নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হত্যা ও লাশ গুমের ভয় দেখিয়ে জোরপূর্বক সম্পত্তি লিখে নেওয়াসহ অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এম সাইফুদ্দিন সৈয়দ। সাইফুদ্দিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী।
মামলায় সাবেক মেয়র ছাড়াও অন্য যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন রেজাউল করিমের মেয়ে সাবিহা তাসনিম তানিম, ভাই নুরুল করিম চৌধুরী, নিকটাত্মীয় ও প্রতিবেশী মাহমুদুর রহমান চৌধুরী, টিপু রহমান ও নজরুল ইসলাম অপু।
বাদীর আইনজীবী সিরাজুল ইসলাম চৌধুরী জানান, আসামিদের বিরুদ্ধে গত বছর (২০২৩) বাদীকে মেরে ফেলা, লাশ গুম করার ভয় দেখিয়ে তাঁর (বাদী) একটি সম্পত্তি লিখে নিতে জোরপূর্বক সই আদায়ের অভিযোগ আনা হয়। জমি লিখে নিয়ে তা বিক্রি করা ও প্রতিশ্রুতি অনুযায়ী ৩ কোটি ১৩ লাখ টাকা নির্ধারিত সময়ে পরিশোধ না করে আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, বহদ্দারহাটে তিনি তাঁর কেনা জায়গায় তোলা কিছু দোকান ভাড়া দিয়ে আসছিলেন। এ সময় মামলার দুই আসামি মাহমুদুর রহমান চৌধুরী ও টিপু রহমান দোকান ভাড়া নিয়ে সময়মতো ভাড়ার টাকা পরিশোধ না করে দোকান চালিয়ে আসছেন।
২০২০ সালে রেজাউল করিম চৌধুরী মেয়র হওয়ার পর তাঁর কাছে বাদীর তফসিলভুক্ত জায়গা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয়। এতে বাদী রাজি না হওয়ায় মেয়র বাদীর ওপর ক্ষিপ্ত হন। বাদী জায়গাটিতে মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা জানান। এ সময় রেজাউল করিম চৌধুরী বাদীকে তাঁর জায়গা ছেড়ে না দিলে তাঁকে মেরে লাশ গুম করার হুমকি দেন।
২০২৩ সালের ১৪ আগস্ট বাদী তাঁর বর্তমান বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হলে আসামিরা তাঁকে গাড়িতে তুলে চান্দগাঁও সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে যান। পরে সেখানে তাঁকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক তাঁর তফসিলভুক্ত সম্পত্তির সাব-কবলা বিক্রির দলিলে সই আদায় করেন।
ওই সময় ৮৭ লাখ টাকার তিনটি পে-অর্ডারের মূল কপি বাদীকে দিয়ে বাকি ৩ কোটি ১৩ লাখ টাকার পে-অর্ডার এক মাস পর দেওয়া হবে বলে জানানো হয়। পরে নির্ধারিত সময়ে টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিসে গিয়ে রেজাউল করিম চৌধুরীর কাছে বাকি টাকা চাইতে গেলে তিনি টাকা লেনদেনের কথা অস্বীকার করার পাশাপাশি বাদীকে অফিস থেকে বের করে দেন।
বাদী বলেন, আগে ভয়ের কারণে তিনি মামলা করতে পারেননি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি মামলা করলেন।
এদিকে সরকার পতনের পর থেকে অন্য অনেক আওয়ামী লীগ নেতার মতো সাবেক মেয়র রেজাউল করিমও আত্মগোপনে রয়েছেন।
হত্যা ও লাশ গুমের ভয় দেখিয়ে জোরপূর্বক সম্পত্তি লিখে নেওয়াসহ অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এম সাইফুদ্দিন সৈয়দ। সাইফুদ্দিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী।
মামলায় সাবেক মেয়র ছাড়াও অন্য যাঁদের আসামি করা হয়েছে তাঁরা হলেন রেজাউল করিমের মেয়ে সাবিহা তাসনিম তানিম, ভাই নুরুল করিম চৌধুরী, নিকটাত্মীয় ও প্রতিবেশী মাহমুদুর রহমান চৌধুরী, টিপু রহমান ও নজরুল ইসলাম অপু।
বাদীর আইনজীবী সিরাজুল ইসলাম চৌধুরী জানান, আসামিদের বিরুদ্ধে গত বছর (২০২৩) বাদীকে মেরে ফেলা, লাশ গুম করার ভয় দেখিয়ে তাঁর (বাদী) একটি সম্পত্তি লিখে নিতে জোরপূর্বক সই আদায়ের অভিযোগ আনা হয়। জমি লিখে নিয়ে তা বিক্রি করা ও প্রতিশ্রুতি অনুযায়ী ৩ কোটি ১৩ লাখ টাকা নির্ধারিত সময়ে পরিশোধ না করে আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, বহদ্দারহাটে তিনি তাঁর কেনা জায়গায় তোলা কিছু দোকান ভাড়া দিয়ে আসছিলেন। এ সময় মামলার দুই আসামি মাহমুদুর রহমান চৌধুরী ও টিপু রহমান দোকান ভাড়া নিয়ে সময়মতো ভাড়ার টাকা পরিশোধ না করে দোকান চালিয়ে আসছেন।
২০২০ সালে রেজাউল করিম চৌধুরী মেয়র হওয়ার পর তাঁর কাছে বাদীর তফসিলভুক্ত জায়গা বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয়। এতে বাদী রাজি না হওয়ায় মেয়র বাদীর ওপর ক্ষিপ্ত হন। বাদী জায়গাটিতে মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা জানান। এ সময় রেজাউল করিম চৌধুরী বাদীকে তাঁর জায়গা ছেড়ে না দিলে তাঁকে মেরে লাশ গুম করার হুমকি দেন।
২০২৩ সালের ১৪ আগস্ট বাদী তাঁর বর্তমান বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হলে আসামিরা তাঁকে গাড়িতে তুলে চান্দগাঁও সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে যান। পরে সেখানে তাঁকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক তাঁর তফসিলভুক্ত সম্পত্তির সাব-কবলা বিক্রির দলিলে সই আদায় করেন।
ওই সময় ৮৭ লাখ টাকার তিনটি পে-অর্ডারের মূল কপি বাদীকে দিয়ে বাকি ৩ কোটি ১৩ লাখ টাকার পে-অর্ডার এক মাস পর দেওয়া হবে বলে জানানো হয়। পরে নির্ধারিত সময়ে টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অফিসে গিয়ে রেজাউল করিম চৌধুরীর কাছে বাকি টাকা চাইতে গেলে তিনি টাকা লেনদেনের কথা অস্বীকার করার পাশাপাশি বাদীকে অফিস থেকে বের করে দেন।
বাদী বলেন, আগে ভয়ের কারণে তিনি মামলা করতে পারেননি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি মামলা করলেন।
এদিকে সরকার পতনের পর থেকে অন্য অনেক আওয়ামী লীগ নেতার মতো সাবেক মেয়র রেজাউল করিমও আত্মগোপনে রয়েছেন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে