বিনোদন প্রতিবেদক, ঢাকা
নিজেদের অষ্টম প্রযোজনা ‘রায়মঙ্গল’ নিয়ে পশ্চিমবঙ্গে গেছে ঢাকার নাট্যদল অনুস্বর। তিন দিনে পশ্চিমবঙ্গের তিনটি পৃথক স্থানে রায়মঙ্গল নাটকের তিনটি প্রদর্শনী করবে দলটি।
বালুরঘাট নাট্যকর্মী নামের সংগঠনের উদ্যোগে বালুরঘাটে চলছে সুহৃদ স্বজন নাট্য উৎসব। রবীন্দ্র ভবনে আয়োজিত উৎসবে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় এই সফরে রায়মঙ্গলের প্রথম প্রদর্শনী।
আজ কালীগঞ্জের অনন্য নাট্যমেলায় প্রদর্শিত হবে রায়মঙ্গলের দ্বিতীয় প্রদর্শনী। সন্ধ্যা ৬টায় নজমু নাট্যনিকেতনে শুরু হবে প্রদর্শনীটি। ১৭ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসবের পর্দা নামবে আগামীকাল।
পশ্চিমবঙ্গের এবারের সফরে রায়মঙ্গলের শেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বহরমপুর রঙ্গভূমি আয়োজিত রঙ্গমৈত্রী উৎসবে। আগামীকাল রবীন্দ্রসদনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে প্রদর্শনী। রায়মঙ্গল দিয়েই রঙ্গমৈত্রী উৎসবের প্রথম পর্যায়ের সমাপ্তি হচ্ছে।
সুমন মজুমদারের উপন্যাস ‘রাইমঙ্গল’ থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। নির্মাতা জানান, প্রেম, ক্ষুধা, জীবিকার চিরন্তন সংগ্রামে দল-উপদলে হানাহানির পাশাপাশি অধুনা-ধর্ম-রাজনীতি ব্যবহার করে সংখ্যালঘু উৎপাটনের গল্প রায়মঙ্গল।
রায়মঙ্গলের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সাকিল সিদ্ধার্থ, মাহফুজ সুমন, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার, জয়ন্ত ভক্ত, ফরিদা লিমা, মেরিনা মিতু প্রমুখ।
পশ্চিমবঙ্গে নাটকটির তিন প্রদর্শনী প্রসঙ্গে নির্দেশক সাইফ সুমনের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে তিনি বলেন, ‘অনুস্বর তো সার্বক্ষণিকই থিয়েটার করতে চায়, তাই যখনই কোনো সুযোগ আসে সেটাকে কাজে লাগাতে চাই আমরা। চেষ্টা করব পশ্চিমবঙ্গের দর্শকদের ভালো প্রদর্শনী উপহার দেওয়ার।’
নিজেদের অষ্টম প্রযোজনা ‘রায়মঙ্গল’ নিয়ে পশ্চিমবঙ্গে গেছে ঢাকার নাট্যদল অনুস্বর। তিন দিনে পশ্চিমবঙ্গের তিনটি পৃথক স্থানে রায়মঙ্গল নাটকের তিনটি প্রদর্শনী করবে দলটি।
বালুরঘাট নাট্যকর্মী নামের সংগঠনের উদ্যোগে বালুরঘাটে চলছে সুহৃদ স্বজন নাট্য উৎসব। রবীন্দ্র ভবনে আয়োজিত উৎসবে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় এই সফরে রায়মঙ্গলের প্রথম প্রদর্শনী।
আজ কালীগঞ্জের অনন্য নাট্যমেলায় প্রদর্শিত হবে রায়মঙ্গলের দ্বিতীয় প্রদর্শনী। সন্ধ্যা ৬টায় নজমু নাট্যনিকেতনে শুরু হবে প্রদর্শনীটি। ১৭ মার্চ থেকে শুরু হওয়া এই উৎসবের পর্দা নামবে আগামীকাল।
পশ্চিমবঙ্গের এবারের সফরে রায়মঙ্গলের শেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বহরমপুর রঙ্গভূমি আয়োজিত রঙ্গমৈত্রী উৎসবে। আগামীকাল রবীন্দ্রসদনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে প্রদর্শনী। রায়মঙ্গল দিয়েই রঙ্গমৈত্রী উৎসবের প্রথম পর্যায়ের সমাপ্তি হচ্ছে।
সুমন মজুমদারের উপন্যাস ‘রাইমঙ্গল’ থেকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। নির্মাতা জানান, প্রেম, ক্ষুধা, জীবিকার চিরন্তন সংগ্রামে দল-উপদলে হানাহানির পাশাপাশি অধুনা-ধর্ম-রাজনীতি ব্যবহার করে সংখ্যালঘু উৎপাটনের গল্প রায়মঙ্গল।
রায়মঙ্গলের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সাকিল সিদ্ধার্থ, মাহফুজ সুমন, মাজেদুল মিঠু, নুরুজ্জামান সরকার, জয়ন্ত ভক্ত, ফরিদা লিমা, মেরিনা মিতু প্রমুখ।
পশ্চিমবঙ্গে নাটকটির তিন প্রদর্শনী প্রসঙ্গে নির্দেশক সাইফ সুমনের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে তিনি বলেন, ‘অনুস্বর তো সার্বক্ষণিকই থিয়েটার করতে চায়, তাই যখনই কোনো সুযোগ আসে সেটাকে কাজে লাগাতে চাই আমরা। চেষ্টা করব পশ্চিমবঙ্গের দর্শকদের ভালো প্রদর্শনী উপহার দেওয়ার।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে