জমির উদ্দিন, চট্টগ্রাম
নগরীর আগ্রাবাদের চৌমুহনী থেকে ১০ নম্বর বাসে উঠেছিলেন ঠিকাদার মো. ইসমাইল। দুই নম্বর গেটে নামার পর তাঁর কাছে ১৫ টাকা ভাড়া দাবি করেন ওই বাসের সহকারী। এই পথে আগে ৭ টাকায় যেতেন, এখন দ্বিগুণের চেয়ে বেশি ভাড়া দাবি করায় প্রতিবাদ জানান ইসমাইল। বাসের সহকারীর সঙ্গে তর্কাতর্কির মধ্যে তাঁর পাশে দাঁড়ান বাসে থাকা সব যাত্রী। এক জোট হয়ে বাসটিকে দাঁড় করিয়ে সেখানে কর্তব্যরত পুলিশের সার্জেন্ট মো. মামুনের শরণাপন্ন হন তাঁরা।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আগ্রাবাদ-মুরাদপুর রুটে চলাচল করা চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সিটি সার্ভিসের ১০ নম্বর গাড়ি এটি।
ঠিকাদার ইসমাইল আজকের পত্রিকাকে বলেন, ‘তেলের দাম বাড়ার আগে চৌমুহনী থেকে দুই নম্বর গেট পর্যন্ত ৭ টাকার ভাড়ায় আসতাম। যেহেতু তেলের দাম বেড়েছে, তাহলে ১০ টাকা নিক। কিন্তু ১৫ টাকা কীভাবে নেবে?’
ওই বাসে থাকা বেসরকারি চাকরিজীবী মো. আসহাব রহমান বলেন, ‘ইসমাইল ভাই তর্কাতর্কি করার পর আমরা তাঁর পাশে দাঁড়াই। ওই বাসের সহকারী সবার থেকে দ্বিগুণের বেশি ভাড়া দাবি করছিলেন। বাসে থাকা ২০-৩০ জন প্রতিবাদ করি। পুলিশের হাতে বাসটিকে তুলে দিই।’
গতকাল সরেজমিনে আগ্রাবাদ, জিইসি মোড়, দুই নম্বর গেটে বেশির ভাগ যাত্রী অভিযোগ করেন, বাসে ভাড়া আগের চেয়ে দ্বিগুণ নেওয়া হচ্ছে। যদিও সরকার ভাড়া বাড়িয়েছে ২৭ শতাংশ। নগরীর দুই নম্বর গেটে কয়েকজন বাস চালকের সঙ্গে কথা হয়। তাঁরা যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করেন। তাঁদের দাবি, নির্ধারিত ভাড়াই নিচ্ছেন।
জিইসি মোড়ে ১০ নম্বর বাসের সহকারী আবদুর রহমান বলেন, ৭ টাকার ভাড়া ১৫ টাকা আর ১০ টাকার ভাড়া ১৭ টাকা নিচ্ছেন। অথচ যথাক্রমে ৮ টাকা ৮৯ পয়সা ও ১২ টাকা ২৭ পয়সা নেওয়ার কথা তাঁদের। কিছু কিছু বাসে অবশ্য নির্ধারিত ভাড়া আদায় করতেই দেখা গেছে। তবে কোনো বাসেই এদিন ভাড়ার তালিকা টাঙানো হয়নি।
এদিকে বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছি। শুক্রবার থেকে ডিজেল ও গ্যাসচালিত বাসগুলো চিহ্নিত করে দেওয়া হবে। যেসব বাস ডিজেলচালিত সেগুলোতে লাল ও গ্যাসচালিত বাসগুলোতে সবুজ চিহ্ন দেওয়া হবে।’ শহরের মধ্যে চলাচল করা ৯০ শতাংশই গ্যাসচালিত ও দূরপাল্লার বাসগুলোর বেশির ভাগই ডিজেল চালিত বলেও জানান তিনি।
এদিকে ভাড়ার নৈরাজ্য ঠেকাতে গত মঙ্গলবারের মতো গতকালও অভিযানে নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে নেতৃত্বে দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা জানান, রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত দূরপাল্লার বাসে অভিযান চালানো হয়। সিএনজিচালিত ১৭টি ও ডিজেলচালিত বাস ২১ টিসহ মোট ৩৮টি বাসে অভিযান চালান তাঁরা। এর মধ্যে দুটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এ জন্য মামলার পাশাপাশি বাস দুটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন সব মিলিয়ে ৯টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানান একিমিত্র চাকমা।
নগরীর আগ্রাবাদের চৌমুহনী থেকে ১০ নম্বর বাসে উঠেছিলেন ঠিকাদার মো. ইসমাইল। দুই নম্বর গেটে নামার পর তাঁর কাছে ১৫ টাকা ভাড়া দাবি করেন ওই বাসের সহকারী। এই পথে আগে ৭ টাকায় যেতেন, এখন দ্বিগুণের চেয়ে বেশি ভাড়া দাবি করায় প্রতিবাদ জানান ইসমাইল। বাসের সহকারীর সঙ্গে তর্কাতর্কির মধ্যে তাঁর পাশে দাঁড়ান বাসে থাকা সব যাত্রী। এক জোট হয়ে বাসটিকে দাঁড় করিয়ে সেখানে কর্তব্যরত পুলিশের সার্জেন্ট মো. মামুনের শরণাপন্ন হন তাঁরা।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। আগ্রাবাদ-মুরাদপুর রুটে চলাচল করা চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সিটি সার্ভিসের ১০ নম্বর গাড়ি এটি।
ঠিকাদার ইসমাইল আজকের পত্রিকাকে বলেন, ‘তেলের দাম বাড়ার আগে চৌমুহনী থেকে দুই নম্বর গেট পর্যন্ত ৭ টাকার ভাড়ায় আসতাম। যেহেতু তেলের দাম বেড়েছে, তাহলে ১০ টাকা নিক। কিন্তু ১৫ টাকা কীভাবে নেবে?’
ওই বাসে থাকা বেসরকারি চাকরিজীবী মো. আসহাব রহমান বলেন, ‘ইসমাইল ভাই তর্কাতর্কি করার পর আমরা তাঁর পাশে দাঁড়াই। ওই বাসের সহকারী সবার থেকে দ্বিগুণের বেশি ভাড়া দাবি করছিলেন। বাসে থাকা ২০-৩০ জন প্রতিবাদ করি। পুলিশের হাতে বাসটিকে তুলে দিই।’
গতকাল সরেজমিনে আগ্রাবাদ, জিইসি মোড়, দুই নম্বর গেটে বেশির ভাগ যাত্রী অভিযোগ করেন, বাসে ভাড়া আগের চেয়ে দ্বিগুণ নেওয়া হচ্ছে। যদিও সরকার ভাড়া বাড়িয়েছে ২৭ শতাংশ। নগরীর দুই নম্বর গেটে কয়েকজন বাস চালকের সঙ্গে কথা হয়। তাঁরা যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করেন। তাঁদের দাবি, নির্ধারিত ভাড়াই নিচ্ছেন।
জিইসি মোড়ে ১০ নম্বর বাসের সহকারী আবদুর রহমান বলেন, ৭ টাকার ভাড়া ১৫ টাকা আর ১০ টাকার ভাড়া ১৭ টাকা নিচ্ছেন। অথচ যথাক্রমে ৮ টাকা ৮৯ পয়সা ও ১২ টাকা ২৭ পয়সা নেওয়ার কথা তাঁদের। কিছু কিছু বাসে অবশ্য নির্ধারিত ভাড়া আদায় করতেই দেখা গেছে। তবে কোনো বাসেই এদিন ভাড়ার তালিকা টাঙানো হয়নি।
এদিকে বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছি। শুক্রবার থেকে ডিজেল ও গ্যাসচালিত বাসগুলো চিহ্নিত করে দেওয়া হবে। যেসব বাস ডিজেলচালিত সেগুলোতে লাল ও গ্যাসচালিত বাসগুলোতে সবুজ চিহ্ন দেওয়া হবে।’ শহরের মধ্যে চলাচল করা ৯০ শতাংশই গ্যাসচালিত ও দূরপাল্লার বাসগুলোর বেশির ভাগই ডিজেল চালিত বলেও জানান তিনি।
এদিকে ভাড়ার নৈরাজ্য ঠেকাতে গত মঙ্গলবারের মতো গতকালও অভিযানে নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে নেতৃত্বে দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা জানান, রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত দূরপাল্লার বাসে অভিযান চালানো হয়। সিএনজিচালিত ১৭টি ও ডিজেলচালিত বাস ২১ টিসহ মোট ৩৮টি বাসে অভিযান চালান তাঁরা। এর মধ্যে দুটি বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। এ জন্য মামলার পাশাপাশি বাস দুটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন সব মিলিয়ে ৯টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানান একিমিত্র চাকমা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে