নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল জেলায় সংসদীয় আসন মোট ছয়টি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয় বরিশাল-৫ (সদর) আসনকে। আসনটির বর্তমান সংসদ সদস্য (এমপি) পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে গতকাল সোমবার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তা ছাড়া হঠাৎ এই আসন থেকে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য, ঢাকা-১৩ আসনের সাবেক এমপি নানকের মনোনয়ন ফরম কেনায় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন
জাহিদ ফারুক।
আবার সদ্য বিদায়ী বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার জানান, বিভাগে গত তিন দিনে ২৪১ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে বরিশাল-৫ আসনের রয়েছেন ১০ জন। বরিশাল সদরে এমপি হতে নানক, জাহিদ ফারুক, সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম জাকির হোসেন, লঞ্চ ব্যবসায়ী সাইদুর রহমান রিন্টু প্রমুখ মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে।
এদিকে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বর্তমান এমপি শাহে আলমের বিপরীতে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা রুবিনা মীরাসহ বেশ কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বর্তমান এমপি পংকজ নাথের বিপরীতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক
সম্পাদক ড. শাম্মী আক্তার, আওয়ামী লীগ নেতা আফজালুল করিমও মনোনয়ন চেয়েছেন।
বরিশাল জেলায় সংসদীয় আসন মোট ছয়টি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয় বরিশাল-৫ (সদর) আসনকে। আসনটির বর্তমান সংসদ সদস্য (এমপি) পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে গতকাল সোমবার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তা ছাড়া হঠাৎ এই আসন থেকে মনোনয়ন ফরম কিনে আলোচনায় এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য, ঢাকা-১৩ আসনের সাবেক এমপি নানকের মনোনয়ন ফরম কেনায় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন
জাহিদ ফারুক।
আবার সদ্য বিদায়ী বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার জানান, বিভাগে গত তিন দিনে ২৪১ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে বরিশাল-৫ আসনের রয়েছেন ১০ জন। বরিশাল সদরে এমপি হতে নানক, জাহিদ ফারুক, সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম জাকির হোসেন, লঞ্চ ব্যবসায়ী সাইদুর রহমান রিন্টু প্রমুখ মনোনয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে।
এদিকে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বর্তমান এমপি শাহে আলমের বিপরীতে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা রুবিনা মীরাসহ বেশ কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বর্তমান এমপি পংকজ নাথের বিপরীতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক
সম্পাদক ড. শাম্মী আক্তার, আওয়ামী লীগ নেতা আফজালুল করিমও মনোনয়ন চেয়েছেন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে