মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ‘স্বতন্ত্র’ চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ভেগল মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ছয়জন কর্মী-সমর্থক আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মোটরসাইকেলসহ কয়েকটি দোকানঘর।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ধুবইল ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান (মামুন)। তিনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ধুবইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন মাহাবুল রহমান (মাহাবুল)। তিনি সাবেক চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশেমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ধুবইল বাজার থেকে একটি মোটরসাইকেল মহড়া বের করেন। এ সময় নৌকার প্রার্থী মামুন চেয়ারম্যানের কর্মীরাও ৩৫-৪০টি মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আপত্তিকর স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান মামুন বলেন, ‘আমার সমর্থকেরা ৫০টা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। ধুবইলে পৌঁছালে সামনে থেকে ৪০টি মোটরসাইকেল এগিয়ে গেলে পেছনের ১০টি মোটরসাইকেলে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান মাহাবুলের সমর্থকেরা অতর্কিতে হামলা চালান। এতে আমার সমর্থকদের চারজন আহত হয় ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিরা হলেন ইয়ারুল (৪৫), বাবু (৪৫), রহিম ও (২৬) আসাদুল (৪০)। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।’
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুলের ভাই জুয়েল বলেন, ‘আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম। আমাদের ওপর নৌকার সমর্থক হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে। এ ঘটনায় আমাদের দুজন আহত হন।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. কবির উদ্দিন বলেন, ‘ধুবইল ইউনিয়নের সহিংসতার ঘটনার কোনো লিখিত অভিযোগ এখনো কেউ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম টগর বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই এবং দুপক্ষকেই ছত্রভঙ্গ করে দিই। নির্বাচনী এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল অব্যাহত রয়েছে।’
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ‘স্বতন্ত্র’ চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ভেগল মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ছয়জন কর্মী-সমর্থক আহত হন। ভাঙচুর করা হয়েছে দুটি মোটরসাইকেলসহ কয়েকটি দোকানঘর।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ধুবইল ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান (মামুন)। তিনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ধুবইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন মাহাবুল রহমান (মাহাবুল)। তিনি সাবেক চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশেমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ধুবইল বাজার থেকে একটি মোটরসাইকেল মহড়া বের করেন। এ সময় নৌকার প্রার্থী মামুন চেয়ারম্যানের কর্মীরাও ৩৫-৪০টি মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আপত্তিকর স্লোগান দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান মামুন বলেন, ‘আমার সমর্থকেরা ৫০টা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। ধুবইলে পৌঁছালে সামনে থেকে ৪০টি মোটরসাইকেল এগিয়ে গেলে পেছনের ১০টি মোটরসাইকেলে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান মাহাবুলের সমর্থকেরা অতর্কিতে হামলা চালান। এতে আমার সমর্থকদের চারজন আহত হয় ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত ব্যক্তিরা হলেন ইয়ারুল (৪৫), বাবু (৪৫), রহিম ও (২৬) আসাদুল (৪০)। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।’
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুলের ভাই জুয়েল বলেন, ‘আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম। আমাদের ওপর নৌকার সমর্থক হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে। এ ঘটনায় আমাদের দুজন আহত হন।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মো. কবির উদ্দিন বলেন, ‘ধুবইল ইউনিয়নের সহিংসতার ঘটনার কোনো লিখিত অভিযোগ এখনো কেউ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম টগর বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিই এবং দুপক্ষকেই ছত্রভঙ্গ করে দিই। নির্বাচনী এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল অব্যাহত রয়েছে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে