ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি বাস থেকে প্রায় ৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কৃষ্ণকাঠি পেট্রলপাম্প মোড়ে যাত্রীবাহী দুটি বাসে তল্লাশি চালিয়ে এ জাটকা জব্দ করা হয়েছে।
জানা গেছে, কুয়াকাটা থেকে বেনাপোলগামী দুটি বাসের বাংকার থেকে ১২টি বক্সে প্রায় ৬০০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাটকা পরিবহন করায় দুটি বাসের ৬ কর্মচারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরা হলেন, কুয়াকাটা-বেনাপোল রুটের যাত্রীবাহী বাস কুয়াকাটা এক্সপ্রেসের চালক মো. মামুন হোসেন, সুপারভাইজার মো. খোকন ও হেলপার আলতাফ হোসেন। এ ছাড়া একই রুটের ‘সেভেন স্টার’ পরিবহনের চালক মো. দিপু, সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং হেলপার মো. রিপন। এদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী তাদের এ দণ্ড দেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং, এতিমখানা এবং সরকারি শিশু পরিবারে বিতরণ করে দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, গত নভেম্বর থেকে সামনের জুন ৮ মাস জাটকা আরোহণ, পরিবহন, মজুত এবং বেচা-বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জব্দ করা জাটকা পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর বন্দরের বিভিন্ন মৎস্য আড়ত থেকে পিরোজপুর, খুলনা ও যশোর জেলার বিভিন্ন বাজারে যাচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, ‘আমরা আজ তাৎক্ষণিক অভিযান চালিয়েছি। জুন মাস পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’
ঝালকাঠিতে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি বাস থেকে প্রায় ৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কৃষ্ণকাঠি পেট্রলপাম্প মোড়ে যাত্রীবাহী দুটি বাসে তল্লাশি চালিয়ে এ জাটকা জব্দ করা হয়েছে।
জানা গেছে, কুয়াকাটা থেকে বেনাপোলগামী দুটি বাসের বাংকার থেকে ১২টি বক্সে প্রায় ৬০০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাটকা পরিবহন করায় দুটি বাসের ৬ কর্মচারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এরা হলেন, কুয়াকাটা-বেনাপোল রুটের যাত্রীবাহী বাস কুয়াকাটা এক্সপ্রেসের চালক মো. মামুন হোসেন, সুপারভাইজার মো. খোকন ও হেলপার আলতাফ হোসেন। এ ছাড়া একই রুটের ‘সেভেন স্টার’ পরিবহনের চালক মো. দিপু, সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং হেলপার মো. রিপন। এদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী তাদের এ দণ্ড দেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং, এতিমখানা এবং সরকারি শিশু পরিবারে বিতরণ করে দেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, গত নভেম্বর থেকে সামনের জুন ৮ মাস জাটকা আরোহণ, পরিবহন, মজুত এবং বেচা-বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জব্দ করা জাটকা পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মহিপুর বন্দরের বিভিন্ন মৎস্য আড়ত থেকে পিরোজপুর, খুলনা ও যশোর জেলার বিভিন্ন বাজারে যাচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, ‘আমরা আজ তাৎক্ষণিক অভিযান চালিয়েছি। জুন মাস পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে