হিমেল চাকমা, রাঙামাটি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে নির্দেশনা আসার পর লিখিত পরীক্ষা স্থগিত করেছে জেলা পরিষদ। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের একটি চিঠির কারণে স্থগিত করা হয় এ পরীক্ষা। ২৩ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাঙামাটি জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ১৯ নম্বর আইনের ৬৯ নম্বর ধারা অনুযায়ী, পরিষদের কাছে হস্তান্তরিত বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য ২০০০ সালে ৮ নম্বর প্রবিধান প্রণয়ন করা হয়। প্রবিধানের আলোকে রাঙামাটি জেলা পরিষদ গত ২৯ মে জেলার ১০ উপজেলায় ৪৬২টি প্রাথমিক শিক্ষকের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন গ্রহণ শেষে ২৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার দিন ধার্য ছিল।
এ বিধিমালায় ৭ নম্বর ধারার ৩ নম্বর উপধারায় উল্লেখ আছে, নিয়োগ ও বাছাই কমিটিতে জেলা পরিষদের চেয়ারম্যান প্রয়োজন মনে করলে এক বা একাধিক বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে এ সংখ্যা তিনের অধিক হবে না। এর আলোকে জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়োগ করে।
পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি চেয়ে পার্বত্য মন্ত্রণালয়ে চিঠি পাঠালে ১৯ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সজল কান্তি বণিক চেয়ারম্যানকে নিয়োগ ও বাছাই কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়ে একটি চিঠি দেন। এ চিঠি পাওয়ার পরই জেলা পরিষদ পরীক্ষা স্থগিত করে।
চিঠিতে বলা হয়, সম্প্রতি বান্দরবান জেলা পরিষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাছাই ও নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে। এতে কোনো অসুবিধা হয়নি। এ ক্ষেত্রে রাঙামাটি জেলা পরিষদের নিয়োগ প্রবিধানমালার আওতায় নিয়োগ কমিটিও একই রকম হওয়া বাঞ্ছনীয়। এই অবস্থায় রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগের বাছাই ও নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম সম্পাদনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, ‘মূলত পার্বত্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে পরিষদ। পরিষদের কর্মচারী চাকরি নিয়োগ প্রবিধানমালা, ২০০০ এর আলোকে নিয়োগপ্রক্রিয়া শুরু করেছিল জেলা পরিষদ। এই অবস্থায় মন্ত্রণালয় থেকে ডিসির প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে চিঠি দেওয়া হয়। এটি প্রবিধানমালার বাইরে। এমন অবস্থায় জেলা প্রশাসকের প্রতিনিধির প্রয়োজন থাকার কথা নয়।’
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং বলেন, ‘মন্ত্রণালয় থেকে জেলা পরিষদের চিঠি দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। এ চিঠির কারণে যে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত, তা-ও জানা নেই।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে নির্দেশনা আসার পর লিখিত পরীক্ষা স্থগিত করেছে জেলা পরিষদ। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের একটি চিঠির কারণে স্থগিত করা হয় এ পরীক্ষা। ২৩ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাঙামাটি জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ১৯ নম্বর আইনের ৬৯ নম্বর ধারা অনুযায়ী, পরিষদের কাছে হস্তান্তরিত বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য ২০০০ সালে ৮ নম্বর প্রবিধান প্রণয়ন করা হয়। প্রবিধানের আলোকে রাঙামাটি জেলা পরিষদ গত ২৯ মে জেলার ১০ উপজেলায় ৪৬২টি প্রাথমিক শিক্ষকের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন গ্রহণ শেষে ২৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার দিন ধার্য ছিল।
এ বিধিমালায় ৭ নম্বর ধারার ৩ নম্বর উপধারায় উল্লেখ আছে, নিয়োগ ও বাছাই কমিটিতে জেলা পরিষদের চেয়ারম্যান প্রয়োজন মনে করলে এক বা একাধিক বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে এ সংখ্যা তিনের অধিক হবে না। এর আলোকে জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়োগ করে।
পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি চেয়ে পার্বত্য মন্ত্রণালয়ে চিঠি পাঠালে ১৯ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সজল কান্তি বণিক চেয়ারম্যানকে নিয়োগ ও বাছাই কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়ে একটি চিঠি দেন। এ চিঠি পাওয়ার পরই জেলা পরিষদ পরীক্ষা স্থগিত করে।
চিঠিতে বলা হয়, সম্প্রতি বান্দরবান জেলা পরিষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাছাই ও নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে। এতে কোনো অসুবিধা হয়নি। এ ক্ষেত্রে রাঙামাটি জেলা পরিষদের নিয়োগ প্রবিধানমালার আওতায় নিয়োগ কমিটিও একই রকম হওয়া বাঞ্ছনীয়। এই অবস্থায় রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগের বাছাই ও নিয়োগ কমিটিতে জেলা প্রশাসকের প্রতিনিধি অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম সম্পাদনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, ‘মূলত পার্বত্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে পরিষদ। পরিষদের কর্মচারী চাকরি নিয়োগ প্রবিধানমালা, ২০০০ এর আলোকে নিয়োগপ্রক্রিয়া শুরু করেছিল জেলা পরিষদ। এই অবস্থায় মন্ত্রণালয় থেকে ডিসির প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে চিঠি দেওয়া হয়। এটি প্রবিধানমালার বাইরে। এমন অবস্থায় জেলা প্রশাসকের প্রতিনিধির প্রয়োজন থাকার কথা নয়।’
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং বলেন, ‘মন্ত্রণালয় থেকে জেলা পরিষদের চিঠি দেওয়া হয়েছে বলে আমার জানা নেই। এ চিঠির কারণে যে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত, তা-ও জানা নেই।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে