আটপাড়ায় দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০৮: ০১

নেত্রকোনার আটপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে পিয়াস নামে (১৯) এক যুবককে তার ভগ্নিপতি খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপাশা এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত পিয়াস উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। এ ঘটনায় তার ভগ্নিপতিকে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, উপজেলার শ্রীরামপাশা এলাকার জনৈক রাসেল মিয়ার পতিত জমিতে গত সোমবার সন্ধ্যার দিকে মেয়ে হেনা আক্তারের সঙ্গে মা রুমেলা আক্তারের জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথা-কাটাকাটি হয়। রুমেলা আক্তারের ছেলে পিয়াস মাকে ফিরিয়ে আনতে যায়।

এ সময় তার আপন বোন জামাই সুনু ফকিরের সঙ্গে পিয়াসের হাতাহাতি হয়। একপর্যায়ে বোনজামাই গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে মারাত্মকভাবে আহত হন শ্যালক পিয়াস। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনু ফকির ও হেনা আক্তারকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত