ফারিয়া এজাজ
হেমন্তের মিষ্টি হাওয়া বইতে শুরু করেছে। বছরের এই শেষভাগেই থাকে নানা উপলক্ষ—পানচিনি, বিয়ে, বউভাত, এটা-সেটা আরও কত-কী! দাওয়াত, বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো উৎসবের আয়োজনে বাঙালি নারীদের আজ পর্যন্ত প্রথম পছন্দ শাড়ি। সাজের পূর্ণতার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে টিপটপ পরিপাটি হওয়া চাই। এর মধ্যে চুলের সাজটা খুবই গুরুত্বপূর্ণ। আগে শুধু খোলা চুল, খোঁপা, বেণি, আধো খোলা, আধো বাঁধা চুলের স্টাইলই শাড়ির সঙ্গে বেশি প্রচলিত ছিল। সময় বদলেছে। এখন যতই দিন যাচ্ছে, চুলের সাজে আসছে নিত্যনতুন স্টাইল। নানান রংঢঙের এসব চুলের সাজ কোন শাড়ির সঙ্গে, কোন অনুষ্ঠানে কীভাবে করলে মানানসই হবে, তা-ও জেনে রাখা চাই। নইলে সাজটা ঠিক মনের মতো হবে না।
বেনারসি, কাতান, কাঞ্চিপুরম, গাদোয়াল শাড়ির সঙ্গে
বেনারসি শাড়ি এমনিতেই অনেক অভিজাত। তাই এর সঙ্গে চুলের সাজটা হওয়া চাই টিপটপ ও সুরুচিপূর্ণ। মাঝে সিঁথি করে চাপিয়ে চুল বেঁধে একটু নিচু করে খোঁপাতে গজরা, বেলি ফুল লাগাতে পারেন। এখন আবার খোঁপায় পরার মতো কৃত্রিম ফুল পাওয়া যায়। চাইলে সেগুলোও পরতে পারেন। এ ছাড়া চুল সামনে থেকে হালকা পাফ করে পেছনে টাইট খোঁপা বা এলোমেলো খোঁপাও দারুণ মানাবে বেনারসি শাড়ির সঙ্গে। কাতান বা গাদোয়ালের সঙ্গেও একই রকম চুলের সাজ মানিয়ে যায়। তবে কাঞ্চিপুরম শাড়ির সঙ্গে দক্ষিণ ভারতের হেয়ারস্টাইল, যেমন পুলা জাদা, লেয়ারড বান স্টাইল, ফিশটেইল ব্রেইড উইথ অ্যা টুইস্ট, ফুল এবং চুলের গয়না দিয়ে কনসেন্ট্রিক বান, স্পাইরাল বান উইথ ফ্লাওয়ারসও ভালো লাগবে।
সুতি, জামদানি, তাঁত, খাদি, কোটা শাড়ির সঙ্গে
এই শাড়িগুলোর সুতা প্রায় একই। তাই এগুলোর সঙ্গে চুলের সাজটাও কম-বেশি একই ধাঁচের হলে ভালো মানিয়ে যাবে। এলোমেলো খোঁপা, সামনের চুল কিছুটা পাফ করে দুই পাশে চাপিয়ে চুল বেঁধে খোঁপা, সাইড খোঁপা, মাঝে সিঁথি করে সামনের কিছু চুল নিয়ে বেণি করে পেছনে নিচু করে বাঁধা খোঁপা। আর এই খোঁপাগুলোর সঙ্গে গজরা বা বেলি ফুল—সুতি, খাদি বা কোটা শাড়িতে স্নিগ্ধ সুন্দর একটা লুক আনতে আর কী চাই! এ ছাড়া এই শাড়িগুলোর সঙ্গে সাধারণ বেণি, ফ্রেঞ্চ বেণি এবং খোলা চুলও বেশ মানাবে।
নেট, জর্জেট, সিল্ক ও শিফন শাড়ির সঙ্গে
এই শাড়িগুলোর সঙ্গে চুলের লুজ কার্ল, ব্যারেল কার্ল, বিচ ওয়েভস, হাফ আপ কার্ল, ভিনটেজ কার্ল করলে খুব ভালো মানাবে। এই শাড়িগুলো সাধারণত গায়ের সঙ্গে একটু সেঁটে থাকে। তাই এই পাফড হেয়ারস্টাইলগুলো করলে সামগ্রিকভাবে একটা সুন্দর লুক আসে। এ ছাড়া যদি এই শাড়িগুলোর সঙ্গে স্মোকি আই মেকআপ করে রাতের অনুষ্ঠানের জন্য অভিজাত লুক আনতে চান, তাহলে চুলে জেল দিয়ে চাপিয়ে স্লিক লো পনিটেইল, স্ট্রেইট হাই পনিটেইল, পাফি পনিটেইলও করতে পারেন।
অরগাঞ্জা, মসলিন, তসর, চান্দেরি শাড়ির সঙ্গে
এই শাড়িগুলো এমনিতেই একটু ফুলে থাকে। তাই এগুলোর সঙ্গে হেয়ারস্টাইল এমন হওয়া চাই যেন সামগ্রিক লুকে একটা টিপটপ, পরিপাটি ব্যাপার থাকে। ব্রেইডেড লো বান, সাউথ ইন্ডিয়ান স্টাইল বান উইথ গাজরা, ফ্লোরাল রিংলেট বান, নটেড বান, রেট্রো বান কিংবা বুকে বান করে নিতে পারেন এই শাড়িগুলোর সঙ্গে। তবে এই হেয়ারস্টাইলের মধ্যে আজকাল বুকে বানটাই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। নানান রঙের বা এক রঙের গোলাপ দিয়ে পুরো খোঁপা সাজানো হয় এই হেয়ারস্টাইলে।
চুল সাজানোর আগে ও পরে
আমাদের দেশে দূষণের ফলে বাতাসে ধুলার পরিমাণ বেশি থাকে। তাই চুল সাজানোর আগে এর পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে।
হেমন্তের মিষ্টি হাওয়া বইতে শুরু করেছে। বছরের এই শেষভাগেই থাকে নানা উপলক্ষ—পানচিনি, বিয়ে, বউভাত, এটা-সেটা আরও কত-কী! দাওয়াত, বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো উৎসবের আয়োজনে বাঙালি নারীদের আজ পর্যন্ত প্রথম পছন্দ শাড়ি। সাজের পূর্ণতার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে টিপটপ পরিপাটি হওয়া চাই। এর মধ্যে চুলের সাজটা খুবই গুরুত্বপূর্ণ। আগে শুধু খোলা চুল, খোঁপা, বেণি, আধো খোলা, আধো বাঁধা চুলের স্টাইলই শাড়ির সঙ্গে বেশি প্রচলিত ছিল। সময় বদলেছে। এখন যতই দিন যাচ্ছে, চুলের সাজে আসছে নিত্যনতুন স্টাইল। নানান রংঢঙের এসব চুলের সাজ কোন শাড়ির সঙ্গে, কোন অনুষ্ঠানে কীভাবে করলে মানানসই হবে, তা-ও জেনে রাখা চাই। নইলে সাজটা ঠিক মনের মতো হবে না।
বেনারসি, কাতান, কাঞ্চিপুরম, গাদোয়াল শাড়ির সঙ্গে
বেনারসি শাড়ি এমনিতেই অনেক অভিজাত। তাই এর সঙ্গে চুলের সাজটা হওয়া চাই টিপটপ ও সুরুচিপূর্ণ। মাঝে সিঁথি করে চাপিয়ে চুল বেঁধে একটু নিচু করে খোঁপাতে গজরা, বেলি ফুল লাগাতে পারেন। এখন আবার খোঁপায় পরার মতো কৃত্রিম ফুল পাওয়া যায়। চাইলে সেগুলোও পরতে পারেন। এ ছাড়া চুল সামনে থেকে হালকা পাফ করে পেছনে টাইট খোঁপা বা এলোমেলো খোঁপাও দারুণ মানাবে বেনারসি শাড়ির সঙ্গে। কাতান বা গাদোয়ালের সঙ্গেও একই রকম চুলের সাজ মানিয়ে যায়। তবে কাঞ্চিপুরম শাড়ির সঙ্গে দক্ষিণ ভারতের হেয়ারস্টাইল, যেমন পুলা জাদা, লেয়ারড বান স্টাইল, ফিশটেইল ব্রেইড উইথ অ্যা টুইস্ট, ফুল এবং চুলের গয়না দিয়ে কনসেন্ট্রিক বান, স্পাইরাল বান উইথ ফ্লাওয়ারসও ভালো লাগবে।
সুতি, জামদানি, তাঁত, খাদি, কোটা শাড়ির সঙ্গে
এই শাড়িগুলোর সুতা প্রায় একই। তাই এগুলোর সঙ্গে চুলের সাজটাও কম-বেশি একই ধাঁচের হলে ভালো মানিয়ে যাবে। এলোমেলো খোঁপা, সামনের চুল কিছুটা পাফ করে দুই পাশে চাপিয়ে চুল বেঁধে খোঁপা, সাইড খোঁপা, মাঝে সিঁথি করে সামনের কিছু চুল নিয়ে বেণি করে পেছনে নিচু করে বাঁধা খোঁপা। আর এই খোঁপাগুলোর সঙ্গে গজরা বা বেলি ফুল—সুতি, খাদি বা কোটা শাড়িতে স্নিগ্ধ সুন্দর একটা লুক আনতে আর কী চাই! এ ছাড়া এই শাড়িগুলোর সঙ্গে সাধারণ বেণি, ফ্রেঞ্চ বেণি এবং খোলা চুলও বেশ মানাবে।
নেট, জর্জেট, সিল্ক ও শিফন শাড়ির সঙ্গে
এই শাড়িগুলোর সঙ্গে চুলের লুজ কার্ল, ব্যারেল কার্ল, বিচ ওয়েভস, হাফ আপ কার্ল, ভিনটেজ কার্ল করলে খুব ভালো মানাবে। এই শাড়িগুলো সাধারণত গায়ের সঙ্গে একটু সেঁটে থাকে। তাই এই পাফড হেয়ারস্টাইলগুলো করলে সামগ্রিকভাবে একটা সুন্দর লুক আসে। এ ছাড়া যদি এই শাড়িগুলোর সঙ্গে স্মোকি আই মেকআপ করে রাতের অনুষ্ঠানের জন্য অভিজাত লুক আনতে চান, তাহলে চুলে জেল দিয়ে চাপিয়ে স্লিক লো পনিটেইল, স্ট্রেইট হাই পনিটেইল, পাফি পনিটেইলও করতে পারেন।
অরগাঞ্জা, মসলিন, তসর, চান্দেরি শাড়ির সঙ্গে
এই শাড়িগুলো এমনিতেই একটু ফুলে থাকে। তাই এগুলোর সঙ্গে হেয়ারস্টাইল এমন হওয়া চাই যেন সামগ্রিক লুকে একটা টিপটপ, পরিপাটি ব্যাপার থাকে। ব্রেইডেড লো বান, সাউথ ইন্ডিয়ান স্টাইল বান উইথ গাজরা, ফ্লোরাল রিংলেট বান, নটেড বান, রেট্রো বান কিংবা বুকে বান করে নিতে পারেন এই শাড়িগুলোর সঙ্গে। তবে এই হেয়ারস্টাইলের মধ্যে আজকাল বুকে বানটাই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। নানান রঙের বা এক রঙের গোলাপ দিয়ে পুরো খোঁপা সাজানো হয় এই হেয়ারস্টাইলে।
চুল সাজানোর আগে ও পরে
আমাদের দেশে দূষণের ফলে বাতাসে ধুলার পরিমাণ বেশি থাকে। তাই চুল সাজানোর আগে এর পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে