আজকের পত্রিকা ডেস্ক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত। তবে সাবেক এই ভূমিমন্ত্রী দেশেই নেই। তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বলে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গত সোমবার প্রকাশিত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের (আই-ইউনিট) ওই প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে লন্ডনে ১ কোটি ৪০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি টাকা) মূল্যের একটি বাড়িতে থাকছেন। লন্ডনের অভিজাত একটি অ্যাপার্টমেন্ট ব্লকের সামনে হাঁটার সময় তিনি আই-ইউনিটের ক্যামেরায় ধরা পড়েন।
ওই এলাকায় তিনি ৯০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা) বেশি মূল্যের ছয়টি সম্পত্তির মালিক। এই সম্পদ যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর থাকা সম্পদের একটি ছোট অংশ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এসব সম্পদসহ সংযুক্ত আরব আমিরাতে সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর থাকা সম্পদ সম্প্রতি বাংলাদেশের আদালত জব্দের নির্দেশ দিয়েছেন। গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাবেক এই ভূমিমন্ত্রী দেশ ছাড়েন।
দুবাইয়ে আরও সম্পদ
গত সেপ্টেম্বরে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছিল, সাইফুজ্জামান চৌধুরী বিশ্বের বিভিন্ন জায়গায় ৫০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা) মূল্যের সম্পদের মালিক। সে সময় পরিচয় গোপন করে আল জাজিরার যে সাংবাদিক সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাঁকে সাবেক এই ভূমিমন্ত্রী বলেছিলেন, লন্ডন, নিউইয়র্ক ও দুবাইয়ে তাঁর সম্পত্তি রয়েছে। ২০১৬ সালের পর তিনি যুক্তরাজ্যে ৩৬০টির বেশি বিলাসবহুল বাড়ি কিনেছেন।
আল জাজিরার নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুবাইয়ে সাইফুজ্জামানের যত সম্পদ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তার চেয়েও বেশি সম্পদের মালিক তিনি। নতুন ফাঁস হওয়া ২০২৩ সালের তথ্যে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সাবেক এই ভূমিমন্ত্রী ২৫০টির বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের তালিকাভুক্ত মালিক। এসব সম্পত্তির মূল্য ১৪ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬৭৭ কোটি ৫২ লাখ টাকা) বেশি। ফাঁস হওয়া ওই তথ্যে জানা গেছে, সাইফুজ্জামানের স্ত্রী রুকমিলা জামান দুবাইয়ে আরও ৫০টি সম্পত্তির তালিকাভুক্ত মালিক। এসব সম্পত্তির মূল্য আড়াই কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা) বেশি।
এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অলাভজনক তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (সিফোরঅ্যাডস) হাতে আসে সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর দুবাইয়ের সম্পত্তির হিসাবসংক্রান্ত ২০২০ থেকে ২০২২ সালের তথ্য। ওই তথ্য আল জাজিরা পেয়েছিল সংবাদমাধ্যম ই-টোয়েন্টিফোর এবং অনুসন্ধানী প্রতিবেদকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) কাছ থেকে। ওই তথ্যে জানা গিয়েছিল, সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী দুবাইয়ে ৫৪টি সম্পত্তির মালিক। সাইফুজ্জামানকে একটি ভিডিওতে বলতে শোনা গেছে, তিনি দুবাইয়ের অভিজাত অপেরা ডিস্ট্রিক্ট এলাকায় একটি পেন্টহাউসের মালিক। সেখানকার ভূমি নিবন্ধন কার্যালয় নিশ্চিত করেছে, সাইফুজ্জামান সেখানে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক, যার মূল্য ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা) বেশি।
নতুন ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১৭ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৩৭ কোটি টাকা) ব্যয় করে ৩০০টির বেশি অ্যাপার্টমেন্ট কিনেছেন। বিশ্বজুড়ে মোটের ওপর এই দম্পতির ৬০০টির বেশি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে।
আরও পড়ুন:
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত। তবে সাবেক এই ভূমিমন্ত্রী দেশেই নেই। তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বলে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গত সোমবার প্রকাশিত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের (আই-ইউনিট) ওই প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী বর্তমানে লন্ডনে ১ কোটি ৪০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৮ কোটি টাকা) মূল্যের একটি বাড়িতে থাকছেন। লন্ডনের অভিজাত একটি অ্যাপার্টমেন্ট ব্লকের সামনে হাঁটার সময় তিনি আই-ইউনিটের ক্যামেরায় ধরা পড়েন।
ওই এলাকায় তিনি ৯০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা) বেশি মূল্যের ছয়টি সম্পত্তির মালিক। এই সম্পদ যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর থাকা সম্পদের একটি ছোট অংশ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এসব সম্পদসহ সংযুক্ত আরব আমিরাতে সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর থাকা সম্পদ সম্প্রতি বাংলাদেশের আদালত জব্দের নির্দেশ দিয়েছেন। গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের সময় সাবেক এই ভূমিমন্ত্রী দেশ ছাড়েন।
দুবাইয়ে আরও সম্পদ
গত সেপ্টেম্বরে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছিল, সাইফুজ্জামান চৌধুরী বিশ্বের বিভিন্ন জায়গায় ৫০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা) মূল্যের সম্পদের মালিক। সে সময় পরিচয় গোপন করে আল জাজিরার যে সাংবাদিক সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাঁকে সাবেক এই ভূমিমন্ত্রী বলেছিলেন, লন্ডন, নিউইয়র্ক ও দুবাইয়ে তাঁর সম্পত্তি রয়েছে। ২০১৬ সালের পর তিনি যুক্তরাজ্যে ৩৬০টির বেশি বিলাসবহুল বাড়ি কিনেছেন।
আল জাজিরার নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুবাইয়ে সাইফুজ্জামানের যত সম্পদ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তার চেয়েও বেশি সম্পদের মালিক তিনি। নতুন ফাঁস হওয়া ২০২৩ সালের তথ্যে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সাবেক এই ভূমিমন্ত্রী ২৫০টির বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের তালিকাভুক্ত মালিক। এসব সম্পত্তির মূল্য ১৪ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬৭৭ কোটি ৫২ লাখ টাকা) বেশি। ফাঁস হওয়া ওই তথ্যে জানা গেছে, সাইফুজ্জামানের স্ত্রী রুকমিলা জামান দুবাইয়ে আরও ৫০টি সম্পত্তির তালিকাভুক্ত মালিক। এসব সম্পত্তির মূল্য আড়াই কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা) বেশি।
এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক অলাভজনক তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (সিফোরঅ্যাডস) হাতে আসে সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর দুবাইয়ের সম্পত্তির হিসাবসংক্রান্ত ২০২০ থেকে ২০২২ সালের তথ্য। ওই তথ্য আল জাজিরা পেয়েছিল সংবাদমাধ্যম ই-টোয়েন্টিফোর এবং অনুসন্ধানী প্রতিবেদকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড রিপোর্টিং প্রজেক্টের (ওসিসিআরপি) কাছ থেকে। ওই তথ্যে জানা গিয়েছিল, সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী দুবাইয়ে ৫৪টি সম্পত্তির মালিক। সাইফুজ্জামানকে একটি ভিডিওতে বলতে শোনা গেছে, তিনি দুবাইয়ের অভিজাত অপেরা ডিস্ট্রিক্ট এলাকায় একটি পেন্টহাউসের মালিক। সেখানকার ভূমি নিবন্ধন কার্যালয় নিশ্চিত করেছে, সাইফুজ্জামান সেখানে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক, যার মূল্য ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা) বেশি।
নতুন ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, সাইফুজ্জামান ও তাঁর স্ত্রী সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১৭ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৩৭ কোটি টাকা) ব্যয় করে ৩০০টির বেশি অ্যাপার্টমেন্ট কিনেছেন। বিশ্বজুড়ে মোটের ওপর এই দম্পতির ৬০০টির বেশি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে।
আরও পড়ুন:
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
১ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
১ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
১ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
১ দিন আগে