দেখেছেন। এই প্রথম আমি পরিচালনা করেছি। শিল্পী-কুশলী সবাই আমাকে সহযোগিতা করেছেন, তাই তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। এটা আমার প্রথম পরিচালিত সিনেমা; আশা করি দর্শকেরা হলে গিয়ে দেখবেন। তাঁরা সিনেমাটি দেখলে আমি নতুন সিনেমা নির্মাণে অনুপ্রাণিত হব।’
স্পর্শিয়া বলেন, ‘১৬ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি। আশা করি সবাই দেখবেন। গ্রামের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমি। সময়টা ১৯৭১ সাল। ওই সময়ে তার সঙ্গে ঘটে যাওয়া ট্র্যাজেডির গল্প দেখা যাবে সিনেমায়।’
নিরব বলেন, ‘ফিরে দেখা মহান মুক্তিযুদ্ধের সময়ের গল্প। একে তো আমাদের মুক্তিযুদ্ধের সময়ের গল্প, রোজিনা আপার প্রথম সিনেমা, এ ছাড়া শুটিং হয়েছে রাজবাড়ীতে, যেখানে আমার অনেক অনেক স্মৃতি। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমার আগ্রহ ছিল বেশি। কাজ করেও খুব ভালো লেগেছে। আশা করি, সিনেমাটি দর্শক উপভোগ করবেন।’
বিরতি কাটিয়ে ‘ফিরে দেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। শুধু অভিনয় নয়, সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রোজিনা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। সিনেমা মুক্তি উপলক্ষে গত শনিবার রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।
‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। আবারও তাঁরা জুটি বেঁধেছেন ‘ফিরে দেখা’ সিনেমায়। এতে আরও অভিনয় করেছেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। ১৬ জুন সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সরকারি অনুদানের ‘ফিরে দেখা’ নির্মিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন রোজিনা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোজিনা বলেন, ‘দর্শক আমার অভিনীত অনেক সিনেমা দেখেছেন। এই প্রথম আমি পরিচালনা করেছি। শিল্পী-কুশলী সবাই আমাকে সহযোগিতা করেছেন, তাই তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। এটা আমার প্রথম পরিচালিত সিনেমা; আশা করি দর্শকেরা হলে গিয়ে দেখবেন। তাঁরা সিনেমাটি দেখলে আমি নতুন সিনেমা নির্মাণে অনুপ্রাণিত হব।’
স্পর্শিয়া বলেন, ‘১৬ জুন মুক্তি পাচ্ছে সিনেমাটি। আশা করি সবাই দেখবেন। গ্রামের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি আমি। সময়টা ১৯৭১ সাল। ওই সময়ে তার সঙ্গে ঘটে যাওয়া ট্র্যাজেডির গল্প দেখা যাবে সিনেমায়।’
নিরব বলেন, ‘ফিরে দেখা মহান মুক্তিযুদ্ধের সময়ের গল্প। একে তো আমাদের মুক্তিযুদ্ধের সময়ের গল্প, রোজিনা আপার প্রথম সিনেমা, এ ছাড়া শুটিং হয়েছে রাজবাড়ীতে, যেখানে আমার অনেক অনেক স্মৃতি। সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমার আগ্রহ ছিল বেশি। কাজ করেও খুব ভালো লেগেছে। আশা করি, সিনেমাটি দর্শক উপভোগ করবেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে