রাঙামাটি প্রতিনিধি ও খাগড়াছড়ি সংবাদদাতা
খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনায় তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ ডাকা হলেও ৬০ ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অবরোধ কর্মসূচির তৃতীয় দিন গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় অবরোধ তুলে নেয় জুম্ম ছাত্র-জনতা।
অবরোধ তুলে নেওয়ার পর গতকাল সন্ধ্যা থেকে আবার যান চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য জেলাগুলো।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের ম্যানেজার সুমন দেব জানান, শান্তি পরিবহনের বাস লাইনে দাঁড়িয়েছে, দু-একটি চলছে। আজ সকাল থেকে আগের মতো পুরোপুরি চলাচল শুরু হবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হামলার ঘটনায় হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ১৪৪ ধারা ও অবরোধ প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটির পরিবেশও। গতকাল সকাল থেকেই রাঙামাটি শহরে অটোরিকশা চলাচল করেছে। আর সন্ধ্যা থেকে দূরপাল্লার যান চলাচল শুরু হয়েছে।
জনসাধারণের নিরাপত্তার জন্য শহরে মোতায়েন রয়েছে পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনী। গতকাল বিকেলে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সভা করেন জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান ও পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন।
সভায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, পাহাড়ে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। অপরাধীদের বিচারের আওতায় আনা হয় না। তারা অপরাধ করে প্রকাশ্য ঘুরে বেড়ায়। তাদের আইনের আওতায় আনা না হলে জনমনে শান্তি ফিরবে না। প্রশাসনের কাছে মানুষ আস্থা পাবে না।
হামলাকারীদের অধিকাংশ বাস, ট্রাক, ফার্নিচার, মৎস্য, করাতকলের শ্রমিক এবং বস্তির লোকজন দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, হামলাকারীরা অধিকাংশ অস্থায়ী মানুষ। তাদেরকে ব্যবহার করছে কিছু উগ্র সাম্প্রদায়িক সংগঠন।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা দেওয়া হবে।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় পুলিশ দুটি মামলা নিয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে পুলিশকে তথ্য দিতে অনুরোধ করেন এসপি।
খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতার ঘটনায় তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ ডাকা হলেও ৬০ ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অবরোধ কর্মসূচির তৃতীয় দিন গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় অবরোধ তুলে নেয় জুম্ম ছাত্র-জনতা।
অবরোধ তুলে নেওয়ার পর গতকাল সন্ধ্যা থেকে আবার যান চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য জেলাগুলো।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের ম্যানেজার সুমন দেব জানান, শান্তি পরিবহনের বাস লাইনে দাঁড়িয়েছে, দু-একটি চলছে। আজ সকাল থেকে আগের মতো পুরোপুরি চলাচল শুরু হবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, হামলার ঘটনায় হওয়া মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ১৪৪ ধারা ও অবরোধ প্রত্যাহারের পর স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটির পরিবেশও। গতকাল সকাল থেকেই রাঙামাটি শহরে অটোরিকশা চলাচল করেছে। আর সন্ধ্যা থেকে দূরপাল্লার যান চলাচল শুরু হয়েছে।
জনসাধারণের নিরাপত্তার জন্য শহরে মোতায়েন রয়েছে পুলিশ, এপিবিএন ও সেনাবাহিনী। গতকাল বিকেলে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সভা করেন জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান ও পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন।
সভায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, পাহাড়ে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। অপরাধীদের বিচারের আওতায় আনা হয় না। তারা অপরাধ করে প্রকাশ্য ঘুরে বেড়ায়। তাদের আইনের আওতায় আনা না হলে জনমনে শান্তি ফিরবে না। প্রশাসনের কাছে মানুষ আস্থা পাবে না।
হামলাকারীদের অধিকাংশ বাস, ট্রাক, ফার্নিচার, মৎস্য, করাতকলের শ্রমিক এবং বস্তির লোকজন দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, হামলাকারীরা অধিকাংশ অস্থায়ী মানুষ। তাদেরকে ব্যবহার করছে কিছু উগ্র সাম্প্রদায়িক সংগঠন।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সহিংসতার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা দেওয়া হবে।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় পুলিশ দুটি মামলা নিয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে পুলিশকে তথ্য দিতে অনুরোধ করেন এসপি।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে