নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সবার আগে শেষ করলেন চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে প্রক্রিয়া শেষ করে গাড়িতে উঠতে দ্রুত হেঁটে চললেন শ্রীলঙ্কান কোচ।
হাথুরুর কাছে এবারের এশিয়া কাপটা অন্যভাবে ধরা দিচ্ছে। ৩১ আগস্ট পাল্লেকেলেতে এশিয়া কাপের প্রথম ম্যাচে হাথুরুর চ্যালেঞ্জ নিতে হবে জন্মভূমি শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগেও অবশ্য হাথুরুর কাঁধে বন্দুক রেখে শ্রীলঙ্কানদের বিপক্ষে লড়েছেন সাকিবেরা। তাঁর প্রথম মেয়াদে ২০১৭ সালে পি সারা ওভালে শততম টেস্টে জয়ের স্মৃতি এখনো সতেজ। সেবার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করে ফিরেছিল বাংলাদেশ।
২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছিলেন হাথুরু। ২০১৯ সালে দেশের মাঠেই বাংলাদেশকে ধবলধোলাইয়ের অংশটা বাদ দিলে ‘হাথুরুর শ্রীলঙ্কা’কে কিন্তু কম যন্ত্রণা দেয়নি বাংলাদেশ! আর তাতে বারবার আসবে মুশফিকুর রহিমের নাম। ২০১৮ নিদাহাস ট্রফি, ২০১৮ এশিয়া কাপ—লঙ্কানদের বুকে শেল হয়ে বিঁধেছে মুশফিকের দুর্দান্ত ব্যাটিং। ২০২১ সালে বাংলাদেশ সফরে হাথুরু আর শ্রীলঙ্কার দায়িত্বে ছিলেন না। সেবার নিজেদের মাঠে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে যে প্রতিশোধ নেয় বাংলাদেশ, তাতেও মুশফিকের বড় অবদান।
শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ থাকলে মুশফিক চলে আসেন আলোচনায়। শুধু ওয়ানডের কথাও যদি বলা হয়, লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটার মুশফিকই। ৩৩ ম্যাচে ৩৪ গড়ে তাঁর রান ১০২০। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মুশফিকই শুধু হাজারের বেশি রান করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। এর মধ্যে সর্বশেষ ১০ ইনিংসে ৭৪ গড়ে রান ৬৬৬। আবার যেতে হবে লঙ্কা সফরে—ব্যাটিং, ফিল্ডিং ও কিপিংয়ে তৈরি হচ্ছেন মুশফিক।
মুশফিক অসাধারণ খেললেও শ্রীলঙ্কায় বাংলাদেশের ফল ‘সন্তোষজনক’ বলার সুযোগ নেই। লঙ্কায় এখনো পর্যন্ত ৩৩ ওয়ানডে খেলে মাত্র ৩টিতে জয়, ২৮টিতে হার, বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত। শ্রীলঙ্কার উইকেট এবার কেমন হতে পারে, সেটির একটি ধারণা মিলল গত মাসে শ্রীলঙ্কা থেকে ইমার্জিং এশিয়া কাপ খেলে আসা সাইফ হাসানের কথা। গতকাল তিনি সাংবাদিকদের বললেন, ‘৩০০-এর বেশি রানের উইকেট। সেভাবেই প্রস্তুত হওয়া উচিত। ৩০০ পেরোনো রান তাড়ার সামর্থ্য থাকা উচিত আমাদের।’
শ্রীলঙ্কার মাঠে ৩০০ রানের ওপরে শুধু একটিই ইনিংস আছে বাংলাদেশের। লঙ্কায় এবার চ্যালেঞ্জ যা-ই হোক, তা উতরে যেতে এবার হাথুরু-মুশফিক মিলে যাচ্ছেন এক বিন্দুতে।
বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সবার আগে শেষ করলেন চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে প্রক্রিয়া শেষ করে গাড়িতে উঠতে দ্রুত হেঁটে চললেন শ্রীলঙ্কান কোচ।
হাথুরুর কাছে এবারের এশিয়া কাপটা অন্যভাবে ধরা দিচ্ছে। ৩১ আগস্ট পাল্লেকেলেতে এশিয়া কাপের প্রথম ম্যাচে হাথুরুর চ্যালেঞ্জ নিতে হবে জন্মভূমি শ্রীলঙ্কার বিপক্ষে। এর আগেও অবশ্য হাথুরুর কাঁধে বন্দুক রেখে শ্রীলঙ্কানদের বিপক্ষে লড়েছেন সাকিবেরা। তাঁর প্রথম মেয়াদে ২০১৭ সালে পি সারা ওভালে শততম টেস্টে জয়ের স্মৃতি এখনো সতেজ। সেবার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করে ফিরেছিল বাংলাদেশ।
২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছিলেন হাথুরু। ২০১৯ সালে দেশের মাঠেই বাংলাদেশকে ধবলধোলাইয়ের অংশটা বাদ দিলে ‘হাথুরুর শ্রীলঙ্কা’কে কিন্তু কম যন্ত্রণা দেয়নি বাংলাদেশ! আর তাতে বারবার আসবে মুশফিকুর রহিমের নাম। ২০১৮ নিদাহাস ট্রফি, ২০১৮ এশিয়া কাপ—লঙ্কানদের বুকে শেল হয়ে বিঁধেছে মুশফিকের দুর্দান্ত ব্যাটিং। ২০২১ সালে বাংলাদেশ সফরে হাথুরু আর শ্রীলঙ্কার দায়িত্বে ছিলেন না। সেবার নিজেদের মাঠে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে যে প্রতিশোধ নেয় বাংলাদেশ, তাতেও মুশফিকের বড় অবদান।
শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ থাকলে মুশফিক চলে আসেন আলোচনায়। শুধু ওয়ানডের কথাও যদি বলা হয়, লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাটার মুশফিকই। ৩৩ ম্যাচে ৩৪ গড়ে তাঁর রান ১০২০। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে মুশফিকই শুধু হাজারের বেশি রান করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। এর মধ্যে সর্বশেষ ১০ ইনিংসে ৭৪ গড়ে রান ৬৬৬। আবার যেতে হবে লঙ্কা সফরে—ব্যাটিং, ফিল্ডিং ও কিপিংয়ে তৈরি হচ্ছেন মুশফিক।
মুশফিক অসাধারণ খেললেও শ্রীলঙ্কায় বাংলাদেশের ফল ‘সন্তোষজনক’ বলার সুযোগ নেই। লঙ্কায় এখনো পর্যন্ত ৩৩ ওয়ানডে খেলে মাত্র ৩টিতে জয়, ২৮টিতে হার, বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত। শ্রীলঙ্কার উইকেট এবার কেমন হতে পারে, সেটির একটি ধারণা মিলল গত মাসে শ্রীলঙ্কা থেকে ইমার্জিং এশিয়া কাপ খেলে আসা সাইফ হাসানের কথা। গতকাল তিনি সাংবাদিকদের বললেন, ‘৩০০-এর বেশি রানের উইকেট। সেভাবেই প্রস্তুত হওয়া উচিত। ৩০০ পেরোনো রান তাড়ার সামর্থ্য থাকা উচিত আমাদের।’
শ্রীলঙ্কার মাঠে ৩০০ রানের ওপরে শুধু একটিই ইনিংস আছে বাংলাদেশের। লঙ্কায় এবার চ্যালেঞ্জ যা-ই হোক, তা উতরে যেতে এবার হাথুরু-মুশফিক মিলে যাচ্ছেন এক বিন্দুতে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৪ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে