অদ্রিকা অনু
কোনো নারীই সম্ভবত তাঁদের চুলের প্রতি অগাধ ভালোবাসার কথা অস্বীকার করতে পারবেন না। চুলের যত্ন নেওয়ার পাশাপাশি নানান বাহারি কেতায় চুল বাঁধতেও তাঁদের জুড়ি নেই। তবে ভ্রমণের সময় ধুলাবালি আর গরমের ভয়ে অনেকেই চুলের স্টাইলের কথাটা অতটা গুরুত্ব দেন না।
পার্টেড টুইস্ট: সহজ ও দ্রুততম সময়ে করে ফেলা যায় এমন চুলের স্টাইলগুলোর মধ্যে এটি অন্যতম। এই কায়দায় চুল বাঁধতে আক্ষরিকভাবেই আপনার এক মিনিট সময় লাগবে। প্রথমে সামনে থেকে আপনার চুলগুলো মাঝ বরাবর ভাগ করে নিতে হবে। তারপর একদিকের সামনের চুলগুলো নিন, তারপর এটিকে পেঁচিয়ে নিন এবং একটি ববি পিন দিয়ে পেছনে বেঁধে দিন। অন্য দিকের চুলগুলোও একইভাবে বাঁধুন। ব্যস, আপনি বেড়ানোর জন্য প্রস্তুত।
দুটি স্পেস বান: বেশ আধুনিক কেতার এই চুলের স্টাইল গরমে বেশ আরামদায়ক। আপনার চুল মাঝখান থেকে সমান অংশে ভাগ করুন এবং রাবার ব্যান্ডের সাহায্যে প্রতিটি পাশে একটি উঁচু করে খোঁপা বেঁধে নিন। এটি একবার করুন এবং দিনের বাকি সময় আপনার চুলের কথা ভুলে যান।
হাফ আপ টপ নট: খুব সহজে এবং দ্রুত করে ফেলার মতো বেশ স্টাইলিশ একটি হেয়ার স্টাইল হচ্ছে হাফ আপ টপ নট। এই চুলের স্টাইলটি আবার দুইভাবে করা যায়। প্রথমটির জন্য আপনার চুলের সামনের দিকের অর্ধেকটা নিন এবং এটিকে উঁচু করে মাথার ওপর দিকটায় একটা খোঁপা বেঁধে নিন। তাহলেই হয়ে গেল হাফ আপ টপ নটের একটি কায়দা। আবার একইভাবে সামনের চুলগুলো নিয়ে একটু ঢিলে করে মাথার মাঝ বরাবর একটা খোঁপা করে নিলে হাফ আপ টপ নটের আরেকটি ভিন্ন রকম স্টাইল হয়ে যাবে।
রিবন পনি টেইল: আপনি যদি লম্বা ও সুন্দর চুলের অধিকারী হয়ে থাকেন, তাহলে এই হেয়ারস্টাইল আপনার জন্য মানানসই হবে। এটি করার জন্য সব চুল নিয়ে উঁচু করে একটি ঝুঁটি বেঁধে সেটা এলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন। তারপর একটি ফিতা দিয়ে গোড়াটা মুড়ে দিতে পারেন। ঢেউখেলানো চুলের জন্য এটি সেরা। সহজ এই হেয়ারস্টাইল আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে।
পাকানো পাশ বিনুনি: আপনার সব চুল ডান অথবা বাঁ পাশে নিয়ে যান। এরপর চুলগুলো তিন ভাগে ভাগ করে পেঁচিয়ে বেণি করে নিন। বেণির আগাটা এলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন।য়মিত করার মতো সহজ, সাধারণ এবং সুন্দর একটি হেয়ার স্টাইল এটি।
সূত্র: ট্রাভেল আর্থ
কোনো নারীই সম্ভবত তাঁদের চুলের প্রতি অগাধ ভালোবাসার কথা অস্বীকার করতে পারবেন না। চুলের যত্ন নেওয়ার পাশাপাশি নানান বাহারি কেতায় চুল বাঁধতেও তাঁদের জুড়ি নেই। তবে ভ্রমণের সময় ধুলাবালি আর গরমের ভয়ে অনেকেই চুলের স্টাইলের কথাটা অতটা গুরুত্ব দেন না।
পার্টেড টুইস্ট: সহজ ও দ্রুততম সময়ে করে ফেলা যায় এমন চুলের স্টাইলগুলোর মধ্যে এটি অন্যতম। এই কায়দায় চুল বাঁধতে আক্ষরিকভাবেই আপনার এক মিনিট সময় লাগবে। প্রথমে সামনে থেকে আপনার চুলগুলো মাঝ বরাবর ভাগ করে নিতে হবে। তারপর একদিকের সামনের চুলগুলো নিন, তারপর এটিকে পেঁচিয়ে নিন এবং একটি ববি পিন দিয়ে পেছনে বেঁধে দিন। অন্য দিকের চুলগুলোও একইভাবে বাঁধুন। ব্যস, আপনি বেড়ানোর জন্য প্রস্তুত।
দুটি স্পেস বান: বেশ আধুনিক কেতার এই চুলের স্টাইল গরমে বেশ আরামদায়ক। আপনার চুল মাঝখান থেকে সমান অংশে ভাগ করুন এবং রাবার ব্যান্ডের সাহায্যে প্রতিটি পাশে একটি উঁচু করে খোঁপা বেঁধে নিন। এটি একবার করুন এবং দিনের বাকি সময় আপনার চুলের কথা ভুলে যান।
হাফ আপ টপ নট: খুব সহজে এবং দ্রুত করে ফেলার মতো বেশ স্টাইলিশ একটি হেয়ার স্টাইল হচ্ছে হাফ আপ টপ নট। এই চুলের স্টাইলটি আবার দুইভাবে করা যায়। প্রথমটির জন্য আপনার চুলের সামনের দিকের অর্ধেকটা নিন এবং এটিকে উঁচু করে মাথার ওপর দিকটায় একটা খোঁপা বেঁধে নিন। তাহলেই হয়ে গেল হাফ আপ টপ নটের একটি কায়দা। আবার একইভাবে সামনের চুলগুলো নিয়ে একটু ঢিলে করে মাথার মাঝ বরাবর একটা খোঁপা করে নিলে হাফ আপ টপ নটের আরেকটি ভিন্ন রকম স্টাইল হয়ে যাবে।
রিবন পনি টেইল: আপনি যদি লম্বা ও সুন্দর চুলের অধিকারী হয়ে থাকেন, তাহলে এই হেয়ারস্টাইল আপনার জন্য মানানসই হবে। এটি করার জন্য সব চুল নিয়ে উঁচু করে একটি ঝুঁটি বেঁধে সেটা এলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন। তারপর একটি ফিতা দিয়ে গোড়াটা মুড়ে দিতে পারেন। ঢেউখেলানো চুলের জন্য এটি সেরা। সহজ এই হেয়ারস্টাইল আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে।
পাকানো পাশ বিনুনি: আপনার সব চুল ডান অথবা বাঁ পাশে নিয়ে যান। এরপর চুলগুলো তিন ভাগে ভাগ করে পেঁচিয়ে বেণি করে নিন। বেণির আগাটা এলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন।য়মিত করার মতো সহজ, সাধারণ এবং সুন্দর একটি হেয়ার স্টাইল এটি।
সূত্র: ট্রাভেল আর্থ
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে