Ajker Patrika

কেন্দুয়ায় এক সপ্তাহ ধরে কিশোরী নিখোঁজ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৪: ৪৩
কেন্দুয়ায় এক সপ্তাহ ধরে কিশোরী নিখোঁজ

নেত্রকোনার কেন্দুয়ায় ১১ বছরের এক কিশোরী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার আইথর এলাকায়। ওই কিশোরী স্থানীয় একটি এক মাদ্রাসার ছাত্রী। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, প্রায় এক বছর আগে মেয়েটিকে পৌরসভার আইথর এলাকার ওই মাদ্রাসায় ভর্তি করানো হয়। এরপর থেকে আবাসিক ওই মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করত মেয়েটি। তবে ছুটিতে তার অভিভাবকেরাই মাদ্রাসা থেকে তাকে আনা-নেওয়ার কাজটি করতেন। এ অবস্থায় গত ১৮ এপ্রিল রাত ১১টার দিকে মাদ্রাসার এক শিক্ষক অভিভাবকদের কাছে মোবাইলফোনে ওই ছাত্রী বাসায় পৌঁছেছে কি-না জানতে চান। এরপরই মাদ্রাসা থেকে ছাত্রী নিখোঁজের বিষয়টি জানাজানি হয়। পরে অভিভাবকেরা তাদের মেয়েকে হন্যে হয়ে খুঁজতে থাকলেও শনিবার বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। একপর্যায়ে এ ঘটনায় মেয়েটির বাবা কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রক্ষিতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইতিমধ্যে ঘটনাস্থলও পরিদর্শন করেছেন।

এ বিষয়ে গতকাল শনিবার বিকেলে মেয়েটির বাবা বলেন, ‘ঘটনার পর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু কোথাও মেয়ের কোনো খোঁজ পাইনি। এতে আমরা চরম দুশ্চিন্তায় আছি।’

মাদ্রাসার মোহতামিম মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘ছাত্রীর খোঁজে আমরাও চেষ্টা চালাচ্ছি। যে যেখানে বলছে, সেখানেই যাচ্ছি আমরা।’

জিডির তদন্তের দায়িত্বে থাকা কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সরদার বলেন, ‘ছাত্রীটির এখনো কোনো খোঁজ মেলেনি। তবে তার খোঁজে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত