রাঙামাটি ও কাপ্তাই প্রতিনিধি
করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকার সঙ্গে রাঙামাটি জেলাকেও ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এমন ঘোষণায় নড়েচড়ে বসেছে রাঙামাটি জেলা প্রশাসন। মাস্ক নিশ্চিত করাসহ সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হচ্ছে।
জেলা সিভিল সার্জন বলেছেন, করোনার নমুনা পরীক্ষার হার কমার বিপরীতে শনাক্তের সংখ্যা বেড়েছে।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, দেশে করোনা শনাক্ত শুরুর পর সর্বশেষ জেলা হিসেবে আক্রান্ত হয় রাঙামাটি। এরপর ভালোভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। কিন্তু সময়ের সঙ্গে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা তৈরি হয়েছে। কমে গেছে করোনার নমুনা পরীক্ষার প্রবণতা। সম্প্রতি এই হার একেবারে কমে যায়। এরই মধ্যে শীতের শুরু থেকে করোনা শনাক্তের হার বাড়ছে।
এদিকে রাঙামাটিকে করোনার উচ্চ ঝুঁকিসম্পন্ন জেলা চিহ্নিত করা হলেও মানুষের মধ্যে সচেতনতা নেই। শহরের রাস্তায়, বাজার, অফিস-আদালতে উপস্থিত অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। জেলার সংবাদকর্মী সাখাওয়াত হোসেন রুবেল বলেন, রাস্তাঘাটে অসংখ্য মানুষ মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন। প্রশাসনের কঠোর নজরদারি থাকলেও মানুষের মধ্যে সচেতনতা নেই।
রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, গত ১৫ দিনে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এর আগে গত ডিসেম্বরে ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষের মাঝে নমুনা দেওয়ার প্রবণতা কমেছে। এতে করে শনাক্তের হার বেড়েছে। করোনা মোকাবিলায় সব প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের আছে।’
এদিকে রাঙামাটিকে রেড জোন ঘোষণার পর মানুষের মাস্ক পরা নিশ্চিত করাসহ সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে চালানো হচ্ছে মাইকিং। পর্যটন স্পটগুলো বাড়তি নজরদারি করতে নির্দেশনা দিয়েছে প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন বলেন, ‘আমাদের নিয়মিত মোবাইল কোর্ট মাঠে আছে। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের যা করণীয়, তা করছে। সব উপজেলা বার্তা পাঠানো হয়েছে।’
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় ৪ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ জনের। এ থেকে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৬৭ শতাংশ। জেলায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ। রাঙামাটিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশ।
এদিকে কাপ্তাই প্রতিনিধি জানান, রাঙামাটি জেলাকে ‘রেড জোন’ হওয়ার পর কাপ্তাইয়ে সচেতনতামূলক প্রচার, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা সদর ও বড়ইছড়ি সাপ্তাহিক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।
অভিযানে একটি ভ্রাম্যমাণ দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়। এ ছাড়া ৪টি মামলায় মোট ১ হাজার ২৫০ টাকা জরিমানা করেন ইউএনও। এ সময় সচেতনতামূলক প্রচার ও বাজারে আসা ক্রেতা-বিক্রেতার মধ্যে মাস্ক বিতরণ করা হয়। অভিযানে ইউএনও কার্যালয়ের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।
করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকার সঙ্গে রাঙামাটি জেলাকেও ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এমন ঘোষণায় নড়েচড়ে বসেছে রাঙামাটি জেলা প্রশাসন। মাস্ক নিশ্চিত করাসহ সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হচ্ছে।
জেলা সিভিল সার্জন বলেছেন, করোনার নমুনা পরীক্ষার হার কমার বিপরীতে শনাক্তের সংখ্যা বেড়েছে।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, দেশে করোনা শনাক্ত শুরুর পর সর্বশেষ জেলা হিসেবে আক্রান্ত হয় রাঙামাটি। এরপর ভালোভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। কিন্তু সময়ের সঙ্গে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা তৈরি হয়েছে। কমে গেছে করোনার নমুনা পরীক্ষার প্রবণতা। সম্প্রতি এই হার একেবারে কমে যায়। এরই মধ্যে শীতের শুরু থেকে করোনা শনাক্তের হার বাড়ছে।
এদিকে রাঙামাটিকে করোনার উচ্চ ঝুঁকিসম্পন্ন জেলা চিহ্নিত করা হলেও মানুষের মধ্যে সচেতনতা নেই। শহরের রাস্তায়, বাজার, অফিস-আদালতে উপস্থিত অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। জেলার সংবাদকর্মী সাখাওয়াত হোসেন রুবেল বলেন, রাস্তাঘাটে অসংখ্য মানুষ মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন। প্রশাসনের কঠোর নজরদারি থাকলেও মানুষের মধ্যে সচেতনতা নেই।
রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, গত ১৫ দিনে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এর আগে গত ডিসেম্বরে ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানুষের মাঝে নমুনা দেওয়ার প্রবণতা কমেছে। এতে করে শনাক্তের হার বেড়েছে। করোনা মোকাবিলায় সব প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের আছে।’
এদিকে রাঙামাটিকে রেড জোন ঘোষণার পর মানুষের মাস্ক পরা নিশ্চিত করাসহ সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে চালানো হচ্ছে মাইকিং। পর্যটন স্পটগুলো বাড়তি নজরদারি করতে নির্দেশনা দিয়েছে প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন বলেন, ‘আমাদের নিয়মিত মোবাইল কোর্ট মাঠে আছে। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের যা করণীয়, তা করছে। সব উপজেলা বার্তা পাঠানো হয়েছে।’
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত জেলায় ৪ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ জনের। এ থেকে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৬৭ শতাংশ। জেলায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ। রাঙামাটিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশ।
এদিকে কাপ্তাই প্রতিনিধি জানান, রাঙামাটি জেলাকে ‘রেড জোন’ হওয়ার পর কাপ্তাইয়ে সচেতনতামূলক প্রচার, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা সদর ও বড়ইছড়ি সাপ্তাহিক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।
অভিযানে একটি ভ্রাম্যমাণ দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়। এ ছাড়া ৪টি মামলায় মোট ১ হাজার ২৫০ টাকা জরিমানা করেন ইউএনও। এ সময় সচেতনতামূলক প্রচার ও বাজারে আসা ক্রেতা-বিক্রেতার মধ্যে মাস্ক বিতরণ করা হয়। অভিযানে ইউএনও কার্যালয়ের অফিস সুপার মো. সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে