সানজিদা সামরিন, ঢাকা
‘স্ক্যাল্প ডিটক্স’ বলে একটা শব্দ আছে। একটু ভেঙে বললে, স্ক্যাল্প ডিটক্স মানে হলো—মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করা। আর তা সম্ভব ঘরে বসেই। চুল সুস্থ ও সুন্দর রাখতে মাথার ত্বকের দিকে মনোযোগ দিতে হবে। অধিকাংশ সময়ই আমরা চুলের যত্ন নিয়ে ব্যস্ত থাকি।ভুলে যাই মাথার ত্বকের কথা। মাথার ত্বকের অতিরিক্ত তেল, ময়লা আর খুশকি যদি পরিষ্কার না হয়, তাহলে চুল ভালো রাখা কঠিন। স্ক্যাল্প ডিটক্স করতে পারলে মাথার ত্বক পরিচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন উপকরণ ব্যবহারে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টিও পৌঁছাবে।
কেন স্ক্যাল্প ডিটক্স জরুরি
আমাদের মাথার ত্বকে মরা কোষ জন্মায়। নিয়মিত শ্যাম্পু ব্যবহার করলেও এই মরা কোষ সহজে অপসারণ করা সম্ভব হয় না। তাই মাথার ত্বকেরও এক্সফলিয়েশন জরুরি। এর মাধ্য়মে চুলের গোড়ায় আটকে থাকা সব ধরনের ময়লা, মরা কোষ ও তেল দূর হয়। সপ্তাহে এক দিন অন্তত স্ক্যাল্প ডিটক্স করা জরুরি। এ ক্ষেত্রে নারকেল তেল খুব ভালো এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। তবে কত দিন পরপর স্ক্যাল্প ডিটক্স করতে হবে, তা স্ক্যাল্পের অবস্থার ওপর নির্ভর করে।
স্ক্যাল্প ডিটক্সের ৫ ধাপ
১. মাথার ত্বকে অল্প করে পানি স্প্রে করুন। এবার আঙুল দিয়ে মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করতে থাকুন। এতে করে মাথার ত্বক থেকে ময়লা আলগা হতে থাকবে।
২. নারকেল তেল হালকা গরম করে আঙুল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি বলেন, ‘স্ক্যাল্প গভীরভাবে পরিষ্কারের জন্য চুল ভালোভাবে ব্রাশ করতে হবে। এরপর নারকেল তেল হালকা গরম করে এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে চুলের গোড়ায় সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করা হয়ে গেলে একটি শাওয়ার
ক্যাপ দিয়ে পুরো চুল ঢেকে রাখুন।’
৩. মাথার ত্বকে ৩০ মিনিট তেল রাখার পর স্টিম নিতে হবে। মাথা থেকে শাওয়ার ক্যাপ খুলে নিন। সহনীয় মাত্রার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে পুরো চুল জড়িয়ে রাখুন ৩০ মিনিট। এতে চুলের গোড়া থেকে ময়লা সহজে বেরিয়ে আসবে।
৪. চুল ধোয়ার জন্য ভালো মানের শ্যাম্পু ব্যবহার করতে হবে। শ্যাম্পু একটা বাটিতে ঢেলে আঙুল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ লাগিয়ে নিন। এরপর আঙুলের ডগা দিয়ে মাথার ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. স্ক্য়াল্প ডিটক্সের কাজ এখানেই শেষ। এবার চুলের আর্দ্রতা ও জেল্লার জন্য চুলে ভালো কোনো কন্ডিশনার লাগিয়ে রাখুন ৫ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুলের গোড়া থেকে এক ইঞ্চি বাদ রেখে তারপর কন্ডিশনার লাগাতে হবে। কারণ কন্ডিশনার শুধু চুলের জন্য, স্ক্যাল্প বা মাথার ত্বকের জন্য নয়।
ডিটক্স প্যাক
‘স্ক্যাল্প ডিটক্স’ বলে একটা শব্দ আছে। একটু ভেঙে বললে, স্ক্যাল্প ডিটক্স মানে হলো—মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করা। আর তা সম্ভব ঘরে বসেই। চুল সুস্থ ও সুন্দর রাখতে মাথার ত্বকের দিকে মনোযোগ দিতে হবে। অধিকাংশ সময়ই আমরা চুলের যত্ন নিয়ে ব্যস্ত থাকি।ভুলে যাই মাথার ত্বকের কথা। মাথার ত্বকের অতিরিক্ত তেল, ময়লা আর খুশকি যদি পরিষ্কার না হয়, তাহলে চুল ভালো রাখা কঠিন। স্ক্যাল্প ডিটক্স করতে পারলে মাথার ত্বক পরিচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন উপকরণ ব্যবহারে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টিও পৌঁছাবে।
কেন স্ক্যাল্প ডিটক্স জরুরি
আমাদের মাথার ত্বকে মরা কোষ জন্মায়। নিয়মিত শ্যাম্পু ব্যবহার করলেও এই মরা কোষ সহজে অপসারণ করা সম্ভব হয় না। তাই মাথার ত্বকেরও এক্সফলিয়েশন জরুরি। এর মাধ্য়মে চুলের গোড়ায় আটকে থাকা সব ধরনের ময়লা, মরা কোষ ও তেল দূর হয়। সপ্তাহে এক দিন অন্তত স্ক্যাল্প ডিটক্স করা জরুরি। এ ক্ষেত্রে নারকেল তেল খুব ভালো এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। তবে কত দিন পরপর স্ক্যাল্প ডিটক্স করতে হবে, তা স্ক্যাল্পের অবস্থার ওপর নির্ভর করে।
স্ক্যাল্প ডিটক্সের ৫ ধাপ
১. মাথার ত্বকে অল্প করে পানি স্প্রে করুন। এবার আঙুল দিয়ে মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করতে থাকুন। এতে করে মাথার ত্বক থেকে ময়লা আলগা হতে থাকবে।
২. নারকেল তেল হালকা গরম করে আঙুল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি বলেন, ‘স্ক্যাল্প গভীরভাবে পরিষ্কারের জন্য চুল ভালোভাবে ব্রাশ করতে হবে। এরপর নারকেল তেল হালকা গরম করে এর সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে চুলের গোড়ায় সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করা হয়ে গেলে একটি শাওয়ার
ক্যাপ দিয়ে পুরো চুল ঢেকে রাখুন।’
৩. মাথার ত্বকে ৩০ মিনিট তেল রাখার পর স্টিম নিতে হবে। মাথা থেকে শাওয়ার ক্যাপ খুলে নিন। সহনীয় মাত্রার গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিংড়ে পুরো চুল জড়িয়ে রাখুন ৩০ মিনিট। এতে চুলের গোড়া থেকে ময়লা সহজে বেরিয়ে আসবে।
৪. চুল ধোয়ার জন্য ভালো মানের শ্যাম্পু ব্যবহার করতে হবে। শ্যাম্পু একটা বাটিতে ঢেলে আঙুল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ লাগিয়ে নিন। এরপর আঙুলের ডগা দিয়ে মাথার ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. স্ক্য়াল্প ডিটক্সের কাজ এখানেই শেষ। এবার চুলের আর্দ্রতা ও জেল্লার জন্য চুলে ভালো কোনো কন্ডিশনার লাগিয়ে রাখুন ৫ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুলের গোড়া থেকে এক ইঞ্চি বাদ রেখে তারপর কন্ডিশনার লাগাতে হবে। কারণ কন্ডিশনার শুধু চুলের জন্য, স্ক্যাল্প বা মাথার ত্বকের জন্য নয়।
ডিটক্স প্যাক
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে