রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল-রায়পুরা আঞ্চলিক সড়কে ভেঙে ফেলা সেতুর নির্মাণকাজ সাত মাসেও শুরু হয়নি। ফলে সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ভুক্তভোগীদের অভিযোগ, ঠিকাদার ও কর্তৃপক্ষের অবহেলায় এখনো সেতুটির নির্মাণকাজ শুরু হয়নি। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শামীম ইকবাল মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘মাটির গভীরতার কারণে এ নিয়ে তিনবার মাটি পরীক্ষা করা হয়েছে। মাটির পরীক্ষার সমস্যার জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। আশা করি, সেতুটির নির্মাণকাজ দ্রুত শুরু হবে।’
জানা গেছে, উপজেলা এলজিইডির আওতায় চরমরজাল এলাকায় খালের ওপর ২০২২ সালের জুন মাসে সেতু নির্মাণকাজের দায়িত্ব পায় মঈনুল ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৫ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডারের সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ১ কোটি ৬০ লাখ ১৪ হাজার টাকা। মেয়াদকাল ২০২৩ সাল।
সরেজমিনে দেখা গেছে, ভাঙা সেতু এলাকায় যাত্রীরা ও মালামাল নামিয়ে অতিকষ্টে যান চলাচল করছেন। সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, সবজিবাহী গাড়িসহ ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয় লোকজন জানান, এ সড়ক দিয়ে উপজেলার পৌরসভার, মারজাল, অলিপুরা, পলাশতলী, উত্তর বাখরনগর ইউনিয়নের চরমরজাল হয়ে পার্শ্ববর্তী উপজেলা শিবপুরের কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। শুধু তাই নয়, ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াতের একমাত্র সড়কও এটি। এ সড়ক দিয়ে যাওয়া-আসা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কী কারণে সেতুর কাজ থমকে আছে তা জানা নেই।
নির্মাণকাজের দায়িত্ব পাওয়া মঈনুল ট্রেডার্সের অংশীদার মামুন বলেন, ‘তিনবার মাটি পরীক্ষা পরিবর্তন হয়েছে। আগে ছিল ৭০ ফিট এখন ১০০ ফিট গভীরতা। শ্রমিক থাকার জন্য ওইখানে ছোট একটা ঘর নির্মাণ করা হয়েছিল এটাসহ অনেক মালামাল চুরি হয়ে গেছে। আশা করছি, দ্রুতই কাজটা শুরু করা যাবে।’
মরজাল ইউপি চেয়ারম্যান মো আতাউর রহমান বলেন, ‘ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সেতু নির্মাণকাজ কী কারণে বিলম্বিত হচ্ছে, তা জানি না।’
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল-রায়পুরা আঞ্চলিক সড়কে ভেঙে ফেলা সেতুর নির্মাণকাজ সাত মাসেও শুরু হয়নি। ফলে সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ভুক্তভোগীদের অভিযোগ, ঠিকাদার ও কর্তৃপক্ষের অবহেলায় এখনো সেতুটির নির্মাণকাজ শুরু হয়নি। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শামীম ইকবাল মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘মাটির গভীরতার কারণে এ নিয়ে তিনবার মাটি পরীক্ষা করা হয়েছে। মাটির পরীক্ষার সমস্যার জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে। আশা করি, সেতুটির নির্মাণকাজ দ্রুত শুরু হবে।’
জানা গেছে, উপজেলা এলজিইডির আওতায় চরমরজাল এলাকায় খালের ওপর ২০২২ সালের জুন মাসে সেতু নির্মাণকাজের দায়িত্ব পায় মঈনুল ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৫ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডারের সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ১ কোটি ৬০ লাখ ১৪ হাজার টাকা। মেয়াদকাল ২০২৩ সাল।
সরেজমিনে দেখা গেছে, ভাঙা সেতু এলাকায় যাত্রীরা ও মালামাল নামিয়ে অতিকষ্টে যান চলাচল করছেন। সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, সবজিবাহী গাড়িসহ ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
স্থানীয় লোকজন জানান, এ সড়ক দিয়ে উপজেলার পৌরসভার, মারজাল, অলিপুরা, পলাশতলী, উত্তর বাখরনগর ইউনিয়নের চরমরজাল হয়ে পার্শ্ববর্তী উপজেলা শিবপুরের কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। শুধু তাই নয়, ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়াতের একমাত্র সড়কও এটি। এ সড়ক দিয়ে যাওয়া-আসা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কী কারণে সেতুর কাজ থমকে আছে তা জানা নেই।
নির্মাণকাজের দায়িত্ব পাওয়া মঈনুল ট্রেডার্সের অংশীদার মামুন বলেন, ‘তিনবার মাটি পরীক্ষা পরিবর্তন হয়েছে। আগে ছিল ৭০ ফিট এখন ১০০ ফিট গভীরতা। শ্রমিক থাকার জন্য ওইখানে ছোট একটা ঘর নির্মাণ করা হয়েছিল এটাসহ অনেক মালামাল চুরি হয়ে গেছে। আশা করছি, দ্রুতই কাজটা শুরু করা যাবে।’
মরজাল ইউপি চেয়ারম্যান মো আতাউর রহমান বলেন, ‘ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সেতু নির্মাণকাজ কী কারণে বিলম্বিত হচ্ছে, তা জানি না।’
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে