পীরগঞ্জ প্রতিনিধি
সদ্য সমাপ্ত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট পুনরায় গণনা এবং বিজয়ী প্রার্থীদের শপথ স্থগিত করার জন্য আবেদন করা হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ কাউন্সিলর প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এই আবেদন করেছেন।
আবেদনে অভিযোগ করা হয়েছে, ২৮ নভেম্বরের নির্বাচনে পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসায় ভোটকেন্দ্র ছিল। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তার যোগসাজশে কেন্দ্রটি পরিবর্তন করে নতুন কেন্দ্র হিসেবে পচাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট নেওয়া হয়। ভোটারেরা এটি জানতেন না এবং তিনটি কক্ষে ছয়টি ইভিএম বসিয়ে ভোট নেওয়ার ফলে ভোটারেরা বেকায়দায় পড়েন। আবেদনে আরও বলা হয়েছে, ৮ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণকালে ২ ঘণ্টার জন্য মেশিন নষ্ট বলে কৌশলে ভোট গ্রহণ বিরত রাখা হয়। এ নিয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সাজিয়া ফারিয়া জিসা অভিযোগ করেন।
অনিয়মের অভিযোগ করা হয়েছে ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডেও। অভিযোগ ওঠে ৯ নম্বর ওয়ার্ডের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা মোটা অঙ্কের অর্থ নিয়ে কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম সরকারকে (উট পাখি) ডিজিটাল কায়দায় পরাজিত করেছেন। পাশাপাশি কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামের ডালিম প্রতীকে জোরপূর্বক ভোট নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন দপ্তরে দেওয়া আবেদনে সাজিয়া ফারিয়া ছাড়াও বাকি যাঁরা স্বাক্ষর করেছেন তাঁরা হলেন কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম, আনারুল ইসলাম, গোলজার হোসেন, এছমোতারা শেলী, লোকমান হোসেন, রাজা মিয়া, পারভীন বেগম, রাজা মিয়া (২) ও সানিন মো. রাসুলে করিম রিয়ন।
এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ৮ ডিসেম্বর বিজয়ী প্রার্থীদের নামে গেজেট ঘোষণা করা হয়েছে। এখন অনিয়ম ও কারচুপির বিষয়ে অভিযোগকারীরা মামলা করতে পারবেন।
সদ্য সমাপ্ত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট পুনরায় গণনা এবং বিজয়ী প্রার্থীদের শপথ স্থগিত করার জন্য আবেদন করা হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ কাউন্সিলর প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এই আবেদন করেছেন।
আবেদনে অভিযোগ করা হয়েছে, ২৮ নভেম্বরের নির্বাচনে পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসায় ভোটকেন্দ্র ছিল। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তার যোগসাজশে কেন্দ্রটি পরিবর্তন করে নতুন কেন্দ্র হিসেবে পচাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট নেওয়া হয়। ভোটারেরা এটি জানতেন না এবং তিনটি কক্ষে ছয়টি ইভিএম বসিয়ে ভোট নেওয়ার ফলে ভোটারেরা বেকায়দায় পড়েন। আবেদনে আরও বলা হয়েছে, ৮ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণকালে ২ ঘণ্টার জন্য মেশিন নষ্ট বলে কৌশলে ভোট গ্রহণ বিরত রাখা হয়। এ নিয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সাজিয়া ফারিয়া জিসা অভিযোগ করেন।
অনিয়মের অভিযোগ করা হয়েছে ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডেও। অভিযোগ ওঠে ৯ নম্বর ওয়ার্ডের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা মোটা অঙ্কের অর্থ নিয়ে কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম সরকারকে (উট পাখি) ডিজিটাল কায়দায় পরাজিত করেছেন। পাশাপাশি কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামের ডালিম প্রতীকে জোরপূর্বক ভোট নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন দপ্তরে দেওয়া আবেদনে সাজিয়া ফারিয়া ছাড়াও বাকি যাঁরা স্বাক্ষর করেছেন তাঁরা হলেন কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম, আনারুল ইসলাম, গোলজার হোসেন, এছমোতারা শেলী, লোকমান হোসেন, রাজা মিয়া, পারভীন বেগম, রাজা মিয়া (২) ও সানিন মো. রাসুলে করিম রিয়ন।
এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ৮ ডিসেম্বর বিজয়ী প্রার্থীদের নামে গেজেট ঘোষণা করা হয়েছে। এখন অনিয়ম ও কারচুপির বিষয়ে অভিযোগকারীরা মামলা করতে পারবেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে