বিনোদন ডেস্ক
জি বাংলায় একই দিনে শুরু হচ্ছে নতুন দুই সিরিয়াল। ‘আলোর কোলে’ ও ‘মিঠিঝোরা’ নামের এ দুই সিরিয়াল দেখা যাবে আজ থেকে। আলোর কোলে দিয়ে প্রায় এক যুগ পর প্রযোজনায় ফিরেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মাতৃত্বের গল্প দেখা যাবে এতে। অন্যদিকে ‘মিঠিঝোরা’ সিরিয়ালে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের তিন বোনের গল্প।
আলোর কোলে
‘কনকাঞ্জলি’, ‘গানের ওপারে’ ও ‘অলৌকিক না লৌকিক’-এর পর আবার টেলিভিশনে ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এনআইডিয়াস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশনস থেকে প্রায় এক যুগ পর তৈরি হচ্ছে নতুন সিরিয়াল। নাম ‘আলোর কোলে’। প্রসেনজিৎ প্রযোজিত এ সিরিয়ালে দেখা যাবে পুপুল নামের মা-হারা এক ছোট মেয়ের গল্প।
আলোর কোলের প্রোমোতে দেখা গেছে, পুপুলের মা মারা গেলেও মাকে সব সময় দেখতে পায় সে। মেয়ের স্কুলড্রেস থেকে শুরু করে তার টিফিন—দরকারি সবকিছু রেডি করে রাখে পুপুলের প্রয়াত মা। পুপুল তার মাকে যতটা পছন্দ করে, ততটাই অপছন্দ করে বাবাকে। এ গল্পে দুই নায়িকা। আলোর ভূমিকায় স্বীকৃতি মজুমদার, আর রাধার চরিত্রে সোমু সরকার। পুপুলের বাবা আদিত্য চরিত্রে আছেন কৌশিক রায়। আর ছোট পুপুলের চরিত্রে ঋষিতা নন্দী।
মিঠিঝোরা
মধ্যবিত্ত পরিবারের তিন বোনের গল্প। সংসারের সুখের জন্য বড় বোনের আত্মত্যাগের কাহিনি ও নারীর ক্ষমতাকে তুলে ধরবে ‘মিঠিঝোরা’ সিরিয়াল। তিন বোনের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি, দেবাদ্রিতা বসু ও স্বপ্নীলা চক্রবর্তী। বড় বোন রাইপূর্ণা (আরাত্রিকা) এ ধারাবাহিকের প্রধান চরিত্র। তার বিয়ের তারিখ পাকা করে আসে বাবা। এমন আনন্দের মাঝে হঠাৎ বিষাদের ছায়া। অসুস্থ হয়ে পড়ে বাবা। ডাক্তার জানায়, তার হাতে বেশি সময় নেই। ভেঙে যায় রাইয়ের বিয়ের স্বপ্ন। এমন কঠিন সময়ে পরিবারের হাল ধরতে নিজের বিয়ে নিজেই ভেঙে দেয় সে।
অভিনেত্রী আরাত্রিকা মাইতি বলেন, ‘রাইপূর্ণার চরিত্রটি প্রত্যেক বাঙালি নারীর জীবনের সঙ্গে সম্পর্কিত। প্রতিটি মেয়ে রাইয়ের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারবে। সেই সঙ্গে বোনদের মধ্যে মধুর সম্পর্কের চিত্র ফুটে উঠবে। নারীদের আত্মত্যাগ কীভাবে একটি পরিবারের মানুষগুলোকে কাছাকাছি রাখে, বাঁচিয়ে রাখে সম্পর্কগুলো, সেই গল্প বলবে এই ধারাবাহিক।’
জি বাংলায় একই দিনে শুরু হচ্ছে নতুন দুই সিরিয়াল। ‘আলোর কোলে’ ও ‘মিঠিঝোরা’ নামের এ দুই সিরিয়াল দেখা যাবে আজ থেকে। আলোর কোলে দিয়ে প্রায় এক যুগ পর প্রযোজনায় ফিরেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মাতৃত্বের গল্প দেখা যাবে এতে। অন্যদিকে ‘মিঠিঝোরা’ সিরিয়ালে দেখা যাবে মধ্যবিত্ত পরিবারের তিন বোনের গল্প।
আলোর কোলে
‘কনকাঞ্জলি’, ‘গানের ওপারে’ ও ‘অলৌকিক না লৌকিক’-এর পর আবার টেলিভিশনে ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এনআইডিয়াস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশনস থেকে প্রায় এক যুগ পর তৈরি হচ্ছে নতুন সিরিয়াল। নাম ‘আলোর কোলে’। প্রসেনজিৎ প্রযোজিত এ সিরিয়ালে দেখা যাবে পুপুল নামের মা-হারা এক ছোট মেয়ের গল্প।
আলোর কোলের প্রোমোতে দেখা গেছে, পুপুলের মা মারা গেলেও মাকে সব সময় দেখতে পায় সে। মেয়ের স্কুলড্রেস থেকে শুরু করে তার টিফিন—দরকারি সবকিছু রেডি করে রাখে পুপুলের প্রয়াত মা। পুপুল তার মাকে যতটা পছন্দ করে, ততটাই অপছন্দ করে বাবাকে। এ গল্পে দুই নায়িকা। আলোর ভূমিকায় স্বীকৃতি মজুমদার, আর রাধার চরিত্রে সোমু সরকার। পুপুলের বাবা আদিত্য চরিত্রে আছেন কৌশিক রায়। আর ছোট পুপুলের চরিত্রে ঋষিতা নন্দী।
মিঠিঝোরা
মধ্যবিত্ত পরিবারের তিন বোনের গল্প। সংসারের সুখের জন্য বড় বোনের আত্মত্যাগের কাহিনি ও নারীর ক্ষমতাকে তুলে ধরবে ‘মিঠিঝোরা’ সিরিয়াল। তিন বোনের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি, দেবাদ্রিতা বসু ও স্বপ্নীলা চক্রবর্তী। বড় বোন রাইপূর্ণা (আরাত্রিকা) এ ধারাবাহিকের প্রধান চরিত্র। তার বিয়ের তারিখ পাকা করে আসে বাবা। এমন আনন্দের মাঝে হঠাৎ বিষাদের ছায়া। অসুস্থ হয়ে পড়ে বাবা। ডাক্তার জানায়, তার হাতে বেশি সময় নেই। ভেঙে যায় রাইয়ের বিয়ের স্বপ্ন। এমন কঠিন সময়ে পরিবারের হাল ধরতে নিজের বিয়ে নিজেই ভেঙে দেয় সে।
অভিনেত্রী আরাত্রিকা মাইতি বলেন, ‘রাইপূর্ণার চরিত্রটি প্রত্যেক বাঙালি নারীর জীবনের সঙ্গে সম্পর্কিত। প্রতিটি মেয়ে রাইয়ের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারবে। সেই সঙ্গে বোনদের মধ্যে মধুর সম্পর্কের চিত্র ফুটে উঠবে। নারীদের আত্মত্যাগ কীভাবে একটি পরিবারের মানুষগুলোকে কাছাকাছি রাখে, বাঁচিয়ে রাখে সম্পর্কগুলো, সেই গল্প বলবে এই ধারাবাহিক।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে