অনন্যা দাস
হাল ফ্যাশনের মেকআপে এখন ডিউই বা শিশিরভেজা স্নিগ্ধ কিন্তু সেই সঙ্গে উজ্জ্বল একটা লুকের চল এসেছে। কিন্তু এই লুক তৈরির কায়দা-কৌশল ঠিকমতো জানা না থাকায় অনেকেই শেষমেশ রণে ভঙ্গ দিচ্ছেন। কয়েকটি কৌশল নখদর্পণে থাকলেই আপনি পেতে পারেন ঈর্ষণীয় সাজ। কয়েকটি ধাপে এই মেকআপ করতে হবে।
১. শুরুটা করুন ম্যাট প্রাইমার দিয়ে
তেলতেলে প্রাইমারের পরিবর্তে ম্যাট প্রাইমার দিয়ে মেকআপ শুরু করলেই উজ্জ্বল চেহারা তৈরির জন্য নিখুঁত ক্যানভাস পাবেন আপনি। ম্যাট ও পোরলেস ম্যাটিফাইং ফেস প্রাইমার মেকআপের জন্য একটি মসৃণ বেজ তৈরি করবে। এটি আপনার ত্বকের উজ্জ্বল শৈলীতে তেল চকচকে ভাব আসতে দেবে না। তা ছাড়া, এভাবে সাজ শুরু করলে আপনার মেকআপ অনেক ঘণ্টা থাকবে।
২. ফাউন্ডেশনের পালা
এটাই ডিউই লুক পাওয়ার মূল ধাপ। হালকা ধরনের ফাউন্ডেশন নিন। একটি হালকা ভেজা বিউটি স্পঞ্জ ব্যবহার করে আপনার মুখে লাগান। এভাবে ফাউন্ডেশন লাগালে মেকআপ ভালোভাবে বসবে। আপনার চেহারায় কোনো দাগ থাকলে ও দাগ ঢাকতে চাইলে একটি ক্রিম কনসিলার ব্যবহার করুন এবং সেটা ত্বকে ভালোভাবে মিশিয়ে নিন।
৩. কিছুটা ব্লাশ
ন্যাচারাল লুকের জন্য আপনার ত্বকের রঙের সঙ্গে মানানসই এমন ব্লাশঅন দেওয়াই ভালো। ব্লাশ দেওয়ার সময় দুটি জিনিস বিবেচনায় রাখতে হবে। প্রথমত, অতিরিক্ত ব্লাশ ব্যবহার করবেন না। তাহলে সাজে মেকি ভাব চলে আসবে। দ্বিতীয়ত, বেশি ব্লাশ আপনার গালে ভালোভাবে মিশিয়ে নেবেন। বেষ্ট লুকের জন্য পিচ শেড ব্যবহার করতে পারেন। আপনার চিকবোনে হালকা করে এই শেডগুলো ঘষে নিলেই দেখবেন চেহারার জেল্লা বেড়ে গেছে।
৪. লিপ গ্লসের ওপর সোয়াইপ
ডিউই লুককে আরও কিছুটা ফুটিয়ে তুলতে ঠোঁটে দিন লিপ গ্লস। গ্লসের মাত্র কয়েকটি টানেই আপনার ঠোঁটে বেশ কোমল ভেজা ভাব আসবে।
৫. সেটিং স্প্রে
সাজগোজের শেষ ধাপে আপনার মেকআপ লক করুন সেটিং স্প্রে দিয়ে। আপনার পুরো লুকে আরও একটু উজ্জ্বলতা যোগ করতে চাইলে একটি নন-ম্যাটিফাইং সেটিং স্প্রে ব্যবহার করুন। কারণ এটি মেকআপকে উজ্জ্বল করে কিন্তু এটি নিজে উজ্জ্বল নয়।
সূত্র: মেকআপ ডট কম
হাল ফ্যাশনের মেকআপে এখন ডিউই বা শিশিরভেজা স্নিগ্ধ কিন্তু সেই সঙ্গে উজ্জ্বল একটা লুকের চল এসেছে। কিন্তু এই লুক তৈরির কায়দা-কৌশল ঠিকমতো জানা না থাকায় অনেকেই শেষমেশ রণে ভঙ্গ দিচ্ছেন। কয়েকটি কৌশল নখদর্পণে থাকলেই আপনি পেতে পারেন ঈর্ষণীয় সাজ। কয়েকটি ধাপে এই মেকআপ করতে হবে।
১. শুরুটা করুন ম্যাট প্রাইমার দিয়ে
তেলতেলে প্রাইমারের পরিবর্তে ম্যাট প্রাইমার দিয়ে মেকআপ শুরু করলেই উজ্জ্বল চেহারা তৈরির জন্য নিখুঁত ক্যানভাস পাবেন আপনি। ম্যাট ও পোরলেস ম্যাটিফাইং ফেস প্রাইমার মেকআপের জন্য একটি মসৃণ বেজ তৈরি করবে। এটি আপনার ত্বকের উজ্জ্বল শৈলীতে তেল চকচকে ভাব আসতে দেবে না। তা ছাড়া, এভাবে সাজ শুরু করলে আপনার মেকআপ অনেক ঘণ্টা থাকবে।
২. ফাউন্ডেশনের পালা
এটাই ডিউই লুক পাওয়ার মূল ধাপ। হালকা ধরনের ফাউন্ডেশন নিন। একটি হালকা ভেজা বিউটি স্পঞ্জ ব্যবহার করে আপনার মুখে লাগান। এভাবে ফাউন্ডেশন লাগালে মেকআপ ভালোভাবে বসবে। আপনার চেহারায় কোনো দাগ থাকলে ও দাগ ঢাকতে চাইলে একটি ক্রিম কনসিলার ব্যবহার করুন এবং সেটা ত্বকে ভালোভাবে মিশিয়ে নিন।
৩. কিছুটা ব্লাশ
ন্যাচারাল লুকের জন্য আপনার ত্বকের রঙের সঙ্গে মানানসই এমন ব্লাশঅন দেওয়াই ভালো। ব্লাশ দেওয়ার সময় দুটি জিনিস বিবেচনায় রাখতে হবে। প্রথমত, অতিরিক্ত ব্লাশ ব্যবহার করবেন না। তাহলে সাজে মেকি ভাব চলে আসবে। দ্বিতীয়ত, বেশি ব্লাশ আপনার গালে ভালোভাবে মিশিয়ে নেবেন। বেষ্ট লুকের জন্য পিচ শেড ব্যবহার করতে পারেন। আপনার চিকবোনে হালকা করে এই শেডগুলো ঘষে নিলেই দেখবেন চেহারার জেল্লা বেড়ে গেছে।
৪. লিপ গ্লসের ওপর সোয়াইপ
ডিউই লুককে আরও কিছুটা ফুটিয়ে তুলতে ঠোঁটে দিন লিপ গ্লস। গ্লসের মাত্র কয়েকটি টানেই আপনার ঠোঁটে বেশ কোমল ভেজা ভাব আসবে।
৫. সেটিং স্প্রে
সাজগোজের শেষ ধাপে আপনার মেকআপ লক করুন সেটিং স্প্রে দিয়ে। আপনার পুরো লুকে আরও একটু উজ্জ্বলতা যোগ করতে চাইলে একটি নন-ম্যাটিফাইং সেটিং স্প্রে ব্যবহার করুন। কারণ এটি মেকআপকে উজ্জ্বল করে কিন্তু এটি নিজে উজ্জ্বল নয়।
সূত্র: মেকআপ ডট কম
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে