সেই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মামলা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২২, ০৭: ১৩

অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার হাতে বিদ্যুৎকর্মী অবরুদ্ধ হওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ ফরিদগঞ্জ সমিতি মামলা করেছে। যদিও তারা ওই দিন সংবাদমাধ্যমকে বলেছিল, ঘটনার সমাধান হয়ে গেছে। গত মঙ্গলবার ফরিদগঞ্জ থানা-পুলিশ পল্লী বিদ্যুতের এজিএমের (কম) করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে।

জানা গেছে, দিনের পর দিন লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ ছিল এলাকাবাসী। উপজেলা মাসিক সমন্বয় সভায় বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লোডশেডিংয়ের বিষয়টি তুলে ধরেন।

কয়েক দিন আগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ বিভাগীয় শাখার লোকজন রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে বকেয়া বিদ্যুৎ বিল বিষয়ে মাইকিং করতে গিয়ে জনরোষের শিকার হয়। পরে রূপসা জমিদারদের সদস্য ও মোতাওয়াল্লি সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর বাসায় উভয় পক্ষের মীমাংসা হয়। তখন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সেখানে উপস্থিত সংবাদকর্মীদের কাছে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানায়। কিন্তু পরবর্তী সময়ে তিনি ভোল পাল্টে ফেলেন। ঘটনার মীমাংসাকারীদের বিরুদ্ধেই উল্টো মামলা করেন তিনি।

থানায় করা মামলা অনুসারে রূপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরীকে প্রধান আসামি এবং রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক খানসহ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আটজনের বিরুদ্ধে মামলা করে।

এ ব্যাপারে রূপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘ঘটনার দিন পল্লী বিদ্যুতের কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনা শুনে তাদের আমার বাড়িতে আশ্রয় দিই। পরে আমার উপস্থিতিতে বিষয়টির সুরাহা হয়। কিন্তু তারা এখন আমার নামেই মামলা করল। রূপসা এলাকায় পল্লিবিদ্যুতের সাবস্টেশন স্থাপনের জন্য আমি জমি দেওয়ার প্রস্তাব পর্যন্ত দিয়েছি।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন জানান, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। লোডশেডিং নেই দাবি করে তিনি বলেন, যান্ত্রিক সমস্যার কারণে কয়েক দিন ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত