সম্পাদকীয়
সুচিত্রা সেন অভিনয় ছেড়েছিলেন ১৯৭৮ সালে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘প্রণয় পাশা’ ছবিতে। এরপর স্বেচ্ছায় ছবিপাড়ার সঙ্গে আর সম্পর্ক রাখেননি। অনেক পরিচালক ছবির অফার নিয়ে তাঁর কাছে গেছেন, কিন্তু রমা দাশগুপ্ত তথা সুচিত্রা আর সে জগতে ফিরে যাননি।
এ সময় তিনি রামকৃষ্ণ মিশনের সেবায় যুক্ত হন। তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় ২০০৫ সালে। কিন্তু তত দিনে তিনি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। ভারতীয় রাষ্ট্রপতির কাছ থেকে সশরীরে এই খেতাব নেওয়াটাই রীতি। সুচিত্রা সেন পুরস্কার নেওয়ার জন্য দিল্লি যেতে আপত্তি জানান। তাই তাঁকে এই পুরস্কার দেওয়া হয়নি।
এর আগের একটি ঘটনার কথা বলি। এ কথা অনেকেই জানেন না, সুচিত্রা সেন পদ্মশ্রী খেতাব পেয়েছিলেন ১৯৭২ সালে। সম্মাননাটি তিনি গ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু সেটা নিয়ে তাঁর কোনো অহংকার ছিল না। তিনি নিজের নামের আগে কখনোই পদ্মশ্রী লেখেননি, লেটারহেডে পদ্মশ্রীকে জায়গা দেননি।
তিনি যে পদ্মশ্রী পেতে যাচ্ছেন, সে কথা রাজভবন থেকে তাঁকে জানানো হয়েছিল। পদ্মশ্রী পাওয়ার সংবাদে অনেক সাংবাদিক চেষ্টা করেছেন তাঁর সাক্ষাৎকার নিতে। কাউকেই তিনি সাক্ষাৎকার দেননি।
সে পদ্মশ্রী খেতাবটি দৃশ্যমান কোনো জায়গায় রাখেননি। বাঁধিয়েও রাখেননি। তাঁর বাড়ির দেয়ালে ছিল যামিনী রায়ের ছবি। কন্যা মুনমুনের আঁকা ছবিও ছিল। কিন্তু পদ্মশ্রীটা ছিল না। আরও একটা ব্যাপার। সুচিত্রা সেনের নিজের ছবিও ছিল না সে ঘরে।
এ ব্যাপারে সাংবাদিক ও সুচিত্রা সেনের ঘনিষ্ঠজন গোপালকৃষ্ণ রায় অনুযোগ করে বলেছিলেন, ‘তুমি সাক্ষাৎকার দাও না বলেই তোমাকে নিয়ে এত গুজব।’
এ কথা শুনে সুচিত্রা সেন বলেছিলেন. ‘ক্ষতি কী? আমি তো ন্যাশনাল প্রোপার্টি। মানে জাতীয় সম্পদ। যার যেমন খুশি আমাকে নিয়ে ভাবতে পারে—লিখতেও পারে।’
সূত্র: গোপালকৃষ্ণ রায়, সুচিত্রার কথা, পৃষ্ঠা ১১৯
সুচিত্রা সেন অভিনয় ছেড়েছিলেন ১৯৭৮ সালে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘প্রণয় পাশা’ ছবিতে। এরপর স্বেচ্ছায় ছবিপাড়ার সঙ্গে আর সম্পর্ক রাখেননি। অনেক পরিচালক ছবির অফার নিয়ে তাঁর কাছে গেছেন, কিন্তু রমা দাশগুপ্ত তথা সুচিত্রা আর সে জগতে ফিরে যাননি।
এ সময় তিনি রামকৃষ্ণ মিশনের সেবায় যুক্ত হন। তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয় ২০০৫ সালে। কিন্তু তত দিনে তিনি বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। ভারতীয় রাষ্ট্রপতির কাছ থেকে সশরীরে এই খেতাব নেওয়াটাই রীতি। সুচিত্রা সেন পুরস্কার নেওয়ার জন্য দিল্লি যেতে আপত্তি জানান। তাই তাঁকে এই পুরস্কার দেওয়া হয়নি।
এর আগের একটি ঘটনার কথা বলি। এ কথা অনেকেই জানেন না, সুচিত্রা সেন পদ্মশ্রী খেতাব পেয়েছিলেন ১৯৭২ সালে। সম্মাননাটি তিনি গ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু সেটা নিয়ে তাঁর কোনো অহংকার ছিল না। তিনি নিজের নামের আগে কখনোই পদ্মশ্রী লেখেননি, লেটারহেডে পদ্মশ্রীকে জায়গা দেননি।
তিনি যে পদ্মশ্রী পেতে যাচ্ছেন, সে কথা রাজভবন থেকে তাঁকে জানানো হয়েছিল। পদ্মশ্রী পাওয়ার সংবাদে অনেক সাংবাদিক চেষ্টা করেছেন তাঁর সাক্ষাৎকার নিতে। কাউকেই তিনি সাক্ষাৎকার দেননি।
সে পদ্মশ্রী খেতাবটি দৃশ্যমান কোনো জায়গায় রাখেননি। বাঁধিয়েও রাখেননি। তাঁর বাড়ির দেয়ালে ছিল যামিনী রায়ের ছবি। কন্যা মুনমুনের আঁকা ছবিও ছিল। কিন্তু পদ্মশ্রীটা ছিল না। আরও একটা ব্যাপার। সুচিত্রা সেনের নিজের ছবিও ছিল না সে ঘরে।
এ ব্যাপারে সাংবাদিক ও সুচিত্রা সেনের ঘনিষ্ঠজন গোপালকৃষ্ণ রায় অনুযোগ করে বলেছিলেন, ‘তুমি সাক্ষাৎকার দাও না বলেই তোমাকে নিয়ে এত গুজব।’
এ কথা শুনে সুচিত্রা সেন বলেছিলেন. ‘ক্ষতি কী? আমি তো ন্যাশনাল প্রোপার্টি। মানে জাতীয় সম্পদ। যার যেমন খুশি আমাকে নিয়ে ভাবতে পারে—লিখতেও পারে।’
সূত্র: গোপালকৃষ্ণ রায়, সুচিত্রার কথা, পৃষ্ঠা ১১৯
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে