আজকের পত্রিকা ডেস্ক
অকার্যকর হয়ে পড়া ইরান পারমাণবিক চুক্তি নবায়ন নিয়ে আশার আলো দেখা যাচ্ছে। মস্কোয় গত মঙ্গলবার রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ রকম ইঙ্গিত পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আমাদের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞা ইরান-রাশিয়ার বাণিজ্যিক ও অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওয়াশিংটন এ বিষয়ে আমাদের লিখিত নিশ্চয়তা দিয়েছে। অন্যদিকে ইরান পারমাণবিক চুক্তিকে রাশিয়া বানচালের চেষ্টা করছে বলে যে প্রচারণা শুরু হয়েছে, তা ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন তিনি।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘ইউক্রেন পরিস্থিতি ও ইরান পারমাণবিক চুক্তির কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু বিষয় ছাড়া, চুক্তির খসড়া প্রায় প্রস্তুত। যুক্তরাষ্ট্র নতুন করে কিছু দাবি উত্থাপন করছে, যা আমাদের “রেড লাইনের” সঙ্গে সাংঘর্ষিক। এগুলো মীমাংসা করা গেলে যেকোনো সময় চুক্তি হতে পারে।’ ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে শুরু থেকে রাশিয়া ইরানের পক্ষ হয়ে কাজ করেছে বলেও জানিয়েছেন তিনি।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার সঙ্গে ‘জয়েন্ট কমম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) করে ইরান। ২০১৮ সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফা বেরিয়ে গেলে তা একধরনের অকার্যকর হয়ে পড়ে। বাইডেন প্রশাসন তা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।
গত ১১ মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ নিয়ে ৮ দফায় অনেকগুলো বৈঠক হয়েছে। অধিকাংশ বিষয়ে পক্ষগুলো এক মত হয়েছে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শেষ মুহূর্তে চুক্তিটিকে অনিশ্চিত করে তুলেছে।
কারণ, গত সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে নিজেদের কিছু উদ্বেগের কথা জানানো হয়। ইউক্রেনকেন্দ্রিক নিষেধাজ্ঞা ইরান পর্যন্ত টেনে না আনতে যুক্তরাষ্ট্রের লিখিত নিশ্চয়তা দাবি করে মস্কো। শুরুতে গড়িমসি করলেও শেষ পর্যন্ত তা মীমাংসা হলো। এখন ইরানের রেড লাইন নিয়ে যুক্তরাষ্ট্রের সবুজসংকেত পাওয়া গেলেই চুক্তির দিনক্ষণের ঘোষণা আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক অনলাইন গণমাধ্যম আল-মনিটরের এক প্রতিবেদনে।
অকার্যকর হয়ে পড়া ইরান পারমাণবিক চুক্তি নবায়ন নিয়ে আশার আলো দেখা যাচ্ছে। মস্কোয় গত মঙ্গলবার রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ রকম ইঙ্গিত পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আমাদের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞা ইরান-রাশিয়ার বাণিজ্যিক ও অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওয়াশিংটন এ বিষয়ে আমাদের লিখিত নিশ্চয়তা দিয়েছে। অন্যদিকে ইরান পারমাণবিক চুক্তিকে রাশিয়া বানচালের চেষ্টা করছে বলে যে প্রচারণা শুরু হয়েছে, তা ভিত্তিহীন বলেও মন্তব্য করেছেন তিনি।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘ইউক্রেন পরিস্থিতি ও ইরান পারমাণবিক চুক্তির কোনো সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু বিষয় ছাড়া, চুক্তির খসড়া প্রায় প্রস্তুত। যুক্তরাষ্ট্র নতুন করে কিছু দাবি উত্থাপন করছে, যা আমাদের “রেড লাইনের” সঙ্গে সাংঘর্ষিক। এগুলো মীমাংসা করা গেলে যেকোনো সময় চুক্তি হতে পারে।’ ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে শুরু থেকে রাশিয়া ইরানের পক্ষ হয়ে কাজ করেছে বলেও জানিয়েছেন তিনি।
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার সঙ্গে ‘জয়েন্ট কমম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) করে ইরান। ২০১৮ সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফা বেরিয়ে গেলে তা একধরনের অকার্যকর হয়ে পড়ে। বাইডেন প্রশাসন তা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।
গত ১১ মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ নিয়ে ৮ দফায় অনেকগুলো বৈঠক হয়েছে। অধিকাংশ বিষয়ে পক্ষগুলো এক মত হয়েছে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শেষ মুহূর্তে চুক্তিটিকে অনিশ্চিত করে তুলেছে।
কারণ, গত সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে নিজেদের কিছু উদ্বেগের কথা জানানো হয়। ইউক্রেনকেন্দ্রিক নিষেধাজ্ঞা ইরান পর্যন্ত টেনে না আনতে যুক্তরাষ্ট্রের লিখিত নিশ্চয়তা দাবি করে মস্কো। শুরুতে গড়িমসি করলেও শেষ পর্যন্ত তা মীমাংসা হলো। এখন ইরানের রেড লাইন নিয়ে যুক্তরাষ্ট্রের সবুজসংকেত পাওয়া গেলেই চুক্তির দিনক্ষণের ঘোষণা আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক অনলাইন গণমাধ্যম আল-মনিটরের এক প্রতিবেদনে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে