আবদুল আযীয কাসেমি
ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ ইবাদত নামাজ। ইসলামের দ্বিতীয় রোকন এটি। নামাজের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার জামাতে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। মহানবী (সা.) নিজের বাস্তব জীবনে তা প্রয়োগ করে দেখিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে নামাজ কায়েম করেছেন। সেই ধারাবাহিকতায় এ বিধান বাস্তবায়িত হয়ে আসছে। কোরআন-হাদিসে নামাজের অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত: ৪৫)
নামাজ মুমিনের জন্য আল্লাহর সওগাত। মিরাজের রাতে এ উপহার বহন করে নিয়ে এসেছেন আমাদের প্রিয় নবী (সা.)। নামাজের ধরন ও প্রকৃতির দাবিই হলো তা জামাতে আদায় করা। মহানবী (সা.) জীবনে কখনো একা নামাজ পড়েননি। এমনকি সাহাবায়ে কেরামও কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়া জামাত ত্যাগ করতেন না। একা নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার মর্যাদা অনেক বেশি। হাদিসে এসেছে, ‘জামাতে নামাজ পড়া একা নামাজ আদায় করার চেয়ে ২৭ গুণ বেশি উত্তম।’ (বুখারি: ৬৪৫)
তা ছাড়া, জামাতে অংশ নিতে মসজিদে যাওয়ার প্রতি পদক্ষেপে এক নেকি করে পাওয়া যায় এবং একটি করে গুনাহ ক্ষমা করা হয়। যতক্ষণ সে মসজিদে অবস্থান করে, ততক্ষণ সে নামাজে আছে বলে গণ্য করা হয় এবং ফেরেশতারা তার জন্য এই বলে দোয়া করতে থাকেন যে, ‘হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন।’ যতক্ষণ তার অজু থাকে, ততক্ষণ এ দোয়া অব্যাহত থাকে। (বুখারি: ৪৭৭)
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ ইবাদত নামাজ। ইসলামের দ্বিতীয় রোকন এটি। নামাজের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার জামাতে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। মহানবী (সা.) নিজের বাস্তব জীবনে তা প্রয়োগ করে দেখিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে নামাজ কায়েম করেছেন। সেই ধারাবাহিকতায় এ বিধান বাস্তবায়িত হয়ে আসছে। কোরআন-হাদিসে নামাজের অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত: ৪৫)
নামাজ মুমিনের জন্য আল্লাহর সওগাত। মিরাজের রাতে এ উপহার বহন করে নিয়ে এসেছেন আমাদের প্রিয় নবী (সা.)। নামাজের ধরন ও প্রকৃতির দাবিই হলো তা জামাতে আদায় করা। মহানবী (সা.) জীবনে কখনো একা নামাজ পড়েননি। এমনকি সাহাবায়ে কেরামও কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়া জামাত ত্যাগ করতেন না। একা নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার মর্যাদা অনেক বেশি। হাদিসে এসেছে, ‘জামাতে নামাজ পড়া একা নামাজ আদায় করার চেয়ে ২৭ গুণ বেশি উত্তম।’ (বুখারি: ৬৪৫)
তা ছাড়া, জামাতে অংশ নিতে মসজিদে যাওয়ার প্রতি পদক্ষেপে এক নেকি করে পাওয়া যায় এবং একটি করে গুনাহ ক্ষমা করা হয়। যতক্ষণ সে মসজিদে অবস্থান করে, ততক্ষণ সে নামাজে আছে বলে গণ্য করা হয় এবং ফেরেশতারা তার জন্য এই বলে দোয়া করতে থাকেন যে, ‘হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন।’ যতক্ষণ তার অজু থাকে, ততক্ষণ এ দোয়া অব্যাহত থাকে। (বুখারি: ৪৭৭)
আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে