বিনোদন প্রতিবেদক, ঢাকা
আমাদের লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা। কালের বিবর্তনে ক্রমেই বিলুপ্তির পথে এই খেলা। হারিয়ে যাচ্ছে লাঠিয়ালদের গল্প। এবার লাঠিখেলা নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘পুলসিরাত’ নামের সিনেমাটি বানাবেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা।
পুলসিরাতের গল্পে উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।পুলসিরাত সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। অভিনয় করবেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। আছেন শবনম বুবলী, জিয়াউল রোশান, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। পুলসিরাত প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।
নতুন সিনেমায় যুক্ত হয়ে বুবলী বলেন, ‘কয়েক দিন আগে পুলসিরাতে চুক্তিবদ্ধ হয়েছি। ভালো গল্পের একটি সিনেমা। এই সিনেমার পরিচালকসহ পুরো টিম থিয়েটার ব্যাকগ্রাউন্ডের। বিষয়টি খুব দারুণ লেগেছে আমার কাছে। কারণ থিয়েটারের মানুষেরা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সবকিছুর পরিকল্পনা অন্য রকম হয়। এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। এখানে অনেক শক্তিমান অভিনয়শিল্পী অভিনয় করবেন। শিগগির এই সিনেমার প্রস্তুতি শুরু করব।’
বুবলী এখন ব্যস্ত আছেন জসীম উদ্দিন জাকিরের ‘মায়া’ সিনেমার শুটিংয়ে। গত মঙ্গলবার নেত্রকোনার সুসং দুর্গাপুরে সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। মায়ায় বুবলীর সঙ্গে আছেন জিয়াউল রোশান। শাকিব খানের পর রোশানের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন বুবলী। পুলসিরাত এ জুটির সপ্তম সিনেমা।
কাজের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনার কেন্দ্রে বুবলী। তবে আলোচনা-সমালোচনাকে প্রাধান্য না দিয়ে কাজে মনোযোগী তিনি। অভিনয় দিয়েই দিতে চান সব সমালোচনার জবাব।
এ বিষয়ে বুবলী বলেন, ‘বরাবরই আমি প্রফেশনাল কাজে মনোযোগী থেকেছি। কাজের প্রতি এবং নিজের প্রতি সৎ থেকেছি। তাই কিছু মানুষের মিথ্যা, ভিত্তিহীন ও অশ্রাব্য বানোয়াট কথার জবাব না দিয়ে চুপচাপ থেকে ডেডিকেশন দিয়ে কাজ করে যাচ্ছি। কিছু ভালো সিনেমা আমার প্রিয় দর্শকদের উপহার দিয়েছি এবং সামনেও দিতে চাই। কারণ সময় ও সততা সবকিছুর জবাব দিয়ে দেয়।’
আমাদের লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা। কালের বিবর্তনে ক্রমেই বিলুপ্তির পথে এই খেলা। হারিয়ে যাচ্ছে লাঠিয়ালদের গল্প। এবার লাঠিখেলা নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘পুলসিরাত’ নামের সিনেমাটি বানাবেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা।
পুলসিরাতের গল্পে উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।পুলসিরাত সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। অভিনয় করবেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। আছেন শবনম বুবলী, জিয়াউল রোশান, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। পুলসিরাত প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।
নতুন সিনেমায় যুক্ত হয়ে বুবলী বলেন, ‘কয়েক দিন আগে পুলসিরাতে চুক্তিবদ্ধ হয়েছি। ভালো গল্পের একটি সিনেমা। এই সিনেমার পরিচালকসহ পুরো টিম থিয়েটার ব্যাকগ্রাউন্ডের। বিষয়টি খুব দারুণ লেগেছে আমার কাছে। কারণ থিয়েটারের মানুষেরা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সবকিছুর পরিকল্পনা অন্য রকম হয়। এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। এখানে অনেক শক্তিমান অভিনয়শিল্পী অভিনয় করবেন। শিগগির এই সিনেমার প্রস্তুতি শুরু করব।’
বুবলী এখন ব্যস্ত আছেন জসীম উদ্দিন জাকিরের ‘মায়া’ সিনেমার শুটিংয়ে। গত মঙ্গলবার নেত্রকোনার সুসং দুর্গাপুরে সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। মায়ায় বুবলীর সঙ্গে আছেন জিয়াউল রোশান। শাকিব খানের পর রোশানের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন বুবলী। পুলসিরাত এ জুটির সপ্তম সিনেমা।
কাজের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনার কেন্দ্রে বুবলী। তবে আলোচনা-সমালোচনাকে প্রাধান্য না দিয়ে কাজে মনোযোগী তিনি। অভিনয় দিয়েই দিতে চান সব সমালোচনার জবাব।
এ বিষয়ে বুবলী বলেন, ‘বরাবরই আমি প্রফেশনাল কাজে মনোযোগী থেকেছি। কাজের প্রতি এবং নিজের প্রতি সৎ থেকেছি। তাই কিছু মানুষের মিথ্যা, ভিত্তিহীন ও অশ্রাব্য বানোয়াট কথার জবাব না দিয়ে চুপচাপ থেকে ডেডিকেশন দিয়ে কাজ করে যাচ্ছি। কিছু ভালো সিনেমা আমার প্রিয় দর্শকদের উপহার দিয়েছি এবং সামনেও দিতে চাই। কারণ সময় ও সততা সবকিছুর জবাব দিয়ে দেয়।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে