মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের খনন প্রকল্প থেকে খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের ৩০০ একরের তিন ফসলি কৃষিজমি রক্ষার দাবি জানিয়েছেন হাজারো কৃষক। এ দাবিতে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পোস্ট কার্ডের মাধ্যমে খোলা চিঠি দিয়েছেন।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে বাণীশান্তা-ভোজনখালী সংযোগ সড়কে কৃষকেরা চিঠি হাতে মিছিল বের করেন। চিঠিতে কৃষকেরা মোংলা বন্দর কর্তৃপক্ষের পশুর নদ খননের বালু কৃষিজমিতে ফেলার সিদ্ধান্ত স্থগিত করে বিকল্প জায়গায় বালু ফেলার দাবি জানান।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য কিষানি পাপিয়া মিস্ত্রি। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বাণীশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল
কান্তি রপ্তান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাপার কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা ভেবেছিলাম মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পশুর নদী ড্রেজিংয়ের বালু ফেলার ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করে কৃষকদের বিকল্প প্রস্তাব বিবেচনায় নেবেন। কিন্তু তিনি তা না করে বিভিন্ন মহলকে উসকানি ও অপকৌশলের মাধ্যমে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছেন। এমতাবস্থায় বাণীশান্তার ৩০০ একর তিন ফসলি উর্বর কৃষিজমি রক্ষায় ১ হাজার ২০০ কৃষক পরিবারের ৫ হাজার মানুষের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’
বক্তারা আরও বলেন, ‘উন্নয়ন করতে গিয়ে কৃষিজমি নষ্ট করা যাবে না। এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবে না।’ প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে আমরা জীবন দেব তবুও বাণীশান্তার তিন ফসলি কৃষিজমিতে বালি ফেলতে দেব না।’
সভাপতির বক্তব্যে ইউপি সদস্য কিষানি পাপিয়া মিস্ত্রি বলেন, ‘মোংলা বন্দর কর্তৃক বাণীশান্তার কৃষিজমিতে বালি ফেলার বিরুদ্ধে দাকোপের সব পর্যায়ের জনপ্রতিনিধি এবং জনগণ ঐক্যবদ্ধ। আমাদের দাবি কৃষক দরদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে মোংলা বন্দর কর্তৃপক্ষ অপকৌশল পরিহার করে বিকল্প জায়গায় বালি ফেলে বাণীশান্তার উর্বর কৃষিজমি রক্ষায় উদ্যোগী হবে।’
আরও বক্তব্য দেন আ.লীগ নেতা সঞ্জীব মণ্ডল, সিপিবি নেতা বিশ্বজিত মণ্ডল, কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন, হিরণ্ময় রায়, ইউপি সদস্য জয় কুমার মানিক প্রমুখ।
মোংলা বন্দরের খনন প্রকল্প থেকে খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা ইউনিয়নের ৩০০ একরের তিন ফসলি কৃষিজমি রক্ষার দাবি জানিয়েছেন হাজারো কৃষক। এ দাবিতে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পোস্ট কার্ডের মাধ্যমে খোলা চিঠি দিয়েছেন।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে বাণীশান্তা-ভোজনখালী সংযোগ সড়কে কৃষকেরা চিঠি হাতে মিছিল বের করেন। চিঠিতে কৃষকেরা মোংলা বন্দর কর্তৃপক্ষের পশুর নদ খননের বালু কৃষিজমিতে ফেলার সিদ্ধান্ত স্থগিত করে বিকল্প জায়গায় বালু ফেলার দাবি জানান।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য কিষানি পাপিয়া মিস্ত্রি। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বাণীশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল
কান্তি রপ্তান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাপার কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা ভেবেছিলাম মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পশুর নদী ড্রেজিংয়ের বালু ফেলার ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করে কৃষকদের বিকল্প প্রস্তাব বিবেচনায় নেবেন। কিন্তু তিনি তা না করে বিভিন্ন মহলকে উসকানি ও অপকৌশলের মাধ্যমে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছেন। এমতাবস্থায় বাণীশান্তার ৩০০ একর তিন ফসলি উর্বর কৃষিজমি রক্ষায় ১ হাজার ২০০ কৃষক পরিবারের ৫ হাজার মানুষের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।’
বক্তারা আরও বলেন, ‘উন্নয়ন করতে গিয়ে কৃষিজমি নষ্ট করা যাবে না। এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবে না।’ প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে আমরা জীবন দেব তবুও বাণীশান্তার তিন ফসলি কৃষিজমিতে বালি ফেলতে দেব না।’
সভাপতির বক্তব্যে ইউপি সদস্য কিষানি পাপিয়া মিস্ত্রি বলেন, ‘মোংলা বন্দর কর্তৃক বাণীশান্তার কৃষিজমিতে বালি ফেলার বিরুদ্ধে দাকোপের সব পর্যায়ের জনপ্রতিনিধি এবং জনগণ ঐক্যবদ্ধ। আমাদের দাবি কৃষক দরদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে মোংলা বন্দর কর্তৃপক্ষ অপকৌশল পরিহার করে বিকল্প জায়গায় বালি ফেলে বাণীশান্তার উর্বর কৃষিজমি রক্ষায় উদ্যোগী হবে।’
আরও বক্তব্য দেন আ.লীগ নেতা সঞ্জীব মণ্ডল, সিপিবি নেতা বিশ্বজিত মণ্ডল, কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন, হিরণ্ময় রায়, ইউপি সদস্য জয় কুমার মানিক প্রমুখ।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে