নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা মহামারির পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় প্রভাব ফেলেছে। চলতি অর্থবছরে সাত মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে করোনার সময়ের চেয়েও এমনকি গত ১২ বছরের মধ্যে কম টাকা খরচ হয়েছে।
সোমবার বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরে ১ হাজার ৪৯৬টি প্রকল্পের বিপরীতে এডিপিতে বরাদ্দ আছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। তা থেকে জুলাই থেকে জানুয়ারির সময়ে ব্যয় হয়েছে ৭২ হাজার ৯০ কোটি টাকা বা ২৮ দশমিক ১৬ শতাংশ। বাস্তবায়নের এ হার গত এক দশক বা ২০১০-১১ অর্থবছরের পর সর্বনিম্ন।
এক দশকের মধ্যে করোনাকালে ২০২০-২১ এবং এর আগে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম সাত মাসে কাছাকাছি বা ২৮ দশমিক ৪৫ শতাংশ এডিপি বাস্তবায়ন ছিল। বাকি সময়গুলোতে তা ৩০ শতাংশের বেশি ছিল। মাঝের এক বছর তা ৩৮ শতাংশ পর্যন্ত উঠেছিল।
সাত মাসের মোট খরচের মধ্যে সরকারি অংশে ৪০ হাজার ৩৭৫ কোটি এবং বিদেশি অর্থায়নের ২৯ হাজার ১৫৫ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থ খরচ হয়েছে ২ হাজার ৫৬১ কোটি টাকা।
মন্ত্রণালয় ও বিভাগগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির আওতায় চলতি অর্থবছরে ১০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরপর মাত্র দশমিক শূন্য ৯৮ শতাংশ বাস্তবায়ন করে পিছিয়ে আছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তাদের চলতি অর্থবছরে ৩৬৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও খরচ করতে পেরেছে মাত্র ৩ কোটি ৫৬ লাখ টাকা। মাত্র ৩ দশমিক ১৫ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৮২৭ কোটি টাকার মধ্যে ৭ দশমিক ৬১ শতাংশ বা ৬২ কোটি ৯৬ লাখ টাকার খরচ করেছে ভূমি মন্ত্রণালয়। ৮ দশমিক ৯৮ শতাংশ বা ৫৬ কোটি ৫৮ লাখ টাকা খরচ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোট বরাদ্দ কম থাকায় কম টাকা খরচ করেও সবচেয়ে বেশি প্রায় ৮৯ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খরচ ১৬ কোটি ৭৬ লাখ টাকা। বড় বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়গুলোর মধ্যে সেতু বিভাগ ৪৬ দশমিক ৪০ শতাংশ বা ৪ হাজার ১৭৪ কোটি টাকা, ধর্ম মন্ত্রণালয় ৪৫ দশমিক ৩ শতাংশ বা ৮৫২ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ ৪৪ দশমিক ৪৭ শতাংশ বা ১২ হাজার ২০৯ কোটি টাকা খরচ করেছে।
এদিকে অর্থবছরের শুরুতেই অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন, জরুরি না হলে বিদেশ সফর ও গাড়ি কেনা বন্ধ, আসবাব কেনায় আরও সাশ্রয়ী হওয়াসহ নানা উদ্যোগ নেওয়া হয়। তাই ব্যয় কম হওয়ার পেছনে সংকটের কারণে সরকারে ব্যয়সাশ্রয়ী নীতির পাশাপাশি মন্ত্রণালয়গুলোর দক্ষতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সংকটের কারণ নয়, বরং বলা যায় এটা মন্ত্রণালয়গুলোর অবহেলা। সব সময় দেখা যায়, বছরের বেশির ভাগ সময় কাজ হয় না। বাকিটা তাড়াহুড়ো করে শেষ করে ৯০ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন ওঠানো হয়। এতে কাজ খারাপ হয়, সময় বাড়ে, ব্যয় বাড়ে। সবই পুরোনো সমস্যা।
করোনা মহামারির পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় প্রভাব ফেলেছে। চলতি অর্থবছরে সাত মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে করোনার সময়ের চেয়েও এমনকি গত ১২ বছরের মধ্যে কম টাকা খরচ হয়েছে।
সোমবার বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরে ১ হাজার ৪৯৬টি প্রকল্পের বিপরীতে এডিপিতে বরাদ্দ আছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। তা থেকে জুলাই থেকে জানুয়ারির সময়ে ব্যয় হয়েছে ৭২ হাজার ৯০ কোটি টাকা বা ২৮ দশমিক ১৬ শতাংশ। বাস্তবায়নের এ হার গত এক দশক বা ২০১০-১১ অর্থবছরের পর সর্বনিম্ন।
এক দশকের মধ্যে করোনাকালে ২০২০-২১ এবং এর আগে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম সাত মাসে কাছাকাছি বা ২৮ দশমিক ৪৫ শতাংশ এডিপি বাস্তবায়ন ছিল। বাকি সময়গুলোতে তা ৩০ শতাংশের বেশি ছিল। মাঝের এক বছর তা ৩৮ শতাংশ পর্যন্ত উঠেছিল।
সাত মাসের মোট খরচের মধ্যে সরকারি অংশে ৪০ হাজার ৩৭৫ কোটি এবং বিদেশি অর্থায়নের ২৯ হাজার ১৫৫ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থ খরচ হয়েছে ২ হাজার ৫৬১ কোটি টাকা।
মন্ত্রণালয় ও বিভাগগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির আওতায় চলতি অর্থবছরে ১০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরপর মাত্র দশমিক শূন্য ৯৮ শতাংশ বাস্তবায়ন করে পিছিয়ে আছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তাদের চলতি অর্থবছরে ৩৬৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও খরচ করতে পেরেছে মাত্র ৩ কোটি ৫৬ লাখ টাকা। মাত্র ৩ দশমিক ১৫ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ৮২৭ কোটি টাকার মধ্যে ৭ দশমিক ৬১ শতাংশ বা ৬২ কোটি ৯৬ লাখ টাকার খরচ করেছে ভূমি মন্ত্রণালয়। ৮ দশমিক ৯৮ শতাংশ বা ৫৬ কোটি ৫৮ লাখ টাকা খরচ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মোট বরাদ্দ কম থাকায় কম টাকা খরচ করেও সবচেয়ে বেশি প্রায় ৮৯ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। খরচ ১৬ কোটি ৭৬ লাখ টাকা। বড় বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়গুলোর মধ্যে সেতু বিভাগ ৪৬ দশমিক ৪০ শতাংশ বা ৪ হাজার ১৭৪ কোটি টাকা, ধর্ম মন্ত্রণালয় ৪৫ দশমিক ৩ শতাংশ বা ৮৫২ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ ৪৪ দশমিক ৪৭ শতাংশ বা ১২ হাজার ২০৯ কোটি টাকা খরচ করেছে।
এদিকে অর্থবছরের শুরুতেই অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন, জরুরি না হলে বিদেশ সফর ও গাড়ি কেনা বন্ধ, আসবাব কেনায় আরও সাশ্রয়ী হওয়াসহ নানা উদ্যোগ নেওয়া হয়। তাই ব্যয় কম হওয়ার পেছনে সংকটের কারণে সরকারে ব্যয়সাশ্রয়ী নীতির পাশাপাশি মন্ত্রণালয়গুলোর দক্ষতার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সংকটের কারণ নয়, বরং বলা যায় এটা মন্ত্রণালয়গুলোর অবহেলা। সব সময় দেখা যায়, বছরের বেশির ভাগ সময় কাজ হয় না। বাকিটা তাড়াহুড়ো করে শেষ করে ৯০ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন ওঠানো হয়। এতে কাজ খারাপ হয়, সময় বাড়ে, ব্যয় বাড়ে। সবই পুরোনো সমস্যা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে