কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
ছয় বছর পর রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে উপজেলা ছাত্রলীগের পরবর্তী নেতৃত্বে কারা আসছেন, সেটা নিয়েও চলছে নানা আলোচনা।
আজ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার সম্মেলনে থাকার কথা রয়েছে।
জানা গেছে, ২০১৫ সালে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সম্মেলনে এম নুর উদ্দিন সুমনকে সভাপতি এবং আলিব রেজা লিমনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। নানা জটিলতার কারণে সেই সময় পূর্ণাঙ্গ কমিটি না হলেও সুমন-লিমনের এই কমিটি বিগত সময়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন।
সুমন বলেন, ‘আমরা আশা করছি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা উপজেলা ছাত্রলীগের পাশে ছিল, সেই সব ত্যাগী নেতা-কর্মী কাউন্সিলের মাধ্যমে আগামী উপজেলা কমিটিতে জায়গা করে নেবে।’ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এ আর লিমন বলেন, ‘আমাদের এই কমিটি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সবসময় মাঠে সক্রিয় ছিলেন। আশা করছি আগামী কমিটিতে যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁরাও সেই ধারাবাহিকতা রক্ষা করবেন।’
সভাপতি হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ,চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন মুৎসুদ্দী, কর্ণফুলী সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক পবন পাল, কলেজ ছাত্রলীগ নেতা মো. ইউনুছ।
সাধারণ সম্পাদক হিসেবে শোনা যাচ্ছে, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও সহসম্পাদক মো. আকাশ, ছাত্রলীগ নেতা রহিম, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ, সাইথোয়াই অং চৌধুরী, মো. আমান ও মনোবীর তনচংগ্যা।
ছয় বছর পর রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার। এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে উপজেলা ছাত্রলীগের পরবর্তী নেতৃত্বে কারা আসছেন, সেটা নিয়েও চলছে নানা আলোচনা।
আজ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার সম্মেলনে থাকার কথা রয়েছে।
জানা গেছে, ২০১৫ সালে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সে সম্মেলনে এম নুর উদ্দিন সুমনকে সভাপতি এবং আলিব রেজা লিমনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। নানা জটিলতার কারণে সেই সময় পূর্ণাঙ্গ কমিটি না হলেও সুমন-লিমনের এই কমিটি বিগত সময়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের নিয়ে করোনাকালীন পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন।
সুমন বলেন, ‘আমরা আশা করছি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা উপজেলা ছাত্রলীগের পাশে ছিল, সেই সব ত্যাগী নেতা-কর্মী কাউন্সিলের মাধ্যমে আগামী উপজেলা কমিটিতে জায়গা করে নেবে।’ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এ আর লিমন বলেন, ‘আমাদের এই কমিটি বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সবসময় মাঠে সক্রিয় ছিলেন। আশা করছি আগামী কমিটিতে যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁরাও সেই ধারাবাহিকতা রক্ষা করবেন।’
সভাপতি হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ,চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ,কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন মুৎসুদ্দী, কর্ণফুলী সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক পবন পাল, কলেজ ছাত্রলীগ নেতা মো. ইউনুছ।
সাধারণ সম্পাদক হিসেবে শোনা যাচ্ছে, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও সহসম্পাদক মো. আকাশ, ছাত্রলীগ নেতা রহিম, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ, সাইথোয়াই অং চৌধুরী, মো. আমান ও মনোবীর তনচংগ্যা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে