নিজস্ব প্রতিবেদক, সিলেট
মাস শেষ হতে চার দিন বাকি থাকতেই সিলেট জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের নির্ধারিত বরাদ্দ শেষ হয়ে গেছে। ফলে গতকাল জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে গাড়িগুলোকে ফিরতে হয়েছে গ্যাস ছাড়াই। এতে ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন গাড়ির চালক-যাত্রীরা।
বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে বেশি। অনেক পরীক্ষার্থীকে সকালে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে।
গতকাল সকাল ১০টার দিকে জেলার গোলাপগঞ্জ উপজেলা থেকে সংবাদকর্মী ইমরান আহমদ জানান, ওই উপজেলায় তিনটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। কিন্তু সকাল থেকে উপজেলার তিনটির কোনো পাম্পেই মিলছে না গ্যাস। নির্ধারিত বরাদ্দ শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনটি পাম্পেরই কর্তৃপক্ষ বলছে, আগামী ৩-৪ দিন এ সংকট থাকতে পারে। ৩০ সেপ্টেম্বর অথবা ১ অক্টোবর নতুন করে বরাদ্দ মিললে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।
জানা গেছে, সিলেট জেলার প্রতিটি পাম্পেই নির্দিষ্ট পরিমাণে মাসিক গ্যাস বরাদ্দ দেয় জালালাবাদ গ্যাস কোম্পানি। কিন্তু মাস শেষের আগেই জেলার অনেক পাম্প বরাদ্দ দেওয়া গ্যাস বিক্রি করে দেওয়া হয়। ফলে মাস শেষের আগেই গ্যাস সংকটে পড়ে এসব পাম্প। এ কারণেই গোলাপগঞ্জের কোনো পাম্পে মেলেনি গ্যাস। সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইনে কয়েক ঘণ্টা ধরে অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে থাকেন চালকেরা। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় মিলছে না গ্যাস।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস-ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী গতকাল বলেন, ‘সরকার নির্ধারিত লোড আমাদের মেনে চলতে হবে। সরবরাহ বন্ধকৃত সিলেটের কিছু ফিলিং স্টেশনে বরাদ্দের পরিমাণ নিশ্চয় শেষ হয়েছে। তবে বারবার স্টেশনগুলোকে সতর্ক করা হয়, যাতে বরাদ্দের ভেতরে তারা সরবরাহ করে।’
নতুন সরবরাহ বিষয়ে তিনি বলেন, নির্ধারিত বরাদ্দের পর নতুন বিল দিয়ে নতুন বরাদ্দ আসে। এতে ২-৩ দিন চলে যায়। তাই গ্যাসচালিত গাড়িগুলোর চালক ও যাত্রীরা সাময়িক অসুবিধায় পড়েন।
মাস শেষ হতে চার দিন বাকি থাকতেই সিলেট জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের নির্ধারিত বরাদ্দ শেষ হয়ে গেছে। ফলে গতকাল জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে গাড়িগুলোকে ফিরতে হয়েছে গ্যাস ছাড়াই। এতে ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন গাড়ির চালক-যাত্রীরা।
বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে বেশি। অনেক পরীক্ষার্থীকে সকালে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে।
গতকাল সকাল ১০টার দিকে জেলার গোলাপগঞ্জ উপজেলা থেকে সংবাদকর্মী ইমরান আহমদ জানান, ওই উপজেলায় তিনটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। কিন্তু সকাল থেকে উপজেলার তিনটির কোনো পাম্পেই মিলছে না গ্যাস। নির্ধারিত বরাদ্দ শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনটি পাম্পেরই কর্তৃপক্ষ বলছে, আগামী ৩-৪ দিন এ সংকট থাকতে পারে। ৩০ সেপ্টেম্বর অথবা ১ অক্টোবর নতুন করে বরাদ্দ মিললে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।
জানা গেছে, সিলেট জেলার প্রতিটি পাম্পেই নির্দিষ্ট পরিমাণে মাসিক গ্যাস বরাদ্দ দেয় জালালাবাদ গ্যাস কোম্পানি। কিন্তু মাস শেষের আগেই জেলার অনেক পাম্প বরাদ্দ দেওয়া গ্যাস বিক্রি করে দেওয়া হয়। ফলে মাস শেষের আগেই গ্যাস সংকটে পড়ে এসব পাম্প। এ কারণেই গোলাপগঞ্জের কোনো পাম্পে মেলেনি গ্যাস। সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ লাইনে কয়েক ঘণ্টা ধরে অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে থাকেন চালকেরা। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় মিলছে না গ্যাস।
এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস-ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী গতকাল বলেন, ‘সরকার নির্ধারিত লোড আমাদের মেনে চলতে হবে। সরবরাহ বন্ধকৃত সিলেটের কিছু ফিলিং স্টেশনে বরাদ্দের পরিমাণ নিশ্চয় শেষ হয়েছে। তবে বারবার স্টেশনগুলোকে সতর্ক করা হয়, যাতে বরাদ্দের ভেতরে তারা সরবরাহ করে।’
নতুন সরবরাহ বিষয়ে তিনি বলেন, নির্ধারিত বরাদ্দের পর নতুন বিল দিয়ে নতুন বরাদ্দ আসে। এতে ২-৩ দিন চলে যায়। তাই গ্যাসচালিত গাড়িগুলোর চালক ও যাত্রীরা সাময়িক অসুবিধায় পড়েন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে