গঙ্গাচড়া প্রতিনিধি
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গঙ্গাচড়া বাইপাস সড়ক। এমনকি শীতের মৌসুমে মাত্র এক দিনের বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি দুই দিনেও সরেনি। এতে করে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসী জানান, উপজেলার সোনালী ব্যাংকের শাখা, মডেল থানা, ভূমি কার্যালয় ও উপজেলা পরিষদে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এই সড়ক। এখানে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদা এবং শুকনো মৌসুমে ধুলার রাজ্য বিরাজ করে।
বাজার ও সড়কের পানিনিষ্কাশনের জন্য ২০২১ সালে মডেল থানা মোড় থেকে হাজী ভবন পর্যন্ত এক কিলোমিটার সড়কের পাশে প্রায় ১ কোটি টাকা খরচ করে নালা নির্মাণ করা হয়। তবে সেটি কোনো কাজে আসছে না।
গত রোববার দেখা গেছে, ময়লা-আবর্জনা ও কাদাপানিতে ডুবে আছে সড়কটি। এর মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে। পথচারীরা পাশ কাটিয়ে সাবধানে হাঁটছেন।
বড়বিল ইউনিয়নের বাসিন্দা লতিফা বেগম বলেন, ‘বাচ্চা কোলে করে কোনো রকম করি ঝুঁকি নিয়া রাস্তাটা পাড় হনুং। পানিতে এত দুর্গন্ধ!’
কথা হয় সড়কের পাশের ব্যবসায়ী মানেক মিয়ার সঙ্গে। তিনি আক্ষেপ করে জানান, এটা আর সড়ক নেই, নদী হয়ে গেছে। আর ভ্যানচালক বরকত উল্লাহর অভিযোগ, এই দুর্ভোগ কমাতে জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সামান্য বৃষ্টি হলে এদিক দিয়ে ভ্যান চালানো যায় না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ‘সড়কটি আমি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গঙ্গাচড়া বাইপাস সড়ক। এমনকি শীতের মৌসুমে মাত্র এক দিনের বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি দুই দিনেও সরেনি। এতে করে চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসী জানান, উপজেলার সোনালী ব্যাংকের শাখা, মডেল থানা, ভূমি কার্যালয় ও উপজেলা পরিষদে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এই সড়ক। এখানে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদা এবং শুকনো মৌসুমে ধুলার রাজ্য বিরাজ করে।
বাজার ও সড়কের পানিনিষ্কাশনের জন্য ২০২১ সালে মডেল থানা মোড় থেকে হাজী ভবন পর্যন্ত এক কিলোমিটার সড়কের পাশে প্রায় ১ কোটি টাকা খরচ করে নালা নির্মাণ করা হয়। তবে সেটি কোনো কাজে আসছে না।
গত রোববার দেখা গেছে, ময়লা-আবর্জনা ও কাদাপানিতে ডুবে আছে সড়কটি। এর মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে। পথচারীরা পাশ কাটিয়ে সাবধানে হাঁটছেন।
বড়বিল ইউনিয়নের বাসিন্দা লতিফা বেগম বলেন, ‘বাচ্চা কোলে করে কোনো রকম করি ঝুঁকি নিয়া রাস্তাটা পাড় হনুং। পানিতে এত দুর্গন্ধ!’
কথা হয় সড়কের পাশের ব্যবসায়ী মানেক মিয়ার সঙ্গে। তিনি আক্ষেপ করে জানান, এটা আর সড়ক নেই, নদী হয়ে গেছে। আর ভ্যানচালক বরকত উল্লাহর অভিযোগ, এই দুর্ভোগ কমাতে জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। সামান্য বৃষ্টি হলে এদিক দিয়ে ভ্যান চালানো যায় না।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ‘সড়কটি আমি সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে