চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরের ওপর দিয়ে প্রবাহিত বড়াল নদ, চিকনাই ও গুমানী নদী। দখল-দূষণসহ নানা কারণে অস্তিত্বসংকটে পড়েছে এই অঞ্চলের নদ-নদীগুলো।
দীর্ঘদিন ধরে খনন না করা, সচেতনতা বৃদ্ধিতে সরকারি কোনো উদ্যোগ না নেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ না করাসহ নানা কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
গত শনিবার তিনটি নদীর এলাকা ঘুরে দেখা গেছে, এক সময়ের স্রোতসিনী বড়াল, চিকনাই ও গুমানী নদী শুকিয়ে গেছে। শুকনো মৌসুম না আসতেই নদীর বুকে এখন বোরোর বীজতলা। এগুলো এখন মরা নদীতে পরিণত হয়েছে। প্রভাব পড়েছে কৃষিকাজ আর ব্যবসা-বাণিজ্যে। নদীগুলো খনন না করার কারণেই এমন হাল হয়েছে বলে মনে করছেন বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব এস এম মিজানুর রহমান।
বড়াল নদে গৃহস্থালি বর্জ্য, মুরগির খামারের বিষ্ঠা, পলিথিন ফেলায় তলদেশ ফুলেফেঁপে উঠেছে। দূষিত হচ্ছে আশপাশের এলাকার পরিবেশ। অবৈধ দখলদারেরা যত্রতত্র স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। ধানসহ নানা ধরনের সবজির চাষ করছেন বড়াল নদে।
নতুনবাজার খেয়াঘাট এলাকার বাসিন্দা মতিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে খনন না করায়, সচেতনতা বৃদ্ধিতে সরকারি কোনো উদ্যোগ না নেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ না করাসহ নানা কারণে বড়াল নদের এই করুণ পরিণতি।
এদিকে গুমানী নদীর তলদেশে ইরি ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। গুমানী শুকিয়ে এখন চৌচির। পানি না থাকায় নদীকেন্দ্রিক সব কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
নদীর মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। নদীর বুকে আবাদ করা ধান পাকা শুরু করেছে। গুমানী নদীর একাংশে খনন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ খননকাজ করেছে বলে জানান স্থানীয়রা। শুকিয়ে যাওয়া নদীর মাটি চলে যাচ্ছে অবৈধ ইটভাটাগুলোতে। নদীর অধিকাংশ এলাকার তলদেশে ধানের আবাদ করা হয়েছে।
এ বিষয়ে এস এম মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নদী বাঁচাতে আন্দোলন করছি। বড়াল নদসহ এই অঞ্চলের সব নদ-নদী খননসহ পানিপ্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবি আমাদের।’
এস এম মিজানুর রহমান আরও বলেন, ‘নদীকে বানানো হচ্ছে ময়লার ভাগাড়। নদীতে চাষাবাদ করা হচ্ছে। দখল তো আছেই। আমরা সামাজিক সংগঠন হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিবাদ জানিয়ে আসছি।’ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মমতাজ মহল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনার চাটমোহরের ওপর দিয়ে প্রবাহিত বড়াল নদ, চিকনাই ও গুমানী নদী। দখল-দূষণসহ নানা কারণে অস্তিত্বসংকটে পড়েছে এই অঞ্চলের নদ-নদীগুলো।
দীর্ঘদিন ধরে খনন না করা, সচেতনতা বৃদ্ধিতে সরকারি কোনো উদ্যোগ না নেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ না করাসহ নানা কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
গত শনিবার তিনটি নদীর এলাকা ঘুরে দেখা গেছে, এক সময়ের স্রোতসিনী বড়াল, চিকনাই ও গুমানী নদী শুকিয়ে গেছে। শুকনো মৌসুম না আসতেই নদীর বুকে এখন বোরোর বীজতলা। এগুলো এখন মরা নদীতে পরিণত হয়েছে। প্রভাব পড়েছে কৃষিকাজ আর ব্যবসা-বাণিজ্যে। নদীগুলো খনন না করার কারণেই এমন হাল হয়েছে বলে মনে করছেন বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব এস এম মিজানুর রহমান।
বড়াল নদে গৃহস্থালি বর্জ্য, মুরগির খামারের বিষ্ঠা, পলিথিন ফেলায় তলদেশ ফুলেফেঁপে উঠেছে। দূষিত হচ্ছে আশপাশের এলাকার পরিবেশ। অবৈধ দখলদারেরা যত্রতত্র স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। ধানসহ নানা ধরনের সবজির চাষ করছেন বড়াল নদে।
নতুনবাজার খেয়াঘাট এলাকার বাসিন্দা মতিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে খনন না করায়, সচেতনতা বৃদ্ধিতে সরকারি কোনো উদ্যোগ না নেওয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ না করাসহ নানা কারণে বড়াল নদের এই করুণ পরিণতি।
এদিকে গুমানী নদীর তলদেশে ইরি ও বোরো ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে। গুমানী শুকিয়ে এখন চৌচির। পানি না থাকায় নদীকেন্দ্রিক সব কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
নদীর মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। নদীর বুকে আবাদ করা ধান পাকা শুরু করেছে। গুমানী নদীর একাংশে খনন করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ খননকাজ করেছে বলে জানান স্থানীয়রা। শুকিয়ে যাওয়া নদীর মাটি চলে যাচ্ছে অবৈধ ইটভাটাগুলোতে। নদীর অধিকাংশ এলাকার তলদেশে ধানের আবাদ করা হয়েছে।
এ বিষয়ে এস এম মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নদী বাঁচাতে আন্দোলন করছি। বড়াল নদসহ এই অঞ্চলের সব নদ-নদী খননসহ পানিপ্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবি আমাদের।’
এস এম মিজানুর রহমান আরও বলেন, ‘নদীকে বানানো হচ্ছে ময়লার ভাগাড়। নদীতে চাষাবাদ করা হচ্ছে। দখল তো আছেই। আমরা সামাজিক সংগঠন হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিবাদ জানিয়ে আসছি।’ জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মমতাজ মহল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে