অনিল মো. মোমিন, কুষ্টিয়া
কুষ্টিয়ার কোর্টপাড়া রেলস্টেশনে ঢুকলে কানে ভেসে আসবে একটি রেকর্ড করা ঘোষণা। না, সেটি ট্রেন আসার কোনো ঘোষণা নয়। হ্যান্ড মাইক থেকে ভেসে আসা সে রেকর্ড করা কথায় আপনার উদ্দেশে অনুরোধ করা হবে, একটি পত্রিকা কিংবা একটি মাস্ক কেনার জন্য। খেয়াল করলে দেখবেন, এক বাক্ ও শারীরিক প্রতিবন্ধী মানুষ হাতে কিছু পত্রিকা আর মাস্ক ধরে দাঁড়িয়ে আছেন। তাঁর নাম সালাম শেখ। তিনি গত দুই বছরের বেশি সময় ধরে এ রেলস্টেশনে পত্রিকা ও মাস্ক বিক্রি করছেন।
খোঁজ নিয়ে জানা গেল, মা-বাবা আর প্রয়াত বড় ভাইয়ের সন্তানসহ সালামদের পরিবার বেশ বড়। তাঁর ছোট ভাই আকাশ এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা আয়নাল শেখ চা, পান, বিস্কুটের দোকান করে জীবিকা নির্বাহ করেন। সেই সঙ্গে তিনি রাতে একটি প্রতিষ্ঠানে প্রহরী হিসেবেও কাজ করেন। সালামের মা জরিনা খাতুন আগে মানুষের বাসায় ঝিয়ের কাজ করলেও এখন নানা অসুস্থতায় জর্জরিত বলে কাজ করতে পারেন না। এ পরিস্থিতিতে প্রতিবন্ধী সালাম শেখকেও পরিবারের পাশে দাঁড়াতে হয়েছে।
সালাম আগে প্রতিবন্ধী স্কুলে পড়তেন। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এখন তিনি স্কুলে অনিয়মিত। করোনাকালে সালাম শেখ মাছ বিক্রি করতেন। পরে পত্রিকা আর মাস্ক বিক্রি শুরু করেন। ছোট ভাই আকাশও পড়াশোনার পাশাপাশি পরিবারে সহায়তার জন্য রঙের কাজ করতেন।
মোবাইল ফোনে কথা হয় সালামের বাবার সঙ্গে। তাঁর কণ্ঠে বার্ধক্যের ছাপ। বয়স আনুমানিক ৬২ বছর। বেশ কষ্ট করে ছেলেসহ তিনি সংসারে ঘানি টানছেন।শহরের মোল্লা তেঘরিয়ার কাছে তাঁর দোকান। ছেলে প্রতিবন্ধী। বাসায় অসুস্থ স্ত্রী। আরেক ছেলের পড়াশোনা। উপরন্তু নাতি এবার অ্যাডহক কলেজে ভর্তি হয়েছে।তার পড়াশোনার খরচ নিয়েও চিন্তা বাড়ছে। এসব কথা বুঝতে পারেন সালাম। মায়ের অসুস্থতার প্রসঙ্গে তাঁর কণ্ঠ ভারী হয়ে আসে।
এতক্ষণে সালামের কথাবার্তা কিছুটা বুঝতে পারা যাচ্ছে। তিনি অনেক কথা বলতে চান, বলে চলেনও। তার কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। সালাম জানান, মাথাগোঁজার একটুকরো জায়গা করতে চান পরিবারের জন্য। যেখানে মাকে শান্তিতে রাখা যাবেন। বর্তমানে কুষ্টিয়ার হাউজিং সি-ব্লকে সরকারি জায়গায় ঘর তুলে কোনোরকম সবাই মিলে থাকেন। কত দিন সেখানে থাকা যাবে, তা তিনি জানেন না।
কুষ্টিয়ার কোর্টপাড়া রেলস্টেশনে ঢুকলে কানে ভেসে আসবে একটি রেকর্ড করা ঘোষণা। না, সেটি ট্রেন আসার কোনো ঘোষণা নয়। হ্যান্ড মাইক থেকে ভেসে আসা সে রেকর্ড করা কথায় আপনার উদ্দেশে অনুরোধ করা হবে, একটি পত্রিকা কিংবা একটি মাস্ক কেনার জন্য। খেয়াল করলে দেখবেন, এক বাক্ ও শারীরিক প্রতিবন্ধী মানুষ হাতে কিছু পত্রিকা আর মাস্ক ধরে দাঁড়িয়ে আছেন। তাঁর নাম সালাম শেখ। তিনি গত দুই বছরের বেশি সময় ধরে এ রেলস্টেশনে পত্রিকা ও মাস্ক বিক্রি করছেন।
খোঁজ নিয়ে জানা গেল, মা-বাবা আর প্রয়াত বড় ভাইয়ের সন্তানসহ সালামদের পরিবার বেশ বড়। তাঁর ছোট ভাই আকাশ এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। বাবা আয়নাল শেখ চা, পান, বিস্কুটের দোকান করে জীবিকা নির্বাহ করেন। সেই সঙ্গে তিনি রাতে একটি প্রতিষ্ঠানে প্রহরী হিসেবেও কাজ করেন। সালামের মা জরিনা খাতুন আগে মানুষের বাসায় ঝিয়ের কাজ করলেও এখন নানা অসুস্থতায় জর্জরিত বলে কাজ করতে পারেন না। এ পরিস্থিতিতে প্রতিবন্ধী সালাম শেখকেও পরিবারের পাশে দাঁড়াতে হয়েছে।
সালাম আগে প্রতিবন্ধী স্কুলে পড়তেন। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এখন তিনি স্কুলে অনিয়মিত। করোনাকালে সালাম শেখ মাছ বিক্রি করতেন। পরে পত্রিকা আর মাস্ক বিক্রি শুরু করেন। ছোট ভাই আকাশও পড়াশোনার পাশাপাশি পরিবারে সহায়তার জন্য রঙের কাজ করতেন।
মোবাইল ফোনে কথা হয় সালামের বাবার সঙ্গে। তাঁর কণ্ঠে বার্ধক্যের ছাপ। বয়স আনুমানিক ৬২ বছর। বেশ কষ্ট করে ছেলেসহ তিনি সংসারে ঘানি টানছেন।শহরের মোল্লা তেঘরিয়ার কাছে তাঁর দোকান। ছেলে প্রতিবন্ধী। বাসায় অসুস্থ স্ত্রী। আরেক ছেলের পড়াশোনা। উপরন্তু নাতি এবার অ্যাডহক কলেজে ভর্তি হয়েছে।তার পড়াশোনার খরচ নিয়েও চিন্তা বাড়ছে। এসব কথা বুঝতে পারেন সালাম। মায়ের অসুস্থতার প্রসঙ্গে তাঁর কণ্ঠ ভারী হয়ে আসে।
এতক্ষণে সালামের কথাবার্তা কিছুটা বুঝতে পারা যাচ্ছে। তিনি অনেক কথা বলতে চান, বলে চলেনও। তার কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। সালাম জানান, মাথাগোঁজার একটুকরো জায়গা করতে চান পরিবারের জন্য। যেখানে মাকে শান্তিতে রাখা যাবেন। বর্তমানে কুষ্টিয়ার হাউজিং সি-ব্লকে সরকারি জায়গায় ঘর তুলে কোনোরকম সবাই মিলে থাকেন। কত দিন সেখানে থাকা যাবে, তা তিনি জানেন না।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে